ক্রিকেট দুনিয়ার ধনী কোচরা
খেলাধুলায় কোচের গুরুত্ব নিয়ে প্রশ্ন চলে না। ক্রিকেটে কোচের গুরুত্ব হয়তো ফুটবলের মতো না, কিন্তু তারপরও কোচ ছাড়া কোনো দলের চলে না। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের কৌশলগত দিক ছাড়াও মানসিক ব্যাপারেও পরিচর্যা করতে হয় কোচদের। দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে তাঁদের চুক্তির মেয়াদ। পারিশ্রমিকও পেয়ে থাকেন অতীত সাফল্য এবং কৌশলজ্ঞানের ওপর ভিত্তি করে। সংবাদমাধ্যমগুলোর হিসেব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে মুহূর্তে সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ কোচ কারা? রবি শাস্ত্রী ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ধনী কোচ। ছবি: এএফপি রবি শাস্ত্রী (ভারতের কোচ) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আর তাই জাতীয় কোচকে তারা আকর্ষণীয় বেতন দেবে, সেটিই স্বাভাবিক। বর্তমান কোচ রবি শাস্ত্রীর বেতনের অঙ্কটা বাকি সব কোচদের জন্য সত্যিই লোভনীয়। বছরে ১.৩৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকা) বেতন পেয়ে থাকেন শাস্ত্রী। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য দিয়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন শাস্ত্রী। ভারতীয় দলে টিম ডিরেক্টরের পদ সামলানোর পাশাপাশি এবার দ্বিতীয় মেয়াদে কোচের...