Posts

Showing posts from December 29, 2020

প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ধর্মান্তরিত করা হয়!

Image
  প্রতীকী ছবি ১৪ বছরের কিশোরী নেহা গান ভালোবাসতো। কিন্তু গত বছর থেকে গান গাওয়ার সেই সুযোগ হারিয়ে ফেলেছে সে। কারণ গত বছর খ্রিস্টান ধর্ম থেকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাকে জোর করে ৪৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়েও দিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  শুধু নেহা নয়। প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। অন্য ধর্মের মেয়েদের বিয়ে করার রাস্তাটা পাকা করার জন্যই মূলত ধর্মান্তরিত করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, করোনাভাইরাসের কারণে আরোপ করা লকডাউনের সময় ধর্মান্তরিতকরণের কাজটি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ লকডাউনের সময় বিদ্যালয় বন্ধ থাকায় মেয়েরা মানুষের দৃষ্টিগোচর হয় বেশি। এদিকে, আবার কনে পাচারকারীরা ইন্টারনেটে বেশি সক্রিয়। পরিবারগুলোরও বেশি ঋণের বোঝা বইতে হচ্ছে।  এপির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মার্কি...

কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকার সেতু

Image
  জম্মু ও কাশ্মীরের রাইসি জেলায় চেনাব নদীর ওপর ভারতের প্রথম তোরণাকার সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। নির্মাণ শেষে এই সেতুটি হবে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকৃতির সেতু।  বার্তা সংস্থা আইএএনএস জানায়, ভারতীয় রেলওয়ের প্রকৌশল সাফল্যের উজ্জ্বল নিদর্শন এই সেতুকে এনজি ব্রিজও বলা হয়ে থাকে। চেনাব নদীর দুই পাড়ের দুটি ইস্পাতের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকবে ৪৭০ দশমিক ২৫ মিটার দীর্ঘ এই সেতু। সিমেন্ট ও পাথরকুচির গাঁথুনিসমৃদ্ধ লোহার প্রতিটি খুঁটির উচ্চতা ১৩৩ মিটার। নদীর তলদেশ থেকে এনজি ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার। যার মানে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু।  উত্তরাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের অংশ এই সেতু কাটরা ও রাইসি জেলাকে সংযুক্ত করবে। ২৬০ কিমি গতির বাতাস প্রতিহত করার মতো মজবুত এনজি সেতুর মেয়াদ ১২০ বছর হবে বলে জানানো হয়। ফিনল্যান্ড ও জার্মানির কনসালট্যান্টদের তৈরি করা নকশায় সেতুটি খাড়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কনকন রেলওয়েজ।’ মোটা মোটা ৯৬টি তার এমনভাবে আঁকড়ে থাকবে যে, দেখে মনে হবে চেনাব নদীতে পড়োপ...