Posts

Showing posts from September 6, 2018

মদপানে প্রতি বছর ২৮ লাখ মানুষের মৃত্যু

Image
মাদক ও ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা রকম প্রচার লক্ষ্য করা যায়। সিগারেটের প্যাকেট থেকে শুরু করে বিজ্ঞাপন সবখানেই সতর্কবার্তা দেখা গেলেও মদপান রুখতে তেমন প্রচার দেখা যায় না। তবে কেবল মদপানের কারণে প্রতি বছর পৃথিবীতে মারা যাচ্ছে লাখ লাখ মানুষ। সম্প্রতি লানসেট জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় জানা গেছে, পুরো বিশ্বে মদপানের কারণে প্রতিবছর ২৮ লক্ষ মানুষের মৃত্যু হয়। কেবল তাই নয়, ১৫ থেকে ৪৯ বছরের মানুষের প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যুর জন্য দায়ী অপরিমিত মদপান।  সমীক্ষায় আরও জানানো হয়, ১৯৯০ থেকে ২০১৬ সালের মধ্যে অ্যালকোহল ব্যবহার ও শরীরের উপর তার কুপ্রভাব ছড়িয়েছে ১৯৫টি দেশে। ধূমপানের মতোই মদ্যপানের ফলেও ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়।  সমীক্ষায় দেখা যায়, বর্তমান বিশ্বে তিনভাগের একভাগ (৩২ দশমিক ৫ শতাংশ) মানুষ মদ্যপানে আসক্ত। যার প্রায় ২৫ শতাংশই নারী। মদ্যপায়ীদের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিডি-প্রতিদিন/ ই-জাহান

চীনকে থামাতে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক!

Image
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে সামরিক শক্তিতে ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। এ নিয়ে সতর্ক বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে প্রতিরক্ষায় নজরদারির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোনসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চলেছে ভারত। পাশাপাশি, গোপন সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজর রাখতে কৃত্রিম উপগ্রহের দেওয়া তথ্যাদিও এবার আদান-প্রদান করতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। সে ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী চূড়ান্ত করতে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এ ব্যাপারে দুই দেশের প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দু’টি বৈঠক কোন প্রতীকী বৈঠক নয়। রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও অন্যান্য সম্পর্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে যে টানাপড়েন চলছে গত কয়েক দশক ধরে, সেই দূরত্ব উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আক্ষরিক অর্থেই, সামরিক শক্তিতে দু’টি দেশের কাছাকাছি আসার ক্ষেত্রে আসন্ন বৈঠক পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে। ...