Posts

Showing posts from November 28, 2018

কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর

Image
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গত ২৩ নভেম্বর সায়িদ আলী শাহ গিলানির বাসভবনে স্বাধীনতাপন্থী নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।  খবর আলজাজিরার। পরে পাকিস্তানশাসিত কাশ্মীরেও বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘদিন নরওয়ের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বন্ডেভিক। এর আগে শ্রীলংকায় গৃহযুদ্ধের সময় সরকার ও তামিল যোদ্ধাদের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছেন বন্ডেভিক। তবে দিল্লির নরওয়ে দূতাবাস দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরোধপূর্ণ কাশ্মীর সফরের বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছে। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কুজিয়ল মানগে বন্ডেভিক নরওয়েভিত্তিক ওসলো সেন্টারের নির্বাহী চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ‘শান্তি ও মানবাধিকার সমুন্নত রাখায়’ কাজ করে থাকে। সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাপন্থী সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে ভারত। গত এক দশকের মধ্যে চলতি বছরেই সেখানে সর্বোচ্চসংখ্যক স্বাধীনতাকামী নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে শু...

আলিঙ্গন করেছি মাত্র, রাফায়েল চুক্তি নয় : সিধু

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে ভারতে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন নভজ্যোত সিং সিধু। তাদের এবার জবাব দিলেন পাঞ্জাব মন্ত্রিসভার এই সদস্য। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে গতকাল মঙ্গলবার সমালোচকদের সিধু খোঁচা দিয়ে বিলেন,‘‘আলিঙ্গন করা পাঞ্জাবীদের রীতি। আর সেই আলিঙ্গনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। সেটা রাফায়েল চুক্তি ছিল না।’’ রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য করে পরিণতমস্তিস্কের রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন সিধু। এক ঢিলে দুই পাখি মারার কায়দায় রাফায়েল ইস্যু খুঁচিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। আবার কংগ্রেসীদের মধ্যে যারা তার এই পাকিস্তান সফর নিয়ে অসন্তোষ ছিলেন রাফায়েল নিয়ে মন্তব্য করে তাদের অসন্তোষে কিছুটা হলেও পানি ঢেলে দেন। যথারীতি সিধুর মন্তব্যের ক্ষুব্ধ হয় বিজেপি। দলটি ট্যুইট করে জানিয়েছে, কংগ্রেসের মধ্যে উন্মাদ রোগ সংক্রমণের চেহারা নিয়েছে। রাফায়েল নিয়ে রাহুল গান্ধীর মিথ্যাচারকে সিধু বহন করে পাকিস্তান নিয়ে গেছে। সেখানে তিনি বন্ধু খুঁজে পেয়েছেন। কর্তারপুর করিডরের উদ্বোধনে ‘বন্ধু’ ইমরান খানের ডাকে সাড়া দিয়ে ...