আগামী সপ্তাহে করোনার টিকা সরবরাহ শুরু হতে পারে: ট্রাম্প
ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা অনুমোদন পেতে পারে শিগগিরই ফাইল ছবি: রয়টার্স অবশেষে নির্বাচনের বাইরে কিছু বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইলেকটোরাল কলেজের ভোটে হেরে গেলে হোয়াইট হাউস ছাড়বেন বলে জানানোর পরই তিনি সত্যিকারের সংকটের দিকে তাকানোর ফুরসত পেলেন। জানালেন, আগামী সপ্তাহ থেকেই বা এর পর পরই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভ্যাকসিন এক সপ্তাহ পরই সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন। থ্যাংকসগিভিং ডে উপলক্ষে অন্য দেশে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ট্রাম্প জানান, স্বাস্থ্যকর্মী ও বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে প্রথম ধাপে ভ্যাকসিনটি বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ চলতি মাসে ব্যাপকভাবে বাড়লেও এ নিয়ে তেমন কোনো কথা আসছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তবে তাঁর প্রশাসনের কাছ থেকে এর আগে জানানো হয়েছিল, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ফাইজার আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন হয়ে যাবে। আগে থেকে প্রস্তুতি নেওয়া থাকায়, অনুমোদনের পর ভ্যাকসিন সরবরাহ ও প্...