Posts

Showing posts from June 24, 2018

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে পম্পেওর হুঁশিয়ারি

Image
ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষম হওয়ার চেষ্টা না করতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার তিনি বলেন, ইরান পারমাণবিক শক্তিসম্পন্ন হওয়ার চেষ্টা করলে তারা পুরো পৃথিবীর ক্রোধের সম্মুখীন হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, ইরানকে পুরো পৃথিবীর ক্রোধের সম্মুখীন হওয়ার হুমকি দিলেও যুক্তরাষ্ট্রকে কখনো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে হবে না বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ইরানকে ইঙ্গিত করে তিনি আশা ব্যক্ত করেন যে, কোন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না।  শুক্রবার রাজনৈতিক কলাম লেখক হিউ হেওয়িটকে দেওয়া এক সাক্ষাৎকারে ও পরবর্তীতে এমএসএনবিসি’তে পম্পেও এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির অবস্থা যাইহোক না কেন, ইরানের উচিত হবে না পারমাণবিক অস্ত্র সক্ষম হওয়ার চেষ্টা করা। আমি আশা করি তার এটা বোঝে যে, তারা যদি পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে তাদের পুরো পৃথিবীর ক্রোধের সম্মুখীন হতে হবে।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি চালু করলে পুরো বিশ্বই তা অগ্রহণযোগ্য...

কিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প

Image
সিঙ্গাপুরে চলতি সাসের শুরুর দিকে   উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চুক্তি করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর  জন্য নবায়ন করেছেন। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান  ট্রাম্প । মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোঁড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের পরমাণু হুমকির অবসান ঘটেছে। গত ১২ জুন অনুষ্ঠিত সাক্ষাতে একটি চুক্তি সই করেন ট্রাম্প ও কিম। ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করবে এবং ওয়াশিংটন উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেবে। মার্কিন সরকার সব সময় উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও কোরীয় উপদ্বীপে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন সরকারের উসকানিমূলক তৎপরতাই দা...

প্রকাশ্যে গাড়ি চালাচ্ছে সৌদি নারীরা

Image
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাইভিং সিটে বসার সুযোগ পেয়েছে নারীরা। রবিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক মিনিট পরই ব্যস্ত রাস্তায় স্টিয়ারিং হাতে দেখা গেছে নারীদের।সৌদি নারীদের জন্য যেটি ছিল অকল্পনীয়। ব্যবসা, কাজে যেতে বন্ধুদের সঙ্গে দেখা করতে কিংবা বাচ্চাকে স্কুলে রেখে আসতেও স্বামী, বাবা, ভাই ও পুরুষ গাড়ি চালকদের ওপর এতদিন নির্ভর করতে হতো সৌদি নারীদের। এখন লাইসেন্স থাকলেই তারা গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। এজন্য তারা দেশটির বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর স্থানীয় সময় রাতেই গাড়ি নিয়ে রাজপথে নামেন হেসাহ আল-আজাজি। তিনি বলেন, 'আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি সত্যি সত্যি ঘটছে দেখে আমি রোমাঞ্চিত।' সূত্র: এনবিসি  বিডি প্রতিদিন/ফারজানা

জার্মানিতে আশ্রয় চেয়েছেন তুরস্কের ৩০০ কূটনীতিক

Image
তুরস্কের ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ইউরোপের দেশ জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন দেশটির ৩ শতাধিক কূটনীতিক। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জার্মানিতে আশ্রয় প্রার্থীদের মধ্যে তুরস্কের কূটনৈতিক পদমর্যাদার অথবা পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা রয়েছেন। তাদের স্ত্রী ও সন্তানসহ আশ্রয় প্রার্থীদের সংখ্যা ১ হাজার ১৭৭ জন। এর আগে ২০১৬ সালের ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর বেশ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে জার্মানি ও তুরস্কের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। ব্যর্থ অভ্যুত্থানের পর তুর্কি সরকার দেশে যে ব্যাপক দমন অভিযান চালায় বার্লিন তার তীব্র সমালোচনা করে। এ ছাড়া, তুরস্ক সরকার দেশটিতে অবস্থানকারী বেশ কয়েকজন জার্মান নাগরিককে আটক করে। এদিকে আঙ্কারার অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সরকারের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে জার্মানি। বিডি-প্রতিদিন/ ই-জাহান