Posts

Showing posts from December 4, 2018

ইসরায়েলে নয়’শ বছরের পুরনো স্বর্ণমুদ্রার সন্ধান

Image
ইসরায়েলের সমুদ্রবর্তী প্রাচীন শহর কেসৈরিয়ায় একটি পাত্রের ভেতরে প্রায় ২৪ টি মুদ্রার সন্ধান পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন এই মুদ্রা গুলো প্রায় নয়’শ বছরের পুরনো। স্বর্ণমুদ্রা রাখার এই পাত্রটি ছিল ব্রোঞ্জ আর পাথর দিয়ে মোড়ানো। মুদ্রার পাশাপাশি সেখানে একটি সোনার দুলও পাওয়া যায়। খনন দলের পরিচালক ড পিটার ও মোহাম্মদ হাতার বলেন, ধারণা করা হচ্ছে এই স্বর্ণগুলোর মালিক এবং তার পরিবারকে সেই যুদ্ধে ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছিল। অথবা তাদেরকে জোর করে দাস বানানো হয়েছিল। তাই তাদের পক্ষে আর সম্পদ উদ্ধার সম্ভব হয় নি। গবেষকরা অনুমান করছেন, স্বর্ণমুদ্রাগুলোর মালিক ১১০১ সালের ভয়াবহ ক্রুসেডের সময় নিহত হন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলো খননকালে এটি আবিষ্কৃত হয়। এই আবিস্কারকে কেসৈরিয়ার ইতিহাস ঐতিহ্যের এক নীরব সাক্ষী বলে মনে করেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। ক্রুসেড যুদ্ধের সময় শহরটির যে কি ভয়াবহ ঝড় বয়ে গেছে-সেটিই যেন মনে করিয়ে দিচ্ছে এ আবিষ্কার। লিখিত দলিল অনুসারে কেসৈরিয়া শহরটি বাল্ডউইন আর্মির আক্রমণের শিকার হয়। তারা ১১০০ থেকে ১১১৮ সাল ...

ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক

Image
ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায়। ছবি: সংগৃহীত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। ইরান মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ফ্রান্স ও ব্রিটেনের অনুরোধে এ বৈঠক ডাকা হয়। দেশ দু’টি এ ঘটনায় তেহরানকে অভিযুক্ত করেছে। খবর এএফপি’র। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী শনিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, ইরান পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটন তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘের ওই প্রস্তাবে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এমন কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে ইরানকে বিরত থাকতে বলা হয়েছে। আরো পড়ুন:  ৭ বছরের শিশুর ইউটিউব থেকে আয় শত কোটি টাকা ফ্রান্স জানায়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল উদ্বেগজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘উস্কানি ও অস্থিতিশীলতামূলক’ কর্মকান্ড হিসেবে অভিহিত করেছে। আর এটি ইরান চুক্তি বিষয়ে করা জাতিসংঘ প্রস্তাবের পরিপন্থী কাজ। এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জার্মি হান্ট এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উস্কানিমূলক’ হিসেবে ...

বুশের কফিনের সামনে কুকুরের ভালোবাসা

Image
সংগৃহীত ছবি ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের দেয়া একটি ছবিতে দেখা যাচ্ছে একটি কুকুর পতাকা ঢাকা জর্জ বুশ সিনিয়রের কফিনের সামনে শুয়ে আছে। এভাবেই হয়তো শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছিলো বুশের সঙ্গে থাকা কুকুরটি।  মুখপাত্র জিম ম্যাগার্থ রোববার সুল্লি নামের হলুদ রঙের ল্যাব্রাডোর শিকারী কুকুরটির ছবি দিয়ে টুইটে লিখেছেন, মিশন সম্পন্ন #রিমেমবারিং৪১। গত শুক্রবার হিউস্টনে নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট। বৃহস্পতিবার টেক্সাসে শেষকৃত্য হওয়ার আগে হিউসস্টন এবং ওয়াশিংটনে বেশ কিছু বেশ কিছু জনসাধারণের জন্য এবং ব্যক্তিগত আয়োজনে তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। জুন মাসে আমেরিকার ভেটডগস নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে সুল্লিকে নেন বুশ। সাবেক প্রেসিডেন্টের পারকিনসন’স রোগের একটি ধরনে আক্রান্ত ছিলেন। সুল্লি দরজা খুলতে পারতো, কিছু জিনিস তুলতে পারতো এবং সাহায্যের জন্য কাউকে ডাকতে পারতো। হিউস্টনের কিটিআরকে-টিভির একটি রিপোর্ট বলছে সুল্লি আবার নিউইয়র্কে আমেরিকার ভেটডগসে ...