Posts

Showing posts from January 11, 2018

রোহিঙ্গা মুসলিমদের হত্যার কথা স্বীকার মিয়ানমার সেনাবাহিনীর

Image
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের হত্যার কথার স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। গত বছরের শেষ দিকে থেকে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালানোর পর এই প্রথম হত্যাযজ্ঞ চালানোর তথ্য স্বীকার করলো সেনাবাহিনী। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নির্যাতনের কথা বলে আসছে। কিন্তু মিয়ানমার সরকার কিংবা সেনাবাহিনী বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট ও নিউজউইকের গতকাল বুধবার সেনাপ্রধান মিন অং হ্লাইয়ের ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, রাখাইনের একটি গ্রামের গণকবরে পাওয়া ১০ জনকে হত্যার কথা স্বীকার করেছে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়রা। নিহতরা বৌদ্ধদের ওপর হামলা চালিয়েছিলেন। তাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালালে তারা নিহত হন। তাদেরকে ‘বাঙ্গালি সন্ত্রাসী’ বলে দাবি করে সেনাবাহিনী। রাখাইনের ইন দিন গ্রামে একটি সমাধিস্থলে পাশে গত ডিসেম্বরে গণকবরটির সন্ধান মেলে। বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এটা সত্য যে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়রা তাদের হত্যার কথা স্বীকার করেছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা...

মধুখালীতে উন্নয়ন মেলা নিয়ে শোভাযাত্রা

Image
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে শোভাযাত্রাটি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল ৯টার এই শোভাযাত্রাটিতে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় তারা ঢাক-ঢোল নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হন। পরে বেলা ১১টার পরে কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য উপজেলার হাজার হাজার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। এ সময় পাইলট উচ্চ বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্...

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি

Image
পঞ্চগড়ের শীতার্ত মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। আবহাওয়ার তাপমাত্রা বাড়লেও শীত কমেনি। শেষ বিকেল থেকে দুপুর পর্যন্ত একটানা ঘনকুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড় জেলা। দুপুরের পর সূর্য উঠলেও শৈত্যপ্রবাহ থাকায় শীত কমছে না। তীব্র এই শীতে শ্রমজীবী মানুষদের কর্মহীন করে ফেলেছে। অসহায় এসব মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষকে শীতবস্ত্রের পাশাপাশি খাদ্য সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীতবস্ত্র ও গরম কাপড় না থাকায় দরিদ্র অসহায় ছিন্নমূল দিনমজুর শ্রেণির মানুষ কাজে যেতে পারছে না। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে রাতে ঘুমোতে পারছে না মানুষজন। ভোর হতেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় সরকারিভাবে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বৃহস্পতিবার পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্...

আইফোনের ব্যাটারি ফেটে অ্যাপল স্টোরে আহত ৮

Image
ফের ব্যাটারি বিপত্তিতে আইফোন। অভিযোগ, অতিরিক্ত মাত্রায় গরম হয়ে ফেটে গেছে আইফোনের ব্যাটারি। হাত পুড়ে গেছে এক ব্যক্তির। অল্পবিস্তর আহত হয়েছেন আরো সাতজন। সুইৎজারল্যান্ডের জুরিখের ঘটনা। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। সুইসইনফো ডট সিএইচ এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জুরিখের ব্যানহফস্ট্রাসে এলাকায় একটি আইফোন বিপণিতে ওই ঘটনা ঘটে। ‘আইফোন-৬ প্লাস’ মডেলের ওই ফোনটি সারানোর সময় সেটির ব্যাটারি খোলা হয়। ওই রিপোর্টে বলা হয়েছে, ব্যাটারি খোলামাত্রই তা থেকে ঘন ধোঁয়া বেরোতে শুরু করে এবং শেষমেশ সেটি ফেটে যায়। এতে আহত হয়েছেন ওই বিপণির এক ফোন মেরামতকারী। তার হাতের খানিকটা পুড়ে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামান্য আহত হয়েছেন আরো সাতজন। তবে তাদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জুরিখ পুলিশ ও দমকল বাহিনী। জুরিখ সিটি পুলিশ জানিয়েছে, ব্যাটারি থেকে ধোঁয়া বেরোনোর পর তার উপর কোয়ার্টজ স্যান্ড (সিলিকা) ছড়িয়ে সেটির তাপমাত্রা নিয়ন্ত্রণে আনেন অ্যাপল স্টোরের কর্মীরাই। ঘটনার সময় ওই স্টোরে কেনাকাটা করছিলেন অনেকেই। ছিল...