Posts

Showing posts from September 3, 2018

বন্যার পানিতে ভেসে উঠল অলৌকিক হাত!

Image
ভারতের কেরালা রাজ্যে কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ভেসে গেছে বাড়ি-ঘর। সব হারিয়েও সর্বশান্ত এখন স্থানীয় বাসিন্দারা। বন্যার পানি সরে আস্তে আস্তে জেগে উঠছিল ভূমি; তখনই দেখা গেল এক অলৌকিক হাত। অলৌকিক এই হাতটি দেখেই ক্ষতিগ্রস্তরা বিশ্বাস করছেন, এ যেন সৃষ্টিকর্তার হাত। তারা বলছেন, আক্ষরিক অর্থেই তারা সৃষ্টিকর্তাকে পেয়েছেন। ক্ষতিগ্রস্তরা সৃষ্টিকর্তার হাতের দেখা পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে- হাতের মতোই দেখতে বস্তুটি আসলে অন্য কিছু। কেরালার মুন্নার হচ্ছে পাহাড়ি এলাকা। মানুষ এখানে ছুটে আসে প্রাকৃতিক রূপের জন্য। তবে সেই সৌন্দর্য বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেখানেই জেগে উঠেছে অলৌকিক হাত। আর সেই অলৌকিক হাত দেখতে মানুষ আসে এখন। জানা যায়, মুন্নারের ওপর দিয়ে বয়ে গেছে মুথিরাফুজা নদী। সেই নদীতেই অলৌকিক হাতটি দেখতে পেয়েছেন তারা। সত্যিই কি তাই? আসলে একটি পাথর এমনভাবে ক্ষয় হয়েছে যে, সেটি দেখতে মানুষের হাতের মতোই। তাতে রয়েছে পাঁচটি আঙুলও। আর বন্যার পানি সরতেই সেই পাথরের হাত জেগে উঠেছে। ফলে সবার নজর এখন সেই হাতের দিকে।  স্থানীয়রা মনে করছেন, এর পেছনে ভগবানের অ...

ইউক্রেনে নিহত বিদ্রোহী নেতার শেষকৃত্যে লাখো মানুষের অংশগ্রহণ

Image
ইউক্রেনে বিস্ফোরণে নিহত রুশ-পন্থী বিদ্রোহী নেতা আলেক্সান্ডার জাখারচেঙ্কোর শেষকৃত্যে অংশ নিয়েছে প্রায় এক লাখ মানুষ। রবিবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ডনেতস্ক’এ নিহত নেতার লাশবাহী পতাকায় মোড়ানো কফিন দেখতে, আত্ম-স্বীকৃত ডনেতস্ক পিপল’স রিপাবলিকের এক থিয়েটারে হাজির হয়েছিলেন তারা।     জাখারচেঙ্কো শুক্রবার ডনেতস্কের এক ‘কফি শপে’ বিস্ফোরণের ঘটনায় মারা যান। বিস্ফোরণে তার দেহরক্ষীও প্রাণ হারায়। আহত হয়েছে আরো ১২ জন।    প্রসঙ্গত, জাখারচেঙ্কো ছিলেন ইউক্রেনের চার বছর ধরে চলমান সংঘাতের রুশ-সমর্থিত পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে তিনি আরো দুইবার আহত হয়েছিলেন। ২০১৪ সালে একবার এক গাড়ি বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন।    বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদক জানান, জাখারচেঙ্কোর শেষকৃত্যে ৩০ হাজারের মতো মানুষের সমাগম হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ সে সংখ্যা এক লাখের কাছাকাছি বলে দাবি করেছে।     জাখারচেঙ্কোর শেষকৃত্য উপলক্ষ্যে জনগণের সমাগমের কারণে রবিবার সাময়িকভাবে ডনেতস্ক শহরের কেন্দ্র ঘেরাও করে রাখা হয় ও জনপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া ...

দক্ষিণ কোরিয়ায় টয়লেটে গোপন ক্যামেরা ধরার অভিযান

Image
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে টয়লেটে এবং পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা ধরার অভিযান চালানো হচ্ছে।  দেশটিতে এই গোপন ক্যামেরা একটি ভয়াবহ আতঙ্কে রূপ নিয়েছে। লুকিয়ে রাখা এসব ক্যামেরায় ধারণ করা ভিডিও অনুমতিবিহীনভাবে অনলাইনে ‘স্পাই ক্যাম পর্ন’  নামে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্নোগ্রাফির ওয়েবসাইটে। গোপন ক্যামেরার শিকার হচ্ছেন প্রতিদিন অসংখ্য মানুষ। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদেও নেমেছে জনগণ। বিশেষ করে নারীরা এর অন্যতম শিকার। এই বছরের শুরুর দিকে হাজার হাজার নারীরা এর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। তারা গোপন ক্যামেরা ব্যবহারের বিরুদ্ধে সেই বিক্ষোভে লিখেছিলেন ‘আমার জীবন তোমার পর্ন নয়’। দেশটির অ্যাকটিভিস্টরা বলছে মেয়েরা সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, কথন তাদের অনুমতি ছাড়ায় ছবি তোলা হবে অথবা ভিডিও করা হবে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় ‘স্পাই ক্যাম পর্নের’ শিকার ৮০ শতাংশ নারী। এই বছরের শুরুর দিকে হাজার হাজার নারী গোপন ক্যামেরা ব্যবহারের বিরুদ্ধে ‘আমার জীবন তোমার পর্ন নয়’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন সিউলের পাবলিক টয়লেটগুলো এতদিন মাসে একবার চেক করা হত সেখানে কো...