Posts

Showing posts from May 31, 2018

যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল

Image
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া। তিনি বলেন, ইসরাইলি হামলার পর গত কয়েক ঘন্টায় বিভিন্ন মাধ্যমে সমঝোতা হয়েছে। এর আগের দিন রাতে হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হলেও ইসরাইল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। - আল জাজিরা

পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার বিশেষ দূত ও সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল। ম্যানহাটনে একটি ভবনে এক সঙ্গে রাতের খাবার খান তারা। সেসময় জুনের ১২ তারিখ সিঙ্গাপুরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার অনুষ্ঠেয় বৈঠকটি নিয়ে আলোচনা করেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ম্যানহাটনে রাতের খাবার খাওয়া ছাড়াও বৃহস্পতিবার আরো দুইবার সাক্ষাৎ হয় পম্পেও ও জেনারেল কিমের মধ্যে। কিম জং উনের শীর্ষ দূত, জেনারেল কিম বুধবার নিউ ইয়র্কে পৌঁছান। জেনারেল কিম উত্তর কোরিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত। সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও কিম জং উনের মধ্যকার একটি বৈঠকে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন তিনি। উল্লেখ্য, আসন্ন ট্রাম্প-কিম বৈঠকের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফর করেছেন। সেখানে তিনি উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র সঙ্গে দেখা করবেন। ...

বার্গারের দোকান খুলতে চান কিম

Image
‘শুভেচ্ছার নিদর্শন’স্বরূপ বার্গারের দোকান খুলতে চাইছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ফাস্টফুডে আসক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনি এটি করত চান। তিনজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় নেতা আদৌ পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হবেন না। তবে তিনি সম্ভবত ‘শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পিয়ংইয়ংয়ে ওয়েস্টার্ন হ্যামবার্গারের ফ্র্যাঞ্চাইজি খুলবেন’। এটি বার্গারপ্রেমী প্রেসিডেন্টের অনুগ্রহ পাওয়ার চেষ্টা বলেই মনে করছেন। সিআইএর রিপোর্টে অবশ্য উত্তর কোরিয়া কোন ব্র্যান্ডের ফাস্টফুড আনবে, তা উল্লেখ করা হয়নি। কিন্তু কিম ভাবছেন, আলোচনার টেবিলে ট্রাম্পের পছন্দের খাবার পরিবেশনের মানে হবে পশ্চিমা বিনিয়োগের জন্য তাঁর দেশের দরজা খোলা। বার্গারপ্রেমী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে আটলান্টায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, তিনি কিমকে রাষ্ট্রীয় ভোজে আমন্ত্রণ জানাবেন। সেখানে তারা ফাস্টফুড দিয়ে ভোজ করবেন। আরও বলেছিলেন, ‘রাষ্ট্রীয় ভোজের কথা ভুলে আমরা কনফারেন্স টেবিলে হ্যামবার্গার খেতে চীন ও অন্যদের সঙ্গে ভালো ভালো চুক্তি ক...