Posts

Showing posts from January 20, 2019

বিরোধীদের মহাজোট নেতিবাচক ও নড়বড়ে: মোদি

Image
কেন্দ্র থেকে বিজেপি সরকারের উৎখাত করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ‘মহাজোট’-কে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিমত এই মহাজোট একটা দুর্নীতিবাজ, নেতিবাচক এবং নড়বড়ে জোট-এরা মানুষকে ভুল বোঝাচ্ছে।  রবিবার দিল্লি থেকে গোয়া ও মহারাষ্ট্রের একাধিক লোকসভা কেন্দ্রে বিজেপির বুথস্তরের কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় মোদি বলেন, ‘মহাজোট হল একটা অদ্ভুত বন্ধন। এটা হল নাম করা মানুষ, স্বজনপোষণ, দুর্নীতিবাজ ও কলঙ্কিত, নেতিবাচক, নড়বড়ে ও বৈষম্যের জোট।’  বিরোধীদের মহাজোট প্রসঙ্গে মোদির মন্তব্য ‘ওরা বিভিন্ন দল নিয়ে জোট করেছে, আর আমাদের জোট রয়েছে দেশের ১৩০ কোটি মানুষের সাথে। আমরা মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর ওরা নিজেদের ছেলে-মেয়েদেরকে নিয়ে প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের কাছে অর্থ-ক্ষমতা রয়েছে, কিন্তু আামদের কাছে জনশক্তি রয়েছে। তারা তাদের পরিবারকে বাঁচাতে ব্যস্ত, কিন্তু আমরা দেশকে বাঁচাতে কাজ করে যাচ্ছি।’  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করেন মোদি। তাঁর অভিযোগ, ‘বিগত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে সহিংসতার প...

‘বেআইনি’ অনুপ্রবেশ! অসম সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল ভারত

Image
শনিবার করিমগঞ্জ সীমান্তে। ছবি: সংগৃহীত। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার জন্য শনিবার দক্ষিণ  অসমের  করিমগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জন  বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢুকে তাঁরা অসমে পৌঁছেছিলেন, এমনটাই জানিয়েছেন অসম পুলিশের মুখপাত্র। গত তিন বছর ধরে তাঁরা ভারতের বসবাস করছিলেন বলেও জানিয়েছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। শনিবার এই ২১ জন বাংলাদেশি নাগরিককে অসমের সুতারকণ্ডি-করিমগঞ্জ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-র হাতে তুলে দেওয়া হয়। বৈধ পাসপোর্ট ছাড়াই তিন বছর আগে তাঁরা ভারতে ঢুকেছিলেন বলে জানিয়েছে অসম পুলিশ। করিমগঞ্জ পুলিশ জানিয়েছে , ‘‘ধৃত বাংলাদেশিদের শিলচরের কাছাড় সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। সেখান থেকে বিশেষ বাসে করে তাঁদের নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সীমান্তে।’’ ধৃতদের মধ্যে ছ’জনকে অসমের কাছাড় জেলায় এবং ১১ জনকে অসমের করিমগঞ্জ থেকে ধরা হয় বলে জানিয়েছে পুলিশ। জেরায় জানা গিয়েছে, ধৃতেরা সিলেট এবং কিশোরগঞ্জের বাসিন্দা। ধৃতদের নাম নাসির হোসেন, আব্দুল ওয়...

ভারতে কর্মস্থলে নারীদের জন্য নামাজের ব্যবস্থা, পাচ্ছেন ছুটি

Image
প্রার্থনারত অবস্থায় দুই নারী। ফাইল ছবি, সংগৃহীত পার্কে বসে নারীদের নামাজ পড়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল ভারতের উত্তর প্রদেশের একটি শহর নয়ডা। শুক্রবার দেশটির পুলিশ বাইরে এসে নামাজ পড়তে বাধা দিলে এই উত্তেজনা দেখা দেয়। নোটিস দিয়ে পুলিশ জানায়, জনসাধারণের জন্য ব্যবহৃত এলাকায় যেন ধর্মীয় কার্যকলাপ না হয়। এমনকি শুক্রবারের নামাজও পড়া যাবে না। কোনও সংস্থার কর্মীরা এমনটা করলে সেই সংস্থাকেই কাঠগড়ায় তোলা হবে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়,  নয়ডা শহরের একটি সেক্টরে যখন এরকম অবস্থা, তখন সম্প্রীতির নজির গড়ে সেক্টর ৬৪-এর একটি পোশাক কারখানা। যেখানে প্রায় ৬০ জনেরও বেশি মুসলিম নারী কাজ করেন। কাজের পাশাপাশি নামাজ পড়তে তাদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য কারখানার ছাদে আলাদা জায়গা করে দিয়েছেন মালিক। শুধু তাই নয়, প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দেওয়া হয় মুসলিম কর্মীদের। যাতে তারা নামাজ পড়তে পারেন। পুরুষ ও নারীদের নামাজের জন্য কারখানার ছাদে দুটি আলাদা অংশ রয়েছে। মালিকের বক্তব্য, কর্মক্ষেত্রে যাতে কর্মীদের মন ভাল থাকে এবং তারা যেন হাসিখুশি থাকেন, সেই প্রয়াসই কর...

ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো ভয়ঙ্কর কে-৯ বজ্র

Image
সামরিক শক্তি বৃদ্ধিতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো আরও এক নতুন সদস্যে কে-৯ বজ্র ট্যাঙ্ক। এই অস্ত্রের বিশেষত্ব কী, কতটাই বা শক্তিশালী এক নজরে দেখে নেওয়া যাক। দেশীয় প্রযুক্তিতে এই ট্যাঙ্কটি তৈরি হয়েছে গুজরাতে লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)-র হাজ়িরার প্ল্যান্টে। ট্যাঙ্ক তৈরিতে ৫০ শতাংশ দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার হানওয়া টেক উইন সংস্থার সঙ্গে যৌথ ভাবে ‘মেক ইন ইন্ডিয়া’র ব্র্যান্ডের অধীনে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্ক। ১০০টি ট্যাঙ্ক বানানোর অর্ডার পেয়েছে এল অ্যান্ড টি। যার মধ্যে ১০টি দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে। বাকি ৯০টি দেশেই তৈরি করবে সংস্থাটি। হাজ়িরা ছাড়াও সংস্থার পুণের তালেগাঁও প্ল্যান্টে তৈরি করা হচ্ছে এই ট্যাঙ্ক। প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রোজেক্ট এটি। ১৫৫ মিলিমিটার/৫২ ট্র্যাকড সেলফ প্রপেলড এই ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়ার কে-৯ থান্ডারের আদলে তৈরি। কে-৯ বজ্র বিশ্বের সবচেয়ে ঘাতক ট্যাঙ্কগুলোর মধ্যে একটি। শক্রুকে খুঁজে খুঁজে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এতে। এই ট্যাঙ্ককে ‘সেলফ প্রপেলড হোভারক্রাফ্ট গান’ও...