কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকার সেতু

 

কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকার সেতু

জম্মু ও কাশ্মীরের রাইসি জেলায় চেনাব নদীর ওপর ভারতের প্রথম তোরণাকার সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। নির্মাণ শেষে এই সেতুটি হবে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকৃতির সেতু। 

বার্তা সংস্থা আইএএনএস জানায়, ভারতীয় রেলওয়ের প্রকৌশল সাফল্যের উজ্জ্বল নিদর্শন এই সেতুকে এনজি ব্রিজও বলা হয়ে থাকে। চেনাব নদীর দুই পাড়ের দুটি ইস্পাতের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকবে ৪৭০ দশমিক ২৫ মিটার দীর্ঘ এই সেতু। সিমেন্ট ও পাথরকুচির গাঁথুনিসমৃদ্ধ লোহার প্রতিটি খুঁটির উচ্চতা ১৩৩ মিটার। নদীর তলদেশ থেকে এনজি ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার। যার মানে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু। 

উত্তরাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের অংশ এই সেতু কাটরা ও রাইসি জেলাকে সংযুক্ত করবে। ২৬০ কিমি গতির বাতাস প্রতিহত করার মতো মজবুত এনজি সেতুর মেয়াদ ১২০ বছর হবে বলে জানানো হয়। ফিনল্যান্ড ও জার্মানির কনসালট্যান্টদের তৈরি করা নকশায় সেতুটি খাড়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কনকন রেলওয়েজ।’ মোটা মোটা ৯৬টি তার এমনভাবে আঁকড়ে থাকবে যে, দেখে মনে হবে চেনাব নদীতে পড়োপড়ো একটি সেতুকে ঝুলিয়ে রেখেছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা