Posts

Showing posts from January 24, 2020

স্মরণশক্তি বৃদ্ধির সহজ কিছু কৌশল

Image
প্রতীকী ছবি অনেকেই আছেন যারা কোন ঘটনা বা বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ চমৎকারভাবে মনে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনার মেধা কম! না, আপনার মেধা অবশ্যই কম না। সবার মস্তিষ্কের গঠন একরকম নয়। তাই সবাই একভাবে মনে রাখতে পারে না।  কিছু সহজ কৌশল অবলম্বন করে আপানিও আপনার স্মরণশক্তি বৃদ্ধি করতে পারেন। ১. মানসিক চাপ কমিয়ে বিষন্নতা দূর করুন মানসিক চাপের মধ্যে বিষন্নতা সবচেয়ে মস্তিষ্কের ক্ষতি করে। বিষন্নতা আপনার মনোযোগ দেয়ার ক্ষমতা কমিয়ে ফেলে এবং রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। করটিসেলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। ২। নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম শুধু আপনার শরীরকেই সচল করে না, এটি আপনার মস্তিষ্ককেও সচল রাখে। স্থূলতা এবং অতিরিক্ত ওজন আপনার ব্রেইনের জন্যও ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল না থাকলে রক্তবাহী নালীগুলো চর্বি জমে। ফলে স্বাভাবিক রক্তচলাচল ব্যহত হয়। মস্তিষ্কে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবারাহ বাধাপ্রাপ্ত হয়। যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্কের কোষগুলোও। তাই নিয়মিত ব্যায়াম করুন, সচল রাখুন আপনার শ...

অস্ট্রেলিয়ার দাবানল: নিয়ন্ত্রণে নিয়োজিত বিমান বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন ক্রু নিহত

Image
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একটি বড় ধরনের এয়ার ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়ে আমেরিকার তিন অভিজ্ঞ ক্রু প্রাণ হারিয়েছে। আগুন নেভাতে সহযোগিতার জন্য ওই তিনজনকে ভাড়া করে এনেছিল অস্ট্রেলিয়া। জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ পরে নিউ সাউথ ওয়েলস বা এনএসডব্লিউয়ের দক্ষিণাঞ্চলে তিন ক্রু নিয়ে বিমানটি নিখোঁজ হয়। এ ব্যাপারে জরুরি বিভাগের কর্মীরা জানিয়েছেন, রাজধানী থেকে দক্ষিণে দুই ঘণ্টার দূরত্বে স্নোয়ি পবর্তমালা অঞলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওই পবর্তামালা অঞ্চলেই দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল লকহিডের তৈরি চার ইঞ্জিনের সি-১৩০ হারকিউলিস ওয়াটার-বোম্বিং বিমানটি। সেখানেই এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন এনএসডব্লিউয়ের মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

Image
ছবি: ইত্তেফাক মানিকগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকার মো. আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)। মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছিলেন আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমা। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত স্বামী আলেকজান্ডারকে দুই বছর এবং তার স্ত্রী আকলিমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ইত্তেফাক/জেডএইচ