Posts

Showing posts from October 14, 2018

চাঁদেরও চাঁদ থাকে, বিস্ফোরক দাবি বিজ্ঞানীদের!

Image
কিন্তু চাঁদের গায়ে আর এক চাঁদকে নিয়েই এই মুহূর্তে ভাবিত বিজ্ঞানীরা। ২০১৪ সালে এক ৪ বছরেরে শিশু তার মা’কে প্রশ্ন করেছিল, চাঁদেরও কি চাঁদ থাকে। সেই সময় থেকেই মা খুঁজতে শুরু করেন উত্তর।  জানা যায়, মহাকাশচারী জুনা কোলমিয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কার্নেগি অবজারভেটরির সঙ্গে কর্মসূত্রে যুক্ত। ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয়ের সিন রেমন্ডের সঙ্গে জুটি বেঁধে তিনি এক গবেষণাপত্রে প্রকাশ করেছেন, তাতে তারা দেখিয়েছেন যে, সৌরজগতের উপগ্রহগুলি আজ যেমন দেখতে, তেমনটা আগে ছিল না।  বিশেষ করে পৃথিবীর উপগ্রহ চাঁদের নিজস্ব চাঁদ ছিল এক সময়। অর্থাৎ পৃথিবীর চারপাশে যেমন চাঁদ পাক খায়, তেমন চাঁদের চারপাশেও সম্ভবত পাক খেত তার নিজস্ব চাঁদ, যাকে বিজ্ঞানের পরিভাষায় ‘সাবমুন’ বলা হয়। কিন্তু মজা করে তারা একে বলছেন ‘মুনমুন’। গবেষকদের মতে, সেই সময়ে চাঁদ ছিল আজকের তুলনায় অনেকটাই বড়। আর তার ‘মুনমুন’ ছিল খুবই ছোট। তাদের গবেষণাপত্রে তারা দেখাতে চেয়েছেন, এমন পরিস্থিতিতে চাঁদ ও তার মুনমুন, উভয়কেই পৃথিবী থেকে অনেকটাই দূরে থাকতে হতো।  বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

দুই সমকামী পেঙ্গুইনের কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া (ভিডিও)

Image
দুইটি সমকামী পেঙ্গুইনের কাণ্ডে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সমকামী দুইটি পেঙ্গুইনের নাম স্ফেন এবং ম্যাজিক।  স্ফেন ম্যাজিককে ভালবাসে। আর তার ভালবাসা প্রকাশ করার জন্য ম্যাজিককে একটি স্পেশ্যাল পাথরের টুকরা দিয়ে প্রপোজ করে। আর এই দৃশ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। শুরু হয় তোলপাড়। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়, ওই দুই পেঙ্গুইন কে একটি ডিম দিলে তারা তার অনেক যত্ন নেয়। এছাড়া এর জন্য তারা নিজেরদের ছোট বাসাকেও বড় করে বানাতে শুরু করে। পেঙ্গুইন দুটির দেখাশোনা করেন এমন এক কর্মী, সংবাদমাধ্যমে বলেন, গত একবছর ধরে ওই দুই পেঙ্গুইন একে অপরকে ছেড়ে যায়নি। তারা দুজনেই একে অপরের দেখভাল করে।   সোশ্যাল মিডিয়াতে দুই সমকামী পেঙ্গুইনের খবর ভাইরাল হলে অনেকে অনেক মন্তব্য করেন । অনেকে বলেন, আমার মন খারাপ হলে আমি দুই সমকামী পেঙ্গুইনের খবরটা মনে করি। কেউ আবার বলেন, দুইটি সমকামী পেঙ্গুইনের কাহিনী নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। ইত্তেফাক/এসআর 

উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম সহজ-সরল: মুন

Image
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের।  এ সম্পর্ক এতই গভীর যে, সম্প্রতি কিমের কাছ থেকে দুই পোষা কুকুর পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বিবিসিকে দেয়া সাক্ষাৎকার মুন জায়ে ইন বলেন, ‘বর্তমানে কিমের বিনয়ী নের্তৃত্বের কারণে দুই কোরিয়ার মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে।’ মুন বলেন, ‘কিম কম বয়সী। তবে তার মধ্যে নিজের দরিদ্র দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় ইচ্ছা দেখেছি আমি। সে অত্যন্ত ভদ্র এবং সহজ-সরল। সে বড়দেরকে সব সময় সম্মান করে।’ মানবাধিকার পরিস্থিতি বিশ্বের মধ্যে সবচেয়ে নাজুক এমন একটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে হাত মেলালেন?, বিবিসির এমন প্রশ্নে মুন বলেন, উত্তর কোরিয়ার মানুষের মানবাধিকারে বিশ্বাস করেন তিনি। তবে এটি বন্ধ করতে আন্তর্জাতিক চাপ কোন কাজে আসেনি। মুনের মতে, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে দুই কোরিয়ার মধ্যে সদ্ভাব বজায় রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে উত্তর কোরিয়াকে চাপ দিতে হবে যাতে দেশটি নাগরিকদের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটায়। ইত্...

উগান্ডায় ভূমিধসে ৪১ জনের প্রাণহানি

Image
উগান্ডার পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। শুক্রবার একটি নদীর পানির চাপে বাঁধ ভেঙ্গে গেলে ব্যাপক কাদা ও পাথরের ঢলে ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়ি-ঘর। দুর্যোগ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।    শুক্রবার দিনের শেষ সময় পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে গেছেন উদ্ধারকর্মীরা। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অগণিত মানুষ।    উগান্ডার ত্রাণ, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও শরণার্থী বিষয়ক মন্ত্রী হিলারি ওনেক বলেন , ৪১টি প্রাণ হারিয়ে গেছে। কিন্তু উদ্ধারকর্মীরা, নদীর তীরবর্তী এলাকাগুলোতে বেঁচে থাকা মানুষের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।     তিনি বলেন, পাহাড়ি অঞ্চলগুলোতেও হতাহতের ঘটনা ঘটেছে। - আল জাজিরা   ইত্তেফাক/ জেআর

নেপালে নিহত পর্বতারোহীদের সন্ধানে অভিযান শুরু

Image
নেপালের মাউন্ট গুরজায় ভয়ঙ্কর ঝড়ের আঘাতে নিহত পর্বতারোহীর লাশ উদ্ধারে রোববার উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। গ খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণ কোরীয় ওই পর্বতারোহীরা যেখানে শিবির গেড়েছিলেন তার ঠিক নিচের একটি গ্রামে উদ্ধারকারীদের একটি হেলিকপ্টার পৌঁছেছে। সেখানে শক্তিশালী ঝড়ো বাতাস ও তুষারপাতে পর্বতারোহীদের ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে পর্বতারোহীদলের সকল সদস্য মারা যায়। তাদের দেহ সেখান থেকে ৫শ’ মিটার দূরে ছড়িয়ে পড়ে। হেলিকপ্টার চালক সিদ্ধার্থ গুরুং বলেন, ‘হেলিকপ্টার চারজন গাইডকে ঘটনাস্থলে নামিয়ে দেবে। তারা লাশগুলো উদ্ধার করবেন।’ তিনি এই উদ্ধার অভিযানের সমন্বয় করবেন। শনিবার নেপালের অন্নপূর্ণা অঞ্চলের ঢাউলাগিরি পাহাড়ের দুর্গম স্থানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। শক্তিশালী বাতাসে তা বিঘ্নিত হচ্ছিল। সিদ্ধার্থ ওই এলাকায় পৌঁছতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরুরি সহায়তা সংস্থা গ্লোবাল রেস্কিউ এর ড্যান রিচার্ড বলেন, ‘পর্বতারোহীদের শিবিরটি এমনভাবে ছিন্নভিন্ন হয়েছে যে মনে হবে সেখানে বোমা হামলা চালানো হয়েছে।’ দক্ষিণ কোরীয় নাগরিক কিম চ্যাং-হো পবর্তারোহী দলটির...

‘মোদির বিরুদ্ধে লড়বেন শত্রুঘ্ন সিনহা’

Image
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ শত্রুঘ্ন সিনহাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি মোদির আসন বারানসি থেকে সমাজবাদী পার্টি থেকে নির্বাচন করবেন। বলিউডের এই অভিনেতা ২০০৯ এবং ২০১৪ সালে বিজেপির টিকিটে সাংসদ হন। ২০০৯ সালের নির্বাচনের পর তিনি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার ও কল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বও পান। তবে ২০১৪ সালে সাংসদ হওয়ার পর থেকে নিজ দলের সঙ্গে মনোমালিন্য দেখা দেয় শত্রুঘ্ন সিনহার। বলা হয়ে থাকে, শুধু শত্রুঘ্ন সিনহাই নন, একই সঙ্গে বিহারের আরেক নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার সঙ্গেও বিজেপির দূরত্ব বাড়তে থাকে। এর ফলে এই দুই নেতা বিজেপি থেকে দূরত্বে অবস্থান নেন। এদিকে এই ফাটলের ফলে শত্রুঘ্নœসিনহার সঙ্গে দিল্লির আম আদমি পার্টি এবং বিহারের লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে সখ্য গড়ে ওঠে। এদিকে গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে সমাজসংস্কারক জয়প্রকাশ নারায়ণের জন্মদিন উপলক্ষে সমাজবাদী পার্টি আয়োজন করে একটি ...

বিশ্বের সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলো...

Image
উদ্ভাবনীতে সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষেই আছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ছবি: স্ট্যানফোর্ডের ওয়েবসাইট বার্তা সংস্থা রয়টার্স এ বছর বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা করেছে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, যোগাযোগপ্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী কাজে গবেষণার ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। বিশ্বের সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় নামের এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। চার বছর ধরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবনীতে সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষেই আছে। বিশ্বের সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে অ্যাডভান্স সায়েন্স, নতুন ধারার প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া, শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার শিক্ষা কারিকুলাম প্রণয়নের কাজ চালিয়ে যাওয়ায় সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের গবেষণার ক্ষেত্র বাড়িয়ে চলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্যামেরা প্রযুক্তি, চালকবিহীন গাড়ি এবং অসুস্থ হলে মানুষকে কী পরিমাণ ওষুধ সেবন করতে হতে পারে—এমন নানান উদ্ভাবনী ব্যাপারে স্ট্যানফোর্ড বিশ...

ভারতকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো নিয়ে পাকিস্তানের হুশিয়ারি

Image
পাকিস্তানে একবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় তাহলে তার জবাবে ভারতে ১০বার এরকম হামলা চালানো হবে বলে হুশিয়ারি জানিয়েছেন দেশটির সেনাবাহিনী।  শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর ‘ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস’-এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন, ভারত যদি একবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, আমরা তবে ১০ বার ভারতের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাব। পাকিস্তান সেই ক্ষমতা রাখে। লন্ডনে গণমাধ্যমকে এসব কথা বলেন ঘাফুর। বর্তমানে তিনি ও পাক-সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সেখানে সফররত আছেন।  ঘাফুর আরো বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এমন ‘মিসঅ্যাডভেঞ্চার’ করতে ইচ্ছুকদের পাকিস্তানের সক্ষমতা নিয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়।  তিনি বলেন, পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু, দেশের মানুষের কথা ভেবেই হাতে অস্ত্র না-তুলে, 'শান্তি' স্থাপনে গুরুত্ব দিয়েছে। -এইসময় ও এনডিটিভি ইত্তেফাক/ জেআর

পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তির পথে চীন

Image
এস -৪০০ মিসাইলের পাল্টা জবাব হাই এন্ড মিলিটারি ড্রোন৷ ভারত-রাশিয়ার মধ্যে এস-৪০০ মিসাইল চুক্তির পরই প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তি করতে চলেছে চীন৷ পাকিস্তানকে ৪৮টি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন সরবরাহ করবে চীন৷  জানা গেছে, যদিও এই ৪৮টি ড্রোন কিনতে কত টাকা খরচ হবে তা জানা যায়নি৷ পাকিস্তানের সামরিক অস্ত্রের বেশিরভাগই চীনের কাছ থেকে আমদানি করে৷ এছাড়া দুটি দেশ যৌথভাবে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট জেএফ থানডার উৎপাদন করছে৷  আগামী দিনে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স কামরা ও চিনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে ড্রোন উৎপাদন করবে৷ চীনা সরকারের এক সামরিক বিশেষজ্ঞের কথায়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে৷ এছাড়া পাকিস্তানের ড্রোনের যে ঘাটতি আছে তা মেটাবে৷  পাকিস্তানকে আমেরিকাও ড্রোন সরবরাহ করে৷ মার্কিন প্রযুক্তিতে নির্মিত এমকিউ-১ প্রিডাটর ও এমকিউ-৯ রিপার প্রযুক্তিগতভাবে অনেক উন্নত৷ কিন্তু ওয়াশিংটন সীমিত পরিমাণে অস্ত্র রফতানি করে৷ চীনের সেরকম কোনও বাধ্যবাধকতা নেই৷ চীনের সেই বিশেষজ্ঞের দাবি, আগামী দিনে বিশ্ববাজারে ...

'মেয়েকেই জাতিসংঘের রাষ্ট্রদূত বানাবেন ট্রাম্প'

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ইভাঙ্কাকেই জাতিসংঘের পররবর্তী রাষ্ট্রদূত বানাবেন। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভেটারান্স টুডে পত্রিকার সিনিয়র সম্পাদক গর্ডন ডাফ। খবর রেডিও তেহরানের গত মঙ্গলবার বর্তমান রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগের ঘোষণা দেন। এরপর দিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইভাঙ্কা জাতিসংঘ রাষ্ট্রদূতের পদের জন্য শ্রদ্ধার পাত্র হবেন না। এছাড়া, আমাকেও স্বজনপ্রীতির জন্য অভিযুক্ত করা হবে। তবে একথা ঠিক যে, বিশ্বের যে কোন ব্যক্তির চেয়ে ইভাঙ্কা এ পদের জন্য বেশি যোগ্য। আকস্মিকভাবে নিকি হ্যালির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।  এ প্রসঙ্গে গর্ডন ডাফ বলেন, নিকি হ্যালি মূলত জাতিসংঘে নানা বক্তব্যের মাধ্যমে আমেরিকাকে হাসির খোরাকে পরিণত করেছেন এবং জাতিসংঘে হ্যালি ছিলেন সবার ঘৃণার ব্যক্তি। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প এখন তার মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেড কুশনারকে দিয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক ব্যর্থ নীতি বাস্তবায়নের চেষ্টা করবেন।  তবে কংগ...