Posts

Showing posts from October 29, 2020

সংসদে পুলওয়ামা হামলাকে ইমরানের বড় সাফল্য বললেন পাকিস্তানের মন্ত্রী

Image
  পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদদ দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বার বার অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থলের বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাল কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের ‘বিরাট সাফল্য’ বলে ব্যাখ্যা করে বসেছেন ফাওয়াদ। বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বোমা ফাটিয়েছিলেন পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর সদস্য আয়াজ সাদিক। তার মতে, সৌজন্যের বার্তা দিতে নয়, ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরানের সরকার। বিরোধী দলের নেতার ওই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফাওয়াদ বলেন, ‘আমরা ভারতে (হিন্দুস্তান) ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই সাফল্য, ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য। আমরা সকলেই তার শরিক’। সরকার পক্ষের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা নিয়ে এমন মন্তব্য করে ফাওয়াদ বস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চাপে ফেলে দিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘ...

কাশ্মির-গিলগিট পাক মানচিত্র থেকে বাদ, ভারতের প্রতি 'দিওয়ালি উপহার' সৌদির!

Image
  এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে সাম্প্রতিক নানা ইস্যুতে তিক্ত সম্পর্ক যাচ্ছে সৌদি আরবের। পাকিস্তানের ক্রমাগত চীন ও তুরস্ক ঘেঁষা পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যে তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরুপ পাকিস্তানকে দেয়া অনেক সুবিধাই তুলে নিচ্ছে সৌদি আরব। সম্প্রতি বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী ২০ দেশের সংগঠন জি-২০’র রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন ২০ রিয়ালের মুদ্রার পিছন দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসেবে দেখানো হয়েছে। আর এটিকে ভারতের প্রতি সৌদি আরবের ‘দিওয়ালি উপহার’ বলে কটাক্ষ করছেন পাক শাসিত কাশ্মিরের অ্যাকটিভিস্ট আইয়ুব মির্জা। আইয়ুব মির্জা তার টুইটে লেখেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে মুছে দেয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহার স্বরূপ!  সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকি...

আরও ১৬টি যুদ্ধবিমান ‘রাফাল’ পাচ্ছে ভারত

Image
  রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে আরও ১৬টি যুদ্ধবিমান ‘রাফাল’ পাচ্ছে ভারত। আগামী ৫ নভেম্বর তিনটি ‘রাফাল’ ভারতের হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছাবে। এগুলো ভারতীয় বিমান বাহিনীর ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রনে’ অন্তর্ভুক্ত হবে। এছাড়াও দেশটিতে জানুয়ারিতে তিনটি, মার্চে তিনটি ও এপ্রিলে সাতটি রাফাল পৌঁছাবে।  ভারতীয় বিমান বাহিনী সূত্র জানায়, ২১টি এক আসনবিশিষ্ট যুদ্ধবিমানের পাশাপাশি সাতটি দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ রাফালও ভারতের হাতে চলে আসবে। যুদ্ধবিমানগুলোর মধ্যে ১৮টি আম্বালায় রেখে তিনটিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা বিমানঘাঁটিতে পাঠানো হবে। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনছে ভারত। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সব বিমান ভারতে এসে পৌঁছনোর কথা রয়েছে। চতুর্থ প্রজন্মের ‘মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট’ রাফালে রয়েছে ইউরোপের মিসাইল প্রস্তুতকারী সংস্থা এমবিডিএ-র ‘ম্যাটিওর’ বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (দৃষ্টিশক্তির বাইরে আঘাত হানতে সক্ষম) এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাল্প’ এবং ‘হ্যামার’ (হাইলি অ্যাজা...

মিন্নিকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর

Image
  বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীকে আজ বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।  বরগুনার কারাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন আজ বিকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নীকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না। আজ বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন।  কারাধ্যক্ষ মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর ৫ জন আসামির বিষয়ে বলেন, তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। বিডি প্রতিদিন/আবু জাফর