Posts

Showing posts from June 18, 2018

১৯ বছর পর এফ-৩৫ জঙ্গিবিমান হাতে পাচ্ছে তুরস্ক

Image
মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমানের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে এরদোগানের দেশ তুরস্ক। প্রথম পর্যায়ে তুরস্ককে ৩০টি বিমান দিবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে তুর্কি দৈনিক সাবাহ। জানা যায়, ১৯৯৯ সালে একশ'টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। ওই চুক্তি অনুসারেই ২০১৮ সালে বিমানগুলো তুরস্ককে হস্তান্তর করবে ট্রাম্পের দেশ। এর মধ্যে ৩০টি বিমান কয়েক দিনের মধ্যেই হস্তান্তর করা হবে। এ জন্য তুরস্ক সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পূরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে। যদিও চুক্তি সইয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

নিউটন-ডারউইনের সমাধির মাঝখানে চিরঘুমে হকিং

Image
বিজ্ঞানের দুই মহীরূহ পূর্বসূরির মাঝে স্থান পেলেন স্টিফেন হকিং। গত শুক্রবার স্যার আইজাক নিউটন ও চার্লস ডারউইনের কবরের মাঝখানে সমাধিস্থ করা হয়েছে বিশ্বখ্যাত পদার্থবিদ হকিংকে। একই দিনে মহাকাশে পাঠানো হয়েছে হকিংয়ের কণ্ঠের বিশেষ বার্তা। দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, গত শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে স্টিফেন হকিংয়ের দেহভস্ম ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাধিস্থ দেওয়া হয়। গত ১৪ মার্চ মারা যান এই বিশ্বখ্যাত পদার্থবিদ। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ওই দিনই পৃথিবীর সবচেয়ে কাছের কৃষ্ণগহ্বরে পাঠানো হয়েছে স্টিফেন হকিংয়ের কণ্ঠে বিশেষ বার্তা। পৃথিবী থেকে কৃষ্ণগহ্বরটির দূরত্ব সাড়ে তিন হাজার আলোকবর্ষ। ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীরা হকিংয়ের স্মরণে এই পদক্ষেপ নেয়। হকিংয়ের পরিবারের সদস্যরা বলেছেন, এই অনুষ্ঠানটি ছিল ‘প্রতীকী’। ওয়েস্টমিনস্টার অ্যাবে কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, স্টিফেন হকিংয়ের দেহভস্ম বিজ্ঞানীদের জন্য নির্ধারিত স্থানে সমাহিত করা হয়েছে। এ সময় হকিংয়ের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত ১৪ মার্চ মারা যান বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং। ত...

আফগানিস্তানে ঈদ জমায়াতে বোমা হামলায় নিহত ৩৬ / ১৭ জুন, ২০১৮ ইং ১৩:৫৩ মিঃ

Image
আহত এক তালেবান যোদ্ধাকে হাসপাতালে নেয়া হচ্ছে। আফগানিস্তানের তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি ঈদের জামায়াতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। হতাহতের অধিকাংশই তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন। গতকাল শনিবার আফগানিস্তানের নানগারহারে প্রদেশের বাতিকোট জেলায় এ ঘটনা ঘটে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে ৩ দিনের অস্ত্র বিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সন্ত্রাসী গোষ্ঠীটি। এ হামলার কারণ এখনো অজানা।-আলজাজিরা। ইত্তেফাক/মোস্তাফিজ