Posts

Showing posts from January 27, 2018
Image
Image

হাথুরুর শিষ্যদের হাতেই ত্রিদেশীয় সিরিজের ট্রফি

Image
ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টটি শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু আরেকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গিয়ে পরাজয় বরণ করে নিতে হল টাইগারদের। টাইগারদের সদ্য সাবেক কোচ হাথুরুসিঙ্গকে নিয়ে সিরিজের আগে কত কথা; সেই হাথুরুই ‘খর্বশক্তির’ শ্রীলঙ্কাকে নিয়ে টুর্নামেন্টে বাজিমাত করে দিল। ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে টুর্নামেন্টের ট্রফি উঠল হাথুরুর বর্তমান শিষ্য চান্দিমাল বাহিনীর হাতে। শনিবার দুপুরে ফাইনাল ম্যাচে মিরপুর স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারে দানুস্কা গুলনাতিলকার উইকেট তুলে ওপেনিং জুটি ভেঙেছিলেন মিরাজ। সেই মিরাজের পরবর্তী ওভারেই ২৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ৪২ রানে অগ্নিশর্মা হয়ে ওঠা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠান অধিনায়ক মাশরাফি। মাত্র ৯ বলে দুটি চার ও তিনটি ছক্কার মারে ২৮ রান করেন তিনি।  ৪২ রানের মধ্যে প্রথম দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল লঙ্কানরা। সেখান থেকে উপুল থারাঙ্গা ও নিরোসান দিকবেলার তৃতীয় উইকেট জুটি লঙ্কানদের পথ দেখায়। তৃতীয় উইকেটে এই দুজন ৭২ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। তবে সাইফ...

কানে হেডফোন: ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পরীক্ষার্থীর

Image
কানে হেডফোন লাগিয়ে রেলসড়ক অতিক্রমের সময় ট্রেনে কাটা পড়ে মাইন মণ্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ওভারব্রিজ এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  মাইন উপজেলার নান্দিনামধু গ্রামের আব্দুল হান্নান মণ্ডলের ছেলে ও নান্দিনামধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।  সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মাইন দুপুুরের দিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেলসড়ক অতিক্রম করছিল। এসময় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি নীলসাগর থেকে ঢাকা যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। ইত্তেফাক/আরকেজি

ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি ১০ দেশের সরকার প্রধান আসিয়ানভুক্ত দেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন অন্যতম উদ্দেশ্য

Image
বর্ণাঢ্য অনুষ্ঠান এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে উদযাপিত হলো ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস। নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ভারতের সামরিক শক্তির পাশাপাশি সংস্কৃতি এবং উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। সাধারণত প্রতি বছর একজন রাষ্ট্রপ্রধানকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। তবে এই বছর একইসঙ্গে দশজন রাষ্ট্রনেতাকে অতিথি করা হয়েছে। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস এবং ব্রুনেই’য়ের রাষ্ট্রপ্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবেই। প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয় এই দশটি রাষ্ট্রের পতাকার সমাহারে। ভারতীয় সেনাদের হাতে ছিল ওই দশ রাষ্ট্রের পতাকা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুরুতে দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে বীর শহীদদের প্রতি সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি পদে দায়িত্ব পাওয়ার পর এই বছরই তাঁর প্রথম প্রজাতন্ত্র দিবস। দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, নানা ধর্ম, বর্ণ এবং সম্প্রদা...

এবার ‘পোলার সিল্ক রুট’ তৈরি করবে চীন

Image
স্থলপথে সিল্ক রুট পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে চীন। এবার আরো একটি সিল্ক রুট করার ঘোষণা দিয়েছে দেশটি।  তবে এবার স্থলপথে কিংবা স্বাভাবিক পানিপথে নয়, বরফে আচ্ছাদিত আর্কটিক সাগরে জাহাজ চলাচলের জন্য এই রুট বানাবে। এই পথে ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বেইজিং। রুটের নাম দেওয়া হয়েছে ‘পোলার সিল্ক রুট’।  রুট তৈরি করতে রাশিয়া এবং অন্যান্য আর্কটিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করবে বেইজিং সরকার। বিশ্ব উষ্ণায়নের কারণে আর্কটিক অঞ্চলের অনেক স্থানের বরফ গলতে শুরু করেছে। চীন সেই সুযোগের সদ্ব্যব্যবহার করতে চাইছে।  বেইজিংয়ের কমিউনিস্ট পার্টি ইতোমধ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। বিবিসি ইত্তেফাক/আনিসুর

আফগানিস্তানে তালেবান কমান্ডার নিহত

Image
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের তথাকথিত বিশেষ বাহিনী বা সরা কাত্তার বিভাগীয় কমান্ডার নিহত হয়েছে। শনিবার সেনা সূত্র একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। আঞ্চলিক সেনাদলের প্রেস কর্মকর্তা নাসত্রাউল্লাহ জামশিদি টুইটারে বলেন, ‘প্রাদেশিক রাজধানী কুন্দুজ নগরীর উপকণ্ঠে চহালচিনার এলাকায় বন্দুকযুদ্ধে মুমতাজ ও তার দুই সঙ্গী নিহত হয়েছে। এ সময় আরো তিন জঙ্গি আহত হয়।’ তবে এ হতাহতের ব্যাপারে তালেবান জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগান নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করায় বিগত কয়েক বছর ধরে শান্ত থাকা উত্তরাঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠী তালেবান ১৬ বছরের বেশী সময় ধরে আফগানিস্তানে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। সিনহুয়া। ইত্তেফাক/সেতু

মার্কিন-ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে ভুল সংঘর্ষে নিহত ৮, আহত ১০

Image
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে শনিবার মার্কিন ও ইরাকের যৌথ বাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশ এবং আধাসামরিক উপজাতীয় যোদ্ধাদের ভুলে সংঘর্ষে আটজন নিহত ও অপর দশজন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।  প্রাদেশিক পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ আল-দুলাইমি বলেন, ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আল-বাগদাদী শহরে মাঝরাতে এই ঘটনাটি ঘটে। মার্কিন ও ইরাকী যৌথ বাহিনী জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালালে এ সংঘর্ষ ঘটে। দুলাইমি বলেন, এই অভিযানে স্থানীয় পুলিশ ও আধাসামরিক উপজাতীয় যোদ্ধারা বিস্মিত হয়ে পড়ে। তারা সেনাদের কাছে নিজেদের পরিচয় জানাতে ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো হয়। নগর পুলিশ প্রধান কর্নেল সালাম আল-ওবাইদির বহর ঘটনাস্থলে পৌঁছলে একটি মার্কিন হেলিকপ্টার থেকে তার বহরের ওপর বোমা বর্ষণ করা হয়। দুলাইমি আরো বলেন, এতে ওবাইদিসহ কয়েকজন পুলিশ নিহত হয়। সিনহুয়া। ইত্তেফাক/সেতু