ফাইল ছবি নিজের ভাগ্য ও দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে যে সকল নারী শ্রমিক বিদেশের মাটিতে পা রাখছেন তাদের ৯৯ শতাংশ নির্যাতনের শিকার বলে এক গণশুনানিতে প্রকাশ পেয়েছে। গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত ‘কেমন আছেন অভিবাসী নারী শ্রমিকেরা?’ শীর্ষক এই গণশুনানির আয়োজন করে ওয়ান বিলিয়ন রাইজিং ও নিজেরা করি। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন বিচারপতি(অব) নাজমুন আরা , বিচারপতি(অব) নিজামুল হক,শ্রমিক নিরাপত্তা ফোরামের আহবায়ক ড. হামিদা হোসেন। প্যানেল আলোচক ছিলেন নারী অধিকারকর্মী এডভোকেট সালমা আলী,অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, সাংবাদিক শরিফুল হাসান, ওআরবির নির্বাহী সাইফুল ইসলাম, শ্রমিকনেতা আবুল হোসেন। আরও বক্তব্য রাখেন ওয়ান বিলিয়ন রাইজিং-বাংলাদেশের সমন্বয়ক খুশী কবীর, মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল। অভিবাসী ...