Posts

Showing posts from October 20, 2018

সিরিয়ায় শিশুসহ ৬ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে আইএস

Image
সিরিয়ায় মুক্তিপণ ও বন্দি বিনিময়ের মাধ্যমে ২৭ ড্রুজ জিম্মির মধ্যে শিশুসহ ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ। সিরিয়ার সুইদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদেরকে জিম্মি করে। শনিবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ‘গতরাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ইসলামিক স্টেট গ্রুপের ৬০ কারাবন্দীর মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সাথে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো। গত জুলাই মাসে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর ভয়াবহ হামলা চলাকালে সুইদা থেকে প্রায় ৩০ জনকে অপহরণ করে এ জিহাদি গ্রুপ। আর এদের অধিকাংশ নারী ও শিশু।-এএফপি। ইত্তেফাক/মোস্তাফিজ

আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নেকাব নিষিদ্ধ

Image
আলজেরিয়ায় কর্মক্ষেত্রে নারীদের নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটির সরকার এই নির্দেশ জারি করে। কর্তৃপক্ষ জানায়, শনাক্তকরণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল-আরাবিয়ার। ‘কর্মচারীদের কর্তব্য ও সরকারি কর্মকর্তাদের পোশাক রীতি’ শিরোনামে সরকার এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কর্মক্ষেত্রে নারীদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্যতামূলক হওয়ার কথা বলা হয়েছে। সেখানে পোশাকের ব্যাপারে কঠোর কিছু নিয়ম নিয়েও বিভিন্ন নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ধরনের পোশাক পরে সরকারি চাকরি বাধাগ্রস্ত তা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন নেকাব কীভাবে নারীদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/হিমেল

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

Image
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।  আজ সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এরপর সেখান থেকে মরদেহবাহী গাড়িটি মাদারবাড়ির উদ্দেশে রওয়ানা দেয়।  বিকালে বাদ আসর জামিয়াতুল সালাহ মাঠে সবশেষ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে। বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/হিমেল

তিব্বতে বিশাল ধসে আটকে গেল ব্রহ্মপুত্র, ভারতকে সতর্ক করল চিন

Image
                               ধস নেমে এরকমই হ্রদ তৈরি হয়েছে। তিব্বতে নদী পথ জুড়ে বিশাল পাহাড়ি ধস। আর তার জেরেই আচমকা হড়পা বানে ভেসে যেতে পারে অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ এলাকা। চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে এই ধসের খবর পাওয়ার পরই সতর্কতা জারি করল অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সিয়াং নদীর জলস্তর গত কয়েক দিনে দু’মিটারেরও বেশি কমে গিয়েছে। আপার সিয়াং-এর জেলাশাসক ডুলি কামডুক বলেন, ‘‘টুটিং-এর কাছে জলস্তর ২ মিটারের বেশি নেমে যায়। তখনই আমরা সন্দেহ করেছিলাম, নদীর উজান পথে কোথাও বাধার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে রিপোর্ট এসেছে, ধসে নদীর গতিপথ আটকে গিয়েছে।’’ চিনের পাঠানো ওই রিপোর্টে বলা হয়েছে, তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর গতিপথ বিশাল পাহাড়ি ধসে আটকে গিয়েছে। তার ফলে আচমকা তৈরি হয়ে গিয়েছে বিশাল এক হ্রদ। প্রায় ১৩০ ফুট উঁচু হয়ে জল জমে ...

লাইনে দাঁড়িয়েই রাবণ পোড়ানো দেখছিল জনতা, পিষে দিল ট্রেন, অমৃতসরে মৃত অন্তত ৬০

Image
রেল লাইনের উপর এবং পাশে দাঁড়িয়ে দশেরার রাবণ পোড়ানো দেখছিলেন কয়েকশ মানুষ। আর সেই ভিড়ের উপর দিয়েই দুরন্ত গতিতে চলে গেল ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল পঞ্জাবের অমৃতসরের চৌরি বাজার এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৬০। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রেল লাইনের পাশে দশেরার রাবণের কুশপুতুল পোড়ানো হচ্ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ পঞ্জাবের অমৃতসর এবং মানাওয়ালা স্টেশনের মাঝখানে ২৭ নম্বর রেলগেট লাগোয়া মাঠে তখন সবে শুরু হয়েছে দশেরার অনুষ্ঠান। একটু আগেই প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক নভজ্যোৎ কৌর। ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিংহ সিধুর স্ত্রী। ভিড়টাও তাই হয়েছিল ভালই। মাঠ উপচে শ’পাঁচেক দর্শক জড়ো হয়েছিলেন রেললাইনে। সেখান থেকেই চলছিল মোবাইলে ছবি তোলা। কেউ কেউ ভিডিয়ো-কলও করছিলেন।  রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। দর্শকদের একাংশ সরে লাইনের উপর উঠে আসেন। আর...

খাশোগি হত্যার দায় স্বীকার সৌদির, বরখাস্ত ২

Image
সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যার বিষয়টি স্বীকার করেছে রিয়াদ। খাশোগির বিষয়ে রিয়াদের একটি প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর প্রকাশ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপের কিছুক্ষণ পর সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন খাশোগির ব্যাপারে রিয়াদের অবস্থান নিশ্চিত করে খবর প্রকাশ করে। খবর বিবিসির। রাষ্ট্রীয় টেলিভিশনের ওই প্রতিবেদনের বরাত দিয়ে খবরে বলা হয়, মৃত্যুর আগে বাঁচার জন্য লড়াই করেন খাশোগি। এ ঘটনায় উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ মিত্র সৌদি আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। উল্লেখ্য, নিজের তুর্কি বাগদত্তা হ্যাটিস সেনজিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। কিন্তু এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শুরু থেকে খাশোগির পরিবার ও তুরস্ক দাবি করে তাকে কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে। সৌদি এটি অস্বীকার করলেও এখন খাশোগি হত্যার দায় মেনে নিলো। বিডি প্রতি...

হামলা হলেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া, পুতিনের হুঙ্কার

Image
সামরিক শক্তিতে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। দেশটির কাছে আছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। তারই জের ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে কোন হামলা হলে তা মুহূর্তেই জানতে পারবে দেশটির কর্মকর্তারা আর এর প্রতিশোধ হিসেবে তাৎক্ষণিকভাবেই নেয়া হবে পাল্টা হামলার ব্যবস্থা। তিনি বলেন, হামলাকারীদের নিশ্চহ্ন করে দেয়া হবে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে তিনি এসব কথা বলেন। এ ব্যাপারে পুতিনের দাবি, তার দেশ লক্ষ্য করে হামলা হলে মাত্র কয়েক সেকেন্ড লাগবে তা টের পেতে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হতে পারব এবং নিশ্চিত হওয়ার পরই পাল্টা হামলা চালাব। পারমাণবিক অস্ত্রের পলিসির ব্যাপারে পুতিন বলেন, হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে তার দেশ। তিনি আরও বলেন, আমরা তখনই কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমাদের আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে যে রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্রের...

বিলিয়নিয়ার তৈরিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে চীন!

Image
নতুন বিলিয়নিয়ার তৈরিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাচ্ছে চীন। দেশটিতে প্রতি দুইদিনে একজন করে বিলিয়নিয়ার তৈরি হয়। সুইজারল্যান্ড ভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ‘ইউবিএস’র বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।  বৃহস্পতিবার ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ‘ক্রেডিট সুইস’র রিসার্চ ইনস্টিটিউট। ক্রেডিট সুইস’র রিসার্চ ইনস্টিটিউটের ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’র নবম সংস্করণ এটি। সংগঠনটির নিজস্ব গবেষকরা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধারা পর্যবেক্ষণের মাধ্যমে ‘ক্রেডিট’ সঙ্কট বিষয়ক এই রিপোর্ট তৈরি করে। সারাবিশ্বের ২০০ দেশের প্রাপ্তবয়স্কদের থেকে সংগ্রহ করা উপাত্তের ভিত্তিতে সংগঠনটির সবশেষ গবেষণাটি পরিচালিত হয়েছে। দেশগুলোর ধনী ও গরিবের সম্পদ পরিবর্তনের কারণ তুলে ধরা হয়েছে এতে। সেই রিপোর্ট অনুসারে, সারাবিশ্বে দেশীয় সম্পদের বিকাশে প্রাপ্তবয়স্কদের গড় অবদানের ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। সবশেষ অর্থবছরের মাঝামাঝি সময় দেশটির সম্পদের বিকাশে প্রাপ্তবয়স্কদের অবদান ৫.৫ শতাংশ হারে বে...

হাতিয়া ও নিঝুম দ্বীপের মাঝে পর্যটনকেন্দ্রিক সংযোগ তৈরি হচ্ছে

Image
নিঝুম দ্বীপ ও হাতিয়ায় পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৪৯ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘নোয়াখালী জেলার হাতিয়া ও নিঝুম দ্বীপে পর্যটন কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পর্যটন করপোরেশন। ম্যানগ্রোভ বন এবং চিত্রা হরিণসহ বন্যপ্রাণীসমৃদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক দৃশ্যসংবলিত নিঝুম দ্বীপ একটি ভিন্নধর্মী ও আদর্শ পর্যটন এলাকা। নিঝুম দ্বীপটি হাতিয়ার মূল ভূ-খণ্ড থেকে মোক্তারিয়া খাল দ্বারা বিচ্ছিন্ন। এ প্রকল্পের মাধ্যমে হাতিয়া ও নিঝুম দ্বীপ উন্নয়নের মধ্যে একটা পর্যটনকেন্দ্রিক সংযোগ তৈরি করা হবে। প্রকল্পটি সম্প্রতি অনুমোদনও দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। চলতি বছর শুরু করে আগামী দুই বছরের মধ্যে এই সুবিধা গড়ে তোলা হবে। নোয়াখালী জেলার হাতিয়া এবং নিঝুম দ্বীপে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য মানসম্মত পর্যটন সুবিধাদি যেমন রিভার ক্রুজ, আবাসিক ব্যবস্থা, এন্টারটেইনমেন্ট পার্ক, ইয়ুথ ইন, কনফারেন্স হল, ওয়াচ টাওয়ার, কৃত্রিম লেক, বারবি-কি-কিউ শেড, সার্ভিস ব্লক, ক্যাটারিং, পিকনিক শেড, কিডস কর্নার ইত্যাদি সুবিধা সৃষ্টি করা হবে। সেইসাথে স্থানীয় জনগণের অ...

ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিক্যালের লোটে শেরিং

Image
ভুটানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল থেকে পাস করা শিক্ষার্থী ডা. লোটে শেরিং। তিনি ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার নিবাচন কমিশন ফল ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লোটে শেরিংকে অভিনন্দন জানিয়েছেন। খবর লাইভ মিন্ট’র   লোটে শেরিং এমবিবিএস পাস করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। দেশে ফিরে ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। ভুটানের ন্যাশনাল এসেম্বলির ৪৭টি আসনের মধ্যে তার দল ডরুক নাইএমরাপ সোগপা (ডিএনটি) ৩০টি আসনে জয়লাভ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।   গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের ডিএনটি দল জয়লাভ করে।  বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফার নির্বাচনেই হেরে যান। সংবিধান অনুযায়ী ভুটানে দুই দফায় ভোট হয়। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেন। দ্বিতীয় দফায় ডা. লোটে শেরিং ডিপিটি দলের ফেনসাম সগবার মুখোমুখি হন। ভুটানে যে দুই দল প্রথম ও দ্বিতীয় স্থান পায়, তারা পার্লামেন্টের ৪৭টি আস...