Posts

Showing posts from October 6, 2019

৫০ কেজি সোনায় সাজানো প্রতিমা

Image
কলকাতার শিয়ালদহের কাছে লেবুতলা বা সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে ৫০ কেজি সোনা দিয়ে। ভারত, ৫ অক্টোবর। ছবি: ভাস্কর মুখার্জি জনপ্লাবনে ভাসছে কলকাতা। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। সকাল থেকে কলকাতার মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। কলকাতায় এবার ২ হাজার ৬০০টি সর্বজনীন পূজা হচ্ছে। এর মধ্যে ১৮০টি বড় বাজেটের পূজা। মূলত ওই সব পূজার মণ্ডপ এবং দুর্গাপ্রতিমা দেখতে মানুষের লাইন মণ্ডপে মণ্ডপে। তবে সবচেয়ে বড় আকর্ষণ ৫০ কেজি সোনা দিয়ে সাজানো সন্তোষ মিত্র স্কয়ারের সর্বজনীন পূজামণ্ডপের প্রতিমা। আজ শনিবার সকালে কলকাতার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হলেও তা উপেক্ষা করেই মানুষ ছুটছে মণ্ডপে। কেউ ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেও নামী মণ্ডপ এবং দুর্গাপ্রতিমা দর্শনে মেতে উঠেছে। এবারের দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ কলকাতার শিয়ালদহের কাছে লেবুতলা বা সন্তোষ মিত্র স্কয়ারের সর্বজনীন পূজা। এখানে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে সোনা দিয়ে। শুধু দুর্গা নয়, অসুর এবং সিংহও সাজানো হয়েছে সোনার পাত দিয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৫০ কেজি সোনা ব্যবহৃত হয়েছে। আর এই সোনার মূল্য ২০ কোটি রুপি। এবারের কলকাতার বড় বাজেটের পূজার মধ...

মার্কিন প্রেসিডেন্টের মতোই মোদির সুরক্ষায় বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা

Image
মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ এই বিমান কেনা হচ্ছে। ছবি: টুইটার মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষায় বিশেষ বিমান কেনা হচ্ছে। এই বিশেষ বিমানে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সুরক্ষা ব্যবস্থা। বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাসেই নরেন্দ্র মোদির বহন তালিকায় যুক্ত হচ্ছে এই বিশেষ বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজের মতোই বিমানটি তৈরি করা হয়েছে। ভারতের জন্য তৈরি অত্যাধুনিক এই বিমানের নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া এই বিমানে চলাচলের সুবিধা পাবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, মোদির জন্য আনা এই বিশেষ বিমান ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটানা উড়তে সক্ষম। যাত্রাপথের মাঝে কোনো জ্বালানি ভরত...

ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে ২ হাজার ২শ’ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ

Image
আমদানিকৃত পেঁয়াজের ট্রাক। ছবি: সংগৃহীত আমদানিকৃত ২ হাজার ২শ’ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ অবশেষে প্রবেশ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা বন্দরে প্রবেশ করে এই আমদানিকৃত পেঁয়াজ। গত এক সপ্তাহ আগে লোড করা এসব পেঁয়াজের ইতিমধ্যে ১০ থেকে ২০ শতাংশ পচে গেছে। তবে, রবিবার ভোমরা বন্দরে পেঁয়াজের পাইকারি বিক্রয় মূল্য কেজি প্রতি ৫২ টাকা হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ভারত সরকার হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে এলসি করা বিপুল সংখ্যক পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গায় আটকে থাকে। এরপর বাংলাদেশ ও ভারত উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে শনিবার অন্যান্য স্থলবন্দর বন্ধ থাকার পরও বিশেষ প্রক্রিয়ায় ১শ’ ৮ ট্রাক পেঁয়াজ আমদানি করা হয় ভোমরা বন্দরে। তবে, আমদানিকৃত এসব পেঁয়াজের ১০ থেকে ২০ ভাগ পচে নষ্ট হওয়ায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ী মইনুল ইসলাম জানান, কেজি প্রতি ৭২ টাকা মূল্যে পেঁয়াজ আমদানি করে তা বিক্রি করতে হচ্ছে ৫২ টাকায়। কেজিতেই লোকসান গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা...

যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকবে হাজারো পাকিস্তানি

Image
দলে দলে হাজার হাজার পাকিস্তানি এগিয়ে চলেছে নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) দিকে। তারা সবাই আজাদ-কাশ্মীরের বাসিন্দা। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। ভারতীয় গণমাধ্যমের দাবি, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের(জেকেএলএফ) উস্কানিতে সবাই জড়ো হতে চলেছে সীমান্তের ওপারে নিয়ন্ত্রণরেখার কাছে। প্রতিবাদকারীরা যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে শ্রীনগরে ঢুকবে বলে আশঙ্কা করছে ভারত। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। যদিও শনিবার কাশ্মীরিদের নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে বিক্ষোভকারীদের সাবধান করে তিনি জানান, ভারত কিন্তু এই ‘শান্তিপূর্ণ’ মিছিলে হামলা চালাতে পারে। তাই যারা সেখানে জড়ো হতে চলেছেন তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করবেন না। মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ কমবয়সী যুবক। যদিও বিক্ষোভকারী দলে কিছু নারীও রয়েছেন। শনিবার তারা পায়ে হেটে গারহি দুপাট্টা এসে পৌঁছায়। সকলেই জেকেএলএফের সদস্য। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মুজফফরবাদে পৌঁছনোর সময় সংখ্যাটা ৩০০০ কাছাকাছি চলে যাবে...

তৃতীয় দফায় ভারতে গেল আরও ৪৫ টন ইলিশ

Image
ফাইল ছবি তৃতীয় দফায় আরও ৪৫ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১০টি ট্রাকে করে এ ইলিশ রফতানি করা হয়। এ নিয়ে ৩ দফায় ১২৬ টন ইলিশ রফতানি করা হলো ভারতে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছেন, বাকি ৩৭৪ টন ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রফতানি করা হবে। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

রংপুরে উপনির্বাচনে সাদ এরশাদ বিজয়ী

Image
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারে কম হলেও নিজ পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির রিটা রহমান। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এই নির্বাচনে মাত্র ২২ দশমিক ৮৬  ভাগ ভোট পড়েছে। এদিকে বিএনপি প্রার্থী ভোট টেম্পারিং করার অভিযোগ তুলেছেন। তিনি এই ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। বলেন, পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছে। অন্যদিকে পিতা মরহুম এরশাদ ও রংপুরবাসীকে বিজয় উৎসর্গ করেছেন সাদ। রংপুর-৩ শূন্য আসনে উপনির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, মহাজোট মনোনীত প্রার্থী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা  হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে ১৪ হাজা...

সোনিয়া গান্ধীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

Image
ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রবিবার দুপুরে দিল্লির তাজমহল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ছে বার্তা সংস্থা এএনআই।  এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে গত বৃহস্পতিবার চারদিনের সফরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী। পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিডি-প্রতিদিন/মাহবুব

ভারতের হাতে ধ্বংসাত্মক ইসরায়েলি অস্ত্র 'কিলার'

Image
ফাইল ছবি ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হয়েছে এক শক্তিশালী অস্ত্র।  জানা গেছে, এই অস্ত্রের সাহায্যে শত্রুরুক্ষের অত্যাধুনিক ট্যাংক এবার ধ্বংস হবে চোখের নিমেষে।  ট্যাংক আক্রমণ মোকাবিলা করার জন্য এবার সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল পেল ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনা এই অস্ত্র ব্যবহার করবে সীমিত সময়ের জন্য। দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলি ট্যাংক কিলার ব্যবহার করা হবে। কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকে বিভিন্ন উপায়ে সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান। ভারত-পাকিস্তান বিবাদও নতুন মাত্রায় পৌঁছেছে। অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এখনও পর্যন্ত উদ্দেশে সফল হয়নি পাকিস্তান। তবে চাপা উত্তেজনা রয়েছেন। এরই মধ্যে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার এসে পৌঁছেছে। ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল এটিজিএম দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ডিআরডিও। গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে। তবে সেই অস্ত্র হাতে পাওয়া...

ন্দ্রপৃষ্ঠের হাই রেজ্যুলেশনের প্রথম ছবি প্রকাশ করল ইসরো

Image
সংগৃহীত ছবি চন্দ্রযান ২ এর হাই রেজ্যুলেশন ক্যামেরায় তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ছবিতে চাঁদের দক্ষিণ মেরুতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট গহ্বরগুলিও। এছাড়া সৌরবিকিরণ মাপতে চন্দ্রযান ২-এর এক্স রে স্পেক্ট্রোমিটার কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইসরো।  ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার গভীর এই গহ্বরের খুঁটিনাটি ধরা পড়েছে চন্দ্রযান ২ এর ক্যামেরায়। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে তোলা এই ছবি। গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে আছড়ে পড়ে চন্দ্রযান ২-এর ল্যান্ডার 'বিক্রম'। থার্মাল ইমেজ থেকে বিক্রমের চাঁদের মাটিতে আছড়ে পড়ার কথা জানালেও যানটির সঙ্গে আর কোনও যোগাযোগ স্থাপন করতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। এমনকী চাঁদের পৃষ্ঠে বিক্রমের কোনও ছবিও প্রকাশ করা হয়নি ভারতীয় মহাকাশ সংস্থার পক্ষ থেকে।  সূত্র: জি নিউজ বিডি প্রতিদিন/হিমেল

এবার স্টেডিয়ামে খেলা দেখতে যাবে ইরানি নারীরা!

Image
ইরানি নারীরা এবার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি পেল। বৃহস্পতিবার তেহেরানে ইরান-কম্বোডিয়া ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে দেখতে নারীদের জন্য নির্ধারণ টিকিট অনলাইনে ছাড়তেই দ্রুত সময়ের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ মেলায় ইরানি নারীদের আনন্দ ছিল অনেক। ১৯৭৯ সালে ইসলামী অভ্যুত্থানের পর থেকেই আইন ছিল নারীদের স্টেডিয়ামে খেলা দেখার অধিকার নেই। তবে, নিজ দেশে বঞ্চিত হলেও ফিফা ইরানি মেয়েদের দিকে মুখ তুলে তাকায়। ব্যবস্থা করে দেয় বিশ্বকাপের ম্যাচ খেলার। পরিবার হয়ে খেলা দেখতে পারার আনন্দ ছুয়ে যায় পুরষদেরও। তবে, নিজ দেশ ইরান আগের আইনেই অনড় ছিল।  সম্প্রতি সাহার খোদায়ারি নামের এক নারী পুরুষ বেশে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ধরা পড়েন। গ্রেফতার হওয়ার পর বিচারে ছয় মাসের কারাদণ্ড হতে পারে আশঙ্কায় তিনি সেপ্টেম্বরের শুরুতে আদালত প্রাঙ্গণে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। এরপর আইনের বিরুদ্ধে সোচ্চার হয় নারী-পুরুষ সবাই। ‘ব্লু  গার্ল’ স্বীকৃতি পাওয়া সাহারের মৃত্যুতে শুরু হয় তুমুল আন্দোলন। সব বিবেচনা করে পার্লামেন্টে স্বীকৃতি দেয় মেয়েদের স্টে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে শত কোটি ডলার বরাদ্দ চান নেতানিয়াহু

Image
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য বিশাল বরাদ্দ চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে এ বরাদ্দের কথা বলেন নেতানিয়াহু।   নেতানিয়াহু বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিদিন যে ঝুঁকি বেড়ে চলেছে তা মোকাবেলার জন্য ইসরায়েলকে অবশ্যই বহু শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং প্রতিবছর এই বাজেট বাড়াতে হবে।  সৌদি আরব, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন নেতানিয়াহু সামরিক বাজেট বাড়ানোর এই কথা বলছেন। বিডি প্রতিদিন/হিমেল

বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছয়টি হাতির

Image
একটি বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরো পাঁচটি বড় হাতি। থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে শনিবার এ মর্মান্তিক ঘটনায় সব মিলিয়ে ছয়টি হাতির মর্মান্তিক মৃত্যু হয়। তবে ওই ঘটনায় বেঁচে গেছে দু'টি হাতি। ঘটনার পর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর তিনটার দিকে একদল হাতির সড়ক অবরোধ দেখে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান মৃত বাচ্চা হাতিটির কাছেই আরও পাঁচটি মরদেহ পড়ে রয়েছে। আর দুটি হাতি ঝর্ণার কিনারায় আটকে ছিল। কর্মকর্তারা ওই দিকে উদ্ধার করেন। তারা জানান, মূলত ছোট হাতিটিকে বাঁচাতে গিয়েই একে একে প্রাণ হারিয়েছে আরো পাঁচটি বড় হাতির। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

নব্বইয়ের দশকে ধারণকৃত শাহরুখের যে ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Image
প্রায় এক বছর হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবির কোনো খবর নেই। সর্বশেষ 'জিরো' ছবিতে বাউয়া সিং চরিত্রে দেখা গেছে তাকে। দীর্ঘ সময় শাহরুখের কোনো ছবি মুক্তি না পেলেও তাকে নিয়ে ভক্ত-অনুসারীদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নব্বইয়ের দশকে ধারণকৃত ওই ভিডিওতে একটি টিভি অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা গেছে তাকে। বলিউডের কিং অব রোমান্স হিসেবে খ্যাত শাহরুখ চলচ্চিত্র জগতে আসার আগে বেশ কয়েকটি টেলিভিশন শোতে অভিনয় করে জনপ্রিয়তা পান। 'ফৌজি' চরিত্রে অভিনয় করার পরেই ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন অভিনেতা শাহরুখ। তিনি যখন সবেমাত্র টেলিভিশনের জগতে তার জীবিকা শুরু করেছিলেন তখন সঞ্চালনার কাজও করতেন তিনি। সেই সময়েরই একটি ক্লিপ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ওই ভিডিওতে শাহরুখকে টেলিভিশনে নববর্ষের অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করতে দেখা যাচ্ছে। এই ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রাম পেজ বলিউড ডাইরেক্টে শেয়ার করা হয়েছিল। এই পেজে প্রায়শই বলিউড তারকাদের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করা হয়। বর্তমানে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগি ট্রাউজার্স এবং শার্ট পরে রয়েছেন শাহরুখ। মঞ্চে ...