Posts

Showing posts from July 13, 2018

আজই গ্রেফতার হচ্ছেন নওয়াজ শরিফ ও তার মেয়ে?

Image
পাকিস্তানে পৌঁছামাত্রই গ্রেফতার হতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লন্ডন থেকে ইতিহাদের ইওয়াই ২৪৩ ফ্লাইটে আবু ধাবি হয়ে স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে তার লাহোর পৌঁছার কথা রয়েছে। সঙ্গে আছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ। তিনিও গ্রেফতার হতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে। গত ঈদুল ফিতরে লন্ডনে অসুস্থ বেগম কুলসুম নওয়াজকে দেখতে লন্ডন গিয়েছিলেন বাবা-মেয়ে। তাদের গ্রেফতারে বড়সড় প্রস্তুতি নেয়া হয়েছে। ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে।  নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম যে গ্রেফতার হচ্ছেন সেটা অনেকাংশেই নিশ্চিত। আজ শুক্রবার এক ভিডিও বার্তায় নওয়াজ শরীফ তার সমর্থকদের দেশের ভাগ্য পরিবর্তনে পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন। গতকাল মরিয়ম একটি ছবি দিয়ে টুইট করেছেন, 'আমার সন্তানদের বলেছি অত্যাচার সাহসের সঙ্গে মোকাবেলা করতে। কিন্তু শিশু তো শিশুই। বিদায় বলাটা কঠিন এমনকি সন্তান বড় হয়ে গেলেও।' জানা গেছে, গ্রেফতার করার পর হেলিকপ্টারে করে তাদের ইসলামাবাদ নেয়া হবে। সেখান থেকে পাঠানো হবে আদিয়ালা কারাগারে। গত ৬ জুলাই লন্ডনে ফ্ল্যাট ক্রয়ে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে ১০ বছরের জেল দেয়া ...

থাই শিশুদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী কয়েকটি প্রতিষ্ঠান

Image
থাইল্যান্ডের গুহা থেকে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। ছবি: এএফপি ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। ১৭ দিন থাইল্যান্ডের বিপজ্জনক গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধার করেছেন দুঃসাহসী ডুবুরিরা। গতকাল বুধবার প্রথমবারের মতো দেখা মিলেছে কিশোর ফুটবলারদের। চিয়াং রাই হাসপাতালের বেডে মুখে মাস্ক ও হাসপাতালের গাউন পরা অবস্থায় আছে তারা। স্বাভাবিক জীবনে ফিরে সবাই আনন্দিত। গ্লাসের বাইরে অপেক্ষারত পরিবারের সদস্যদের বিজয়সূচক চিহ্ন দেখিয়েছে। নেভি সিল ফুটবলার ও কোচকে উদ্ধারকাজের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে। সন্তানদের দেখে কান্নায় ভাসছেন পরিবারের সদস্যরা। মৃত্যুকূপ থেকে ঝুঁকিপূর্ণ ও বিস্ময়কর উদ্ধার অভিযান শেষে এই আনন্দের অশ্রু। এটা ঠিক যেন চলচ্চিত্রের শ্বাসরুদ্ধকর কোনো কাহিনি। চলচ্চিত্র নির্মাতারা হাতছাড়া করবেন কেন? গুহায় বেড়াতে গিয়ে আকস্মিক বন্যায় আটকে পড়া কিশোরদের নিয়ে হলিউডের দুটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এ ঘটনা ২০১০ সালে চিলির কয়লাখনিতে ৬৯ দিন আটকে থাকা ৩৩ শ্রমিকের জীবনের ঘটনার সঙ্গে মিলে যায়। ওই ঘটনা নিয়ে ২০১৫ সালে তৈরি হয়েছিল ‘দ্য ৩৩’ নামের একটি চলচ্চিত্র। এতে অভি...

ন্যাটো জোটভূক্ত দেশগুলো ট্রাম্পের সঙ্গে দ্বিমতে

Image
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ন্যাটো তালিকাভুক্ত দেশগুলো সামরিক খাতে ৪ শতাংশ ব্যয় বাড়াবে। তবে ট্রাম্পের এ মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছে ন্যাটোভূক্ত অন্য দেশগুলো। ন্যাটো সামিটের বিশ্বস্ত এক সূত্র আজ এ খবর জানায়। ওই সূত্র থেকে আরো জানা যায়, বৈঠকের শেষ পর্যায়ে ন্যাটো জোটভূক্ত দেশগুলোর নেতারা আলোচনা করে ট্রাম্পের মতের সঙ্গে দ্বিমত করেন। তবে তারা ২০২৪ সাল পর্যন্ত সামরিক খাতে ২ শতাংশ ব্যয় বাড়াতে রাজি হয়। ইত্তেফাক/এসআর/নূহু

থাইল্যান্ডের সেই গুহাকে 'জীবন্ত জাদুঘর' বানানোর পরিকল্পনা!

Image
থাম লুয়াং গুহাকে ‘জীবন্ত জাদুঘর’ বানানোর পরিকল্পনা করছে থাইল্যান্ড সরকার। ১৭ দিনের ভয়াবহ অভিযান এবং তার সাফল্যকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দেশটির সাবেক গভর্নর এবং উদ্ধারকারী দলের প্রধান নারংসাক ওসোটানাকর্ন।  তিনি জানান, এই গুহাকে জাদুঘর বানানোর একটাই লক্ষ্য কীভাবে অভিযান চালিয়ে ‘ওয়াইল্ড বোয়ার্স’ দলটিকে উদ্ধার করা হয়েছে, তার তথ্য  সংরক্ষণ করা। বুধবার যখন গুহা থেকে সব শিশু এবং তার প্রশিক্ষককে উদ্ধার করা হয়, তখনই সিনেমা বানানোর একটি স্ক্রিপ্ট খসড়া করে ফেলেন দুই হলিউড ছবি নির্মাতা। গুহার ভিতর যে টানটান উত্তেজনা চলছে, তা উপলব্ধি করতে সেখানে গিয়ে উপস্থিত হন তারা।  ‘ওয়াইল্ড বোয়ার্স’ দলের ফুটবলারদের দুঃসাহসিক লড়াই নিয়ে আগামী দিনে সিনেমা যে হবে, নিশ্চিত করে গিয়েছেন নির্মাতারা। সেই খুদে শিশুদের বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্টও। থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থাম লুয়াং। মায়ানমার সীমান্তের উত্তর চিয়াং রাইয়ের এই গুহাকে ঘিরে রয়েছে পর্বতমালা। তার কোলে অখ্যাত ছোট্ট শহর মায়ে সাই। পর্যটকের সেভাবে ভিড় নেই এখানে। বিশ্বের দরবারে থাম লি...