Posts

Showing posts from January 2, 2020

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯

Image
বেঙ্কুলু প্রদেশের মানুষ বন্যার পানিতে নিমজ্জিত বাড়ি-ঘর থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন। ছবি-আলজাজিরা ইন্দোনেশিয়ায় বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন। মঙ্গলবার দিবাগত রাতব্যাপী প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী জাকার্তা ও বেঙ্কুলু প্রদেশের কয়েক হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন । খবর আলজাজিরা’র ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বৃহস্পতিবার ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার নয় জন মারা যাওয়ার কথা উল্লেখ করেছিল। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। কয়েকজন ভূমিধ্বসে এবং এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেঙ্কুলু প্রদেশ। নিহতের মধ্যে ২২ জনই এই প্রদেশের। বন্যার ফলে বেঙ্কুলুর বাড়ি-ঘর, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের কর্তৃপক্ষ বন্যার্তদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং খাবারের ব্যবস্থা করেছে। আরও প...

অ্যামাজনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুকেশ আম্বানি

Image
ভারতের মুকেশ আম্বানি এ মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনিই বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনকে বড় ধরণের চ্যালেঞ্জের মুখে ফেললেন। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলছে তারা গ্রোসারি ডেলিভারি সার্ভিসে সাইন আপ করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছে। তারা মূলত ব্যবসার জন্য ভারতের বিশাল সংখ্যক মোবাইল ফোন গ্রাহককে টার্গেট করে এগোচ্ছে। আর নতুন এই ই-কমার্স উদ্যোগ ভারতের বড় বড় অনলাইন শপগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আম্বানি এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলারের বেশি। সূত্র : বিবিসি বাংলা। বিডি-প্রতিদিন/শফিক

স্বল্পবসনায় নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ভূমি

Image
ভূমি পেডনেকর নতুন বছরে নতুন লুকে ভূমি পেডনেকর উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়। স্বল্পবসনায় সমুদ্র তীরে তার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর আনন্দবাজার পত্রিকার। ভূমি লিখেছেন, জীবন অনেক সুন্দর মুহূর্তের একটি অঙ্ক এবং শেষ দশক আমাকে অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে। অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করে তুলেছে। আবার আমার ভালবাসার অনেক মানুষকেও ছিনিয়ে নিয়েছে, সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবে পাশাপাশি আমার স্বপ্নগুলোকে ধাওয়া করার নতুন দিশা দেখিয়েছে এবং আপনাদের এবং আমার পরিবারের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি। এমন অনেক মানুষকে পেয়েছি, যারা আমার জীবনে দেবদূতের মতো। খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বাঁচি। আগামী দশক আরও ভাল হবে। আরও ভাল একটি পৃথিবী পাব আমরা এবং আরও আনন্দে থাকবেন আপনি। বিডি-প্রতিদিন/শফিক

শিগগিরই আরেকটি শৈত্যপ্রবাহ

Image
ফাইল ছবি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল শৈত্যপ্রবাহ। সারা দেশের মানুষকে কাঁপিয়ে ছেড়েছে এই শীত। এখন অবশ্য শীতের তীব্রতা নেই। উল্টো বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে। তবে শীত আবার ফিরে আসতে পারে দাপুটে মেজাজে। আবহাওয়ার পূর্বাভাসে সে রকম ইঙ্গিতই দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, এই পৌষেই দাপুটে মেজাজ নিয়ে ফিরে আসতে পারে শীত। আগামী রোববার রাত থেকে তাপমাত্রা কমে আসবে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া দপ্তরের আজ সকালের পূর্বাভাসে জানানো হয়, দেশের সাতটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসের সত্যতা গতকাল বুধবারই পাওয়া গেছে। গতকাল কক্সবাজার জেলায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। একই জেলার টেকনাফে বৃষ্টির মাত্রা ছিল ৭ মিলিমিটার। রাজশাহী, পটুয়াখালী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে তাপমাত্রাও বেড়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঢাকায়ই নয়, দেশের বিভিন্ন স্থানে দিনের বেলা তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গিয়েছিল, যা পৌষে...

বাগদাদের মার্কিন দূতাবাসে হামলায় ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

Image
ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালানোর পর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে।  ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে। তিনি মার্কিন দূতাবাস অবরোধকারী বিক্ষুব্ধ জনতাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। ওরট্যাগাস দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবরোধ আরোপ করেছেন তাতে ফল দিতে শুরু করেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকও ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন। মার্কিন কর্মকর্তারা এমন সময় এসব অভিযোগ করলেন যখন ইরাকের সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস অবরোধ করেছিল। রবিবার সিরিয়া-ইরাক সীমান্তে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হন। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখ...

আমরা আর বাধ্য নই', যুক্তরাষ্ট্রকে বার্তা উত্তর কোরিয়ার

Image
ফাইল ছবি নিজেই অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার নিজেই সেই নিষেধাজ্ঞা ভেঙে মিসাইল পরীক্ষার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। নতুন বছরের শুরুতেই সেকথা জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি কোনও এক নতুন ধরনের কৌশলগত অস্ত্র দেখতে পাবে গোটা বিশ্ব। তবে আলোচনার পথও খোলা রেখে কিম বলেছেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর।” যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন কিম নিজেই একতরফাভাবে পারমাণবিক ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেন। এরপর দু’বছরেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া দূরপাল্লার আর কোনও মিসাইল পরীক্ষা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অগ্রগতির ফলে উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন আশা থেকেই নেতা কিম জং উন অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ওই ঘোষণা করেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত বদলাচ্ছেন তিনি। ট্রাম্প তিনবার বৈঠক করেছেন কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযত থাকার পদক্ষেপকেও বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছ...

ব্রেক্সিটে ব্রিটেনে নতুন অধ্যায় শুরু হবে : বরিস

Image
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেনে এক নতুন অধ্যায় শুরু হবে। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকার করেন, কয়েক সপ্তাহের মধ্যেই ব্রেক্সিট কার্যকর হবে। ৩১ জানুয়ারি ব্রেক্সিটের পর ব্রিটেনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বরিস জনসন। তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন তারাসহ সকলের প্রধানমন্ত্রী তিনি। বরিস ব্রিটেনকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। -বিবিসি ইত্তেফাক/আরকেজি

যেসব জেলায় আজ বৃষ্টি হতে পারে

Image
প্রতীকী ছবি আজ বৃহস্পতিবার যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পঞ্চগড় ও যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে। বিডি প্রতিদিন/কালাম

উত্তেজনার মধ্যে পাক-ভারত পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময়/ ০১ জানুয়ারি, ২০২০

Image
প্রতীকী ছবি সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই বুধবার নিজেদের মধ্যে পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময়ে করেছে পাকিস্তান এবং ভারত। বুধবার সকালে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে এ তালিকা বিনিময় করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। তিন দশক আগের পুরনো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে ২শ’ ৬৭ জন সাধারণ পাক নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা দেয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে। ভারতীয় সংসদ কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা হ্রাসকে কেন্দ্র করে দেশ দু'টির মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং অভিন্ন সীমান্তে গুলি বিনিময় প্রায় নিয়মিত ঘটনা পরিণত হয়েছে। সর্বশেষ আজ বুধবার ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে দুই পক্ষেরই একাধিক সেনা প্রাণ হারিয়েছেন। আরও পড়ুন:  কাশ্মীরে গোলাগুলি, ভারতীয় ২ সেনা নিহত এই উত্তেজনার মধ্যেই বুধবার তালিকা বিনিময় করা হলো। ১৯৮৮ সালে পরমাণু স্...

২০১৯ সালে পাঁচ দিনে এক দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প

Image
[ছবি: সংগৃহীত] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর প্রতি পাঁচ দিনে একদিনই গলফ খেলে কাটিয়েছেন। তিনি তার বর্তমান শাসনামলে ২৫২ দিনই ট্রাম্প গলফ ক্লাবে কাটিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একসময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার গলফ খেলার কঠোর সমালোচক ছিলেন। সিএনএনের এক তথ্যে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ৩৩৩ দিনই তার নিজস্ব মালিকানার ভবন বা ক্লাবে কাটিয়েছেন। এর মধ্যে ২৫২ দিন গেছে ‘ট্রাম্প গলফ ক্লাবে’। ২০১৯ সালেই তিনি ৮৬ দিন গলফ খেলে সময় ব্যয় করেছেন। সেই হিসেবে তিনি প্রতি পাঁচ দিনে এক দিন সময় অতিবাহিত করেছেন গলফ খেলে। গত মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলে বছর শেষ করেন। যেসব গলফ ক্লাবে সময় কাটিয়েছেন সেগুলো হচ্ছে—ভার্জিনিয়ার স্টারলিংয়ের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব, নিউ জার্সির বেডি মিনিস্টার, মিয়ামির বাইরে ট্রাম্প ন্যাশনাল ডোরাল এবং আয়ারল্যান্ডে ট্রাম্প ইন্টারন্যাশনাল ডুনবেগ। সাবেক প্রেসিডেন্ট ওবামা তার দুই বারের শাসনামলে মোট ৩০০ রাউন্ড গলফ খেলেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার সমালোচনা করে ব...

উৎসবের ফানুসে চিড়িয়াখানায় আগুন, ৩০ বন্যপ্রাণীর মৃত্যু

Image
সংগৃহীত ছবি নতুন বছর উদযাপনের জন্য উড়ানো ফানুস থেকে জার্মানির এক চিড়িয়াখানায় আগুন লেগে যায়। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে। জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বর্ষবরণের কিছু আগে ফানুস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যেগুলো চাইনিজ ফানুস ছিল বলেই ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, সবচেয়ে ভীতিকর আশঙ্কাই সত্য হয়েছে। বানরদের খাঁচায় কোনও প্রাণী বেঁচে নেই। নিরাপত্তার আশঙ্কায় আগে থেকেই কংমিং নামে পরিচিত চাইনিজ ফানুস শহরটিতে নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই এসব ফানুস উড়ানো হয়। ক্রেফেল্ড চিড়িয়াখানা ১৯৭৫ সালে গড়ে উঠে। ২ হাজার বর্গমিটারের এই চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার সেকশনটি চিড়িয়াখানার মূল অংশের খানিক দূরে। সেখানেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে বর্ষবরণের রাতে।   বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

খুলে গেল বিশ্বের উচ্চতম সেতু, রেকর্ড নিজেরাই ভাঙল চীন (ভিডিও)/১ জানুয়ারি, ২০২০ ২১:৩৭

Image
নিজেদের আগের রেকর্ড ভাঙল চীন। এর আগে বিশ্বের সর্বোচ্চ সেতুর রেকর্ড ছিলে চীনের দখলেই। সোমবার সেই রেকর্ডও ভেঙে গেল। নতুন একটি সেতু উদ্বোধন হলো দক্ষিণ-পশ্চিম চীনে। সেই সেতুর ভিড়িও প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। চীনে গুইঝউয়ের লিউপানসু ও ইউনানের জুয়ানউই-এর মধ্যে পাঁচ ঘণ্টার রাস্তাকে প্রায় দু’ ঘণ্টা কমিয়ে দিল নতুন এই সেতু। তবে যারা উচ্চতাকে ভয় পান তাদের জন্য নয় এই পথ। কারণ নতুন উদ্বোধন হওয়া ‘ডাগ বেইপানজিয়াং’ সেতুটি নিচের খাদ থেকে ৫৬৫ মিটার উপরে অবস্থিত। সেতুর দৈর্ঘ্যএক হাজার ৩৪১ মিটার। তাই যারা উচ্চতাকে ভয় পান, এই সেতু থেকে নিচের সরু সুতোর মতো ‘নিঝু’নদী দেখে তাদের বুক কাঁপতে পারে। চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, তিন বছর ধরে ‘ডাগ বেইপানজিয়াং’ সেতুটি তৈরি করতে চীন সরকারের খরচ হয়েছে প্রায় এক হাজার ২৬ কোটি টাকা। সেতুটি কীভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে ধাপে ধাপে ওই উচ্চতায় কাজ করছেন কর্মীরা। একাধিক অ্যাঙ্গল থেকে সেই ভিডিও রেকর্ড করা হয়েছে, তার মধ্যে ড্রোনও ব্যবহার...