Posts

Showing posts from November 2, 2017

ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন

Image
ভোলা জেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের নতুন কূপ ইস্ট-১ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বুধবার গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করে বাপেক্স।   সকাল সাড়ে দশটা পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এর মাধ্যমে নতুন কূপটিতে গ্যাসের সন্ধান নিশ্চিত হলো। বাপেক্সের ব্যবস্থপনা পরিচালক মো: নওশাদ ইসলাম জানান, বিভিন্ন উপাত্ত অনুযায়ী গ্যাসের যে পরিমাণ মজুদের ধারণা করা হয়েছিল, তার সঙ্গে বাস্তব অবস্থার মিল পাওয়া গেছে। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে, তবে এর উৎপাদন হারটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে বোঝা যাচ্ছে এখানে গ্যাসের ভালো রিজার্ভ রয়েছে। মাটির ৩৪’শ মিটার নিচ থেকে গ্যাসটা উত্তোলন চলছে জানিয়ে তিনি বলেন, আমরা একটু একটু করে এগুচ্ছি।   গ্যাসের প্রবাহও বাড়ছে।   আশা করছি ৩০ মিলিয়ন ঘনফুট পার হয়ে যাবে গ্যাসের পরীক্ষামূলক উত্তোলন। এ প্রক্রিয়া আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত চলবে। গত ৬ আগষ্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিনের শাহাবাজপুর গ্যাস ফিল্ডের নতুন গ্যাস কূপ খনন কা...

পৃথিবীর মতো আরো ২০ গ্রহের সন্ধান!

Image
সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, পৃথিবীর মতো সৌরজগতে আরো ২০ গ্রহের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সৌরমণ্ডলের বাইরে প্রাণ খুঁজতে গিয়ে 'কেপলার' মহাকাশযান এইসব নতুন গ্রহসমূহের সন্ধান পায়। বিজ্ঞানীদের মতে, মোট ২১৯টি ভিনগ্রহের সন্ধান মিলেছে এই কেপলার মিশনে। যার মধ্যে ২০টি একেবারেই পৃথিবীর মতো পাথুরে। নাসা জানিয়েছে, এই ভিনগ্রহগুলোর সঙ্গে পৃথিবীর সাদৃশ্য রয়েছে। এজন্য এদের বলা হচ্ছে, ‘রকি প্ল্যানেট’। আবহাওয়াতেও কিছু সাদৃশ্য রয়েছে। এরা সবাই নিজেদের মতো পাক মারছে কোনো না কোনো নক্ষত্রের চার পাশে।   নাসার বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘কেওআই-৭৯২৩.০১’ নামক গ্রহটির। এটি পৃথিবীর ব্যাসের চেয়ে ৯৭ শতাংশ বেশি। এখানে বছর হয় ৩৯৫ দিনে। আমাদের নীলাভ গ্রহের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা এই গ্রহ। কেপলার মিশনের অন্যতম প্রধান গবেষক জেফ কাফলিন কৌতুক করে বলেছেন, চাইলে মহাকাশযানে চড়ে পাড়ি জমাতে পারেন এই গ্রহগুলোতে। উল্লেখ্য, কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি) বিগত কয়েক বছরে মোট চার হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল। যাদের মধ্যে দুই হাজা...

ইরানের পরমাণু চুক্তি সমর্থন রাশিয়ার, পুতিনের প্রশংসায় রুহানি

Image
ইরানের পরমাণু চুক্তির বৈধতা দিয়ে এতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেহরানে বুধবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। পুতিন বলেন, ইরান চুক্তির শর্ত অনুযায়ীই কাজ করছে যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের সমর্থন পাবার যোগ্য। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এক বিবৃতিতে পুতিন বলেন, কোনো এক পক্ষ একা পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না। মস্কো সবসময় তেহরানের পাশে রয়েছে বলেও জানান তিনি। এদিকে এই ইস্যুতে রাশিয়ার সমর্থন পাওয়ায়, রুশ প্রেসিডেন্ট পুতিনের উচ্ছ্বসিত প্রশংসা করেন রুহানি। তিনি বলেন, বহুপক্ষীয় পরমাণু সমঝোতা রক্ষা করা সম্ভব হলে আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে তা অবদান রাখবে। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তেহরান ও মস্কো উল্লেখযোগ্য অবদান রেখেছে। সন্ত্রাসবাদ-বিরোধী চূড়ান্ত লড়াইয়ে দু’দেশের মধ্যকার পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বরোপ করেন তিনি।     বুধবার একদিনের সফরে তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম...

অবশেষে রাখাইনের পোড়া গ্রাম দেখতে গেলেন সু চি

Image
সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্মি সেনাবাহিনীর অমানবিক নির্যাতন চালানোর পর এই প্রথম রাখাইনের ধংসাবশেষ দেখতে গেলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। দেশটির এক সরকারি মুখপাত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি এ খবর জানাচ্ছে।  ওই মুখপাত্র বলেছেন, একদিনের সফরে রাখাইনের দুটি শহর পরিদর্শন করবেন সু চি। রাখাইনের যে এলাকা থেকে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, সু চি সেরকম একটি এলাকা সফর করবেন। যদিও রাখাইন সফরে যাবার আগে কোনো ঘোষণা দেননি তিনি। মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ড এবং দমন-পীড়নের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়ায় আন্তর্জাতিকভাবে এরই মধ্যে বেশ সমালোচিত হয়েছেন তিনি। সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বর্তমানে রাখাইনের সিটুয়ে-তে অবস্থান করছেন সু চি। এরপর তিনি মংডু এবং বুথিডং এলাকা সফর করবেন। এ দুটো এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে হাজার-হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। সু চি’র সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চায়নি তার দপ্তর। বিশ্লেষকরা মনে করেন, সেনাবাহিনীর দিক থেকে হুমকি আসতে পারে,...

পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিন’

Image
‘সমতলের মানুষের মতো পাহাড় কেটে ঘর করার পরিণাম এই পাহাড়ধস। পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিতে হবে। নইলে বারবার এমন ধস ঘটবে। প্রাণ ঝরবে মানুষের।’ পাহাড়ধসের ঘটনায় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানবসৃষ্ট সমস্যাকেও এভাবে দায়ী করলেন জিমিত চাকমা। মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। বয়স ৫৫ । রাঙামাটির রাঙ্গাপানি এলাকার ওই বিদ্যালয়ে ১৯৮৫ সাল থেকে শিক্ষকতা করছেন। বিদ্যালয় ভবন থেকে প্রধান সড়ক পেরিয়ে পাহাড়ের পাদদেশে তাঁর বাড়ি। ঘর থেকে বাইরে কোনো কাজে যেতে হলে তাঁকে ১৩২টি সিঁড়ি বেয়ে ওঠা–নামা করতে হয়। ২৯ অক্টোবর বিকেলে মোনঘর স্কুলপ্রাঙ্গণে গিয়ে দেখা যায়, স্কুলটি আবার ছাত্রছাত্রীর পদচারণে মুখর। সেখানে দেখা হয় জিমিত চাকমার সঙ্গে। বৈঠক ঘরের পাশে দাঁড়িয়ে অনেক কথা হলো। পাহাড়ধসের দুঃসহ স্মৃতিসহ নানা প্রসঙ্গ উঠে এল। ১৩ জুন রাঙামাটিতে যেদিন ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে, জিমিত চাকমা সেদিন তাঁর পাশের ঘরে থাকা দুজন ছাত্রকে ঘুম থেকে তুলে না আনলে তাঁরাও মৃত্যুর মিছিলে মিলে যেত কিংবা থাকত নিখোঁজ মানুষের তালিকায়। পাহাড় বেয়ে জল এসে ভরে যায় জিমিত চাকমার চারচালা টিনের ঘর। গভীর রাতে হঠাৎ করে এমন ...

লাদেনকে নিয়ে আরও নথি প্রকাশ সিআইএর

Image
২০১১ সালের ২ মে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) নিহত হন ওসামা বিন লাদেন। সেই কমান্ডো হামলার ঘটনায় পাওয়া কিছু নথি আবারও প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এর মধ্যে লাদেনের ব্যক্তিগত জার্নালও আছে। সিআইএর পরিচালক মাইক পম্পিও বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোর পরিকল্পনা ও কর্মকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনসাধারণকে আরও বেশি জানার সুযোগ করে দিতে এসব নথি প্রকাশ করা হচ্ছে। লাদেনের প্রকাশিত নথিগুলোর মধ্যে ভিডিও, অডিও ফাইল, তাঁর চিঠিপত্র, আরবিতে লেখা শত শত দলিল-দস্তাবেজ রয়েছে। গতকাল বুধবার প্রকাশিত নথিগুলো ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের কার্যালয় থেকে প্রকাশিত সবশেষ অংশ। এর আগে ২০১৫ সালের মে মাসে, ২০১৬ সালের মার্চে ও চলতি বছরের জানুয়ারিতে কিছু নথি প্রকাশ করা হয়। লাদেনের জার্নালের বিষয়ে সিআইএ বলছে, এসব নথির মধ্যে অন্যান্য অনেক নথি রয়েছে। এসবে আল কায়েদার প্রচার ও পরিকল্পনার বিষয় রয়েছে। সৌদি আরবে জন্ম নেওয়া ওসামা বিন লাদেন আল-কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন...