প্রিয়াঙ্কাকে ভালো হতে বললেন হবু শাশুড়ি
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত বিয়ে নিয়ে বেশ আনন্দেই আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পার্টি করছেন। কেনাকাটা করছেন। বিনোদনের কোনো কিছুই বাদ রাখছেন না তিনি। তবে এবার হবু শাশুড়ির শাসনের নিচে পড়লেন অভিনেত্রী। নিক জোনাসের মা যুক্তরাষ্ট্রের নাগরিক ডেনিস মিলার প্রিয়াঙ্কার চলাচলে একটু সাবধানী হতে বলেছেন। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া যা করেছেন, তা সহজে মেনে নিতে পারেননি তিনি। নেদারল্যান্ডসে প্রিয়াঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম ঘটনা হচ্ছে, বিয়ের আগে বন্ধুদের নিয়ে নেদারল্যান্ডসের আমস্টারডামে ব্যাচেলর ট্রিপের আয়োজন করেন প্রিয়াঙ্কা। গার্ল গ্যাংদের সঙ্গে নিয়ে এই ট্রিপের আয়োজন করেন তিনি। সেখানে বিভিন্ন পানশালা ঘুরে ঘুরে তারা সারা রাত ড্রিংক্স করেন। বিয়ের আনন্দে মাতোয়ারা প্রিয়াঙ্কা চোপড়া এতটাই মদ্যপান করেছেন যে একসময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কাকে কী বলছেন, তা নিজেও বুঝতে পারছেন না। অস্বাভাবিক আচরণ শুরু করেন। হবু স্বামী আর হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত এক পানশালায় বন্ধুদে...