Posts

Showing posts from October 7, 2021

বাংলাদেশসহ ৩২ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাজ্যের..

Image
  ফাইল ছবি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটিশ সরকার। তবে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে। আজ বুধবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।   বলা হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি, বড় পরিসরে টিকা কার্যক্রম পরিচালনা করায় এসব দেশ ও অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে ঝুঁকি কম বলে মনে করছে যুক্তরাজ্য।  নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, বিষুবীয় গিনি, ফিজি, গাম্বিয়া, গায়েনা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা। বিডি-প্রতিদিন/শফিক

সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ

Image
আবদুল রাজাক গুরনাহ। ফাইল ছবি ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেলেন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।  খবর দ্য গার্ডিয়ানের। আবদুল রাজাক গুরনাহ সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক। তানজানিয়ান ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ ১৯৪৮ সালে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে তিনি যুক্তরাজ্য ও নাইজেরিয়ায় বেড়ে ওঠেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে থাকেন এবং কেন্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হলো প্যারাডাইস, যা ১৯৯৪ সালে বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিল। গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬। নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করেছিল সুইডিশ একাডেমি। পরে ২০১৯ সালে দুই বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ স...