Posts

Showing posts from May 28, 2022

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত গাফফার চৌধুরী

Image
  বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন (সংগৃহীত ছবি) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৫টা ৬ মিনিটে মরদেহ কবরস্থানে নেওয়া হয়। দাফনকালে মিরপুর-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

শহীদ মিনারে দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা

Image
  আবদুল গাফফার চৌধুরী বরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট ও একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বেলা ১১টার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হচ্ছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর পর সরকারের পক্ষ থেকে গাফফার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকায় পৌঁছানোর পর গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত মরদেহটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫ টায় আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে। গত ১৯ মে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭টায় লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংবাদিক।   বিডি-প্রতিদ...

আইপিএলে এক মৌসুমে বাটলারের চতুর্থ শতরান

Image
  ফের শতরান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। এ বারের আইপিএলে চারটি শতরান হয়ে গেল তার। ২০১৬ সালে আইপিএলে চারটি শতরান ছিল বিরাট কোহলির। শুক্রবার রাতে তার দলের বিরুদ্ধেই চতুর্থ শতরান করলেন বাটলার। ছুঁলেন বিরাটকে। শুক্রবার ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেন বাটলার। তার ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং ছয়টি ছয় দিয়ে। এর আগে এ বারের আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে দু’টি এবং কলকাতার বিরুদ্ধে একটি শতরান করেছিলেন বাটলার। চতুর্থটি এল বেঙ্গালুরুর বিরুদ্ধে। এ বারের আইপিএলে এখন পর্যন্ত বাটলারের সংগ্রহ ৮২৪ রান। ২০১৬ সালে বিরাট করেছিলেন ৯৭৩ রান। সেটাই আইপিএলে এক মৌসুমে সব থেকে বেশি রান। এই রেকর্ড ভাঙতে হলে বাটলারকে ফাইনালে ১৫০ রান করতে হবে। যে বিধ্বংসী মেজাজে তিনি রয়েছেন, তাতে গুজরাট টাইটান্সের বোলারদেরও সতর্ক থাকতে হবে। চলতি আইপিএলে বিরাটের ব্যাটে যদিও রান ছিল না। ১৬ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩৪১ রান। গড় ২২.৭৩। মাত্র দু’টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। সেই বিরাট মাঠে দাঁড়িয়ে থাকলেন। তার সামনেই ম্যাচ জেতানো শতরান করলেন বাটলার। বিডি প্রতিদিন/এমআই