Posts

Showing posts from June 11, 2019

ইয়েমেন খেকে ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব

Image
সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দু’টি ড্রোন সোমবার ভূপাতিত করেছে। ছবি: সংগৃহীত। সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দু’টি ড্রোন সোমবার ভূপাতিত করেছে। এদিকে ইরান মদদপুষ্ট এই বিদ্রোহীরা দেশটিতে তাদের হামলা জোরদার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণের খামিস মুশাইত এলাকা লক্ষ্য করে এ দুই ড্রোন থেকে হামলা চালানো হচ্ছিল। এতে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এর আগে বিদ্রোহীদের নিউজ আউটলেট আল-মাসিরাহ জানায়, তারা খামিস মুশাইতের পার্শ্ববর্তী কিং খালিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজাহ প্রদেশে হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিমান হামলা জোরদার করেছে বলে এসপিএ জানানোর পর এসব হামলা চালানো হয়। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান ও সৌদি আরবের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে হুতি ...

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফরে যাচ্ছেন

Image
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: রয়টার্স পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে কাল বুধবার ইরান সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘ ৪১ বছর পর এই প্রথম জাপানের কোনো প্রধানমন্ত্রী ইরান সফর করবেন। জাপানের সংবাদমাধ্যমের ইঙ্গিত, ইরান সফরের মধ্য দিয়ে আবে আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবেন। আর এই সূত্র ধরেই হয়তো বিশ্বের জটিল সব রাজনৈতিক বিতর্কে গ্রহণযোগ্য এক মধ্যস্থতাকারী হিসেবে জাপানের আবির্ভাব ঘটবে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফর করেন। এ সময় আবে তাঁর তেহরান সফরের পরিকল্পনার কথা বন্ধু ট্রাম্পকে অবগত করেছিলেন। ট্রাম্পের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় জাপানি পক্ষ সম্ভবত ধরে নিয়েছে, ওয়াশিংটন হয়তো আবের সফরকে স্বাগত জানাচ্ছে। মূলত, তখন থেকেই জাপানের প্রধানমন্ত্রীর ইরান সফর নিয়ে নানা রকম কানাঘুষা জাপানি সংবাদমাধ্যমে শুরু হয়; যদিও জাপান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু বলা হয়নি। ট্রাম্পের জাপান সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টোকিও এসেছিলেন। যুক্তর...