Posts

Showing posts from September 16, 2017

এই মাত্র ১০টি যুদ্ধ বিমান,৭টি যুদ্ধজাহাজ মিয়ানমারে,,অবৈধ হেলিকপ্টার প্রবেশে গর্জে উঠেছে বাংলাদেশ

Image
3:42 এই মাত্র ১০টি যুদ্ধ বিমান,৭টি যুদ্ধজাহাজ মিয়ানমারে,,অবৈধ হেলিকপ্টার প্রবেশে গর্জে উঠেছে বাংলাদেশ। Bd Pop Live Video

১৮ সেপ্টেম্বর রাঙামাটি-খাগড়াছড়িতে হরতাল !

Image
                                প্রকাশের সময়: সেপ্টেম্বর 15, 2017                        রবিউল হত্যাকারিদের গ্রেফতার দাবিতে দুই সংগঠনের খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিন্ধুকছড়ি ইউনিয়নে নিহত রবিউল এর হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর দোয়া দিবস ও কালো পতাকা উত্তোলন, ১৭ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি পেশ এবং ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল- সন্ধ্যায় হরতাল কর্মসূচী আহব্বান করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটি। নিহত রবিউলকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের গুইমারা উপজেলার নিবেদিত একজন একনিষ্ঠ কর্মী দাবি করে এক বিবৃতিতে,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূইঁয়া ,পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশ...

টেকনাফ এখন ‘রোহিঙ্গা শহর’/প্রথম আলো

Image
শাহপরীর দ্বীপ থেকে ট্রাকে করে টেকনাফ শহরে এসে পৌঁছেছে রোহিঙ্গারা। গতকাল বিকেলে টেকনাফ বাসস্ট্যান্ড থেকে তোলা ছবি l প্রথম আলো আশীষ-উর-রহমান ও গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার) থেকে কক্সবাজার থেকে সাগরের সৈকত ঘেঁষে টেকনাফ পর্যন্ত নির্মিত হয়েছে ‘মেরিন ড্রাইভ’। এই সড়কের পাশে ঝাউবনের ছায়ায় ছায়ায় ত্রিপল ও প্লাস্টিক শিট দিয়ে একটি-দুটি করে ঝুপড়িঘর তৈরি শুরু করেছে রোহিঙ্গারা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত কক্সবাজারের টেকনাফ শহর এবং তার পার্শ্ববর্তী উখিয়া এখন এক অর্থে রোহিঙ্গা শহরে পরিণত হয়েছে। শত শত রোহিঙ্গা অপেক্ষা করছে পথের পাশে। পর্যটকদের গাড়ির গতি একটু মন্থর হলেই দল বেঁধে শিশু-নর-নারী ছুটে এসে ছেঁকে ধরছে সাহায্যের জন্য। রোহিঙ্গাদের চাপে এককথায় টেকনাফ শহর নিজেই এখন বিপন্ন। প্রতিদিন ভোর থেকে হেঁটে অথবা ট্রাক, পিকআপ, জিপ (চান্দের গাড়ি), অটোরিকশা, ইজিবাইকে করে হাজার হাজার রোহিঙ্গা আসতে থাকে শহরে। দক্ষিণে শাহপরীর দ্বীপ এখন রোহিঙ্গাদের বন্দরে পরিণত হয়েছে। আট শর মতো জেলে নৌকা এখন মাছ ধরার বদলে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আনার ব্যবসায় লেগেছে। গভীর রাত অবধি চলছে এই পারাপার। একজন কর্মকর্...

সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সৌদি আরবের আওয়ামিয়া শহর /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
গত মে মাস থেকে সৌদি আরব নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দেশটির আওয়ামিয়া শহর। দুই গ্রুপের সংঘর্ষে এ পর্যন্ত সাধারণ নাগরিকসহ বহু মানুষ হতাহতের শিকার হয়েছে। আওয়ামিয়া শহরের যেকোনো দৃশ্য দেখলে এখন মনে হয় সেটি ইরাক বা সিরিয়ার কোনো দৃশ্য। শহরটি বর্তমানে বাইরের লোকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি অনুমতি পায় সংবাদ সংস্থা বিবিসি। বিবিসির সংবাদদাতা স্যালি নাবিলকে আওয়ামিয়া শহরে নেয়া হয় নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যানে করে। বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে শহরের ধ্বংসযজ্ঞ তুলে ধরা হয়েছে। সৌদি সরকার বলছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু নিরাপত্তা নিয়ে এখনো উত্তেজনা আছে। তবে আওয়ামিয়াতে বসবাসরত শিয়া সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে তাদের বিরুদ্ধে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে আসছে। মে মাসে প্রকল্প চালুর জন্য নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করলে শিয়া গোষ্ঠীগুলো আপত্তি জানায়। কিন্তু তাতে কোনো গুরুত্ব না দিয়ে জোরপূর্বক উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ শিয়াদের। সরকার ও শিয়াদের দ্বন্দ্বের কারণে বিষয়টি সহিংসতায় রূপ নেয়। ফলে সাধারণ নাগরিকসহ বহু হতাহত হয়। ...

মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন /অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন। দেশের উত্তর-পূর্বের তাইজিং প্রদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ চায়না হেলিকপ্টার এক্সপোতে প্রথম দেখান হল হেলিকপ্টার এভি৫০০ডব্লিউ- কে।হেলিকপ্টার তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না। এ ব্যাপারে এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত আগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এটি। এমনকি, যেকোন স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি। চলতি বছরের মধ্যে এই হেলিকপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন। ২০১৮ থেকে এটি বিদেশে বিক্রি শুরু হবে বলেও জানানো হয়েছে। এছাড়া, মানববিহীন যুদ্ধ হেলিকপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার। সূত্রের খবর, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার। উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের কাছে শুধুমাত্র মানবহীন যুদ্ধ হেলিকপ্টার রয়েছে। সেই তালিকায় নয়া সহযোজন চীন৷ বিশেষজ্ঞরা বলছেন, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এটি। এ...

ফের আকাশসীমা লঙ্ঘন করল মিয়ানমার /অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের দায়ে বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয় বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও আজ ১৫ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

আমাকে কিডনি উৎসর্গ করে বাঁচিয়ে রেখেছে রাইসা: সেলেনা /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
                                                                         সংগৃহীত ছবি                                                                              সেলেনা গোমেজ। নামকরা পপস্টার। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। দিয়েছে এক বিশাল স্ট্যাটাস। যেখানে সেলেনা লিখেছেন, কিডনি প্রতিস্থাপনের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। লুপাস রোগে আক্রান্ত সেলেনা কিছুদিন আগে নিজের কিডনি প্রতিস্থাপন করেছেন। আর তাকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছেন ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসা। রাইসা নিজেও একজন অভিনেত্রী। তিনি ‘দ্যা সিক্রেট লাইফ অফ দ্যা আমেরিকান টিনেজার’ ছ...

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক /অনলাইন ডেস্ক/বিডি-প্রতিদিন

Image
                               বামে মিনজাইয়ার এবং ডানে তার সহকারী হকুন লাট। ছবি সংগৃহীত। টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি।শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ওও এবং তার সহকারী হকুন লাট। তারা দু'জনেই জার্মানি ভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয়নি। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ম্যাগাজিনটি। কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত বড়ুয়া বলেছেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করায় তারা অভিবাসন নীতি লঙ্ঘন করেছেন। তিনি আরও বলেন, তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছিল। অভিযোগ প্রমাণ প্রমাণিত হলে তাদের ৭ বছরের কারাদণ্ড হ...

বিশ্বের চোখেই নিষ্ঠুর গণহত্যা /কূটনৈতিক প্রতিবেদক/বিডি-প্রতিদিন

Image
                     নিবন্ধনের জন্য গতকাল কুতুপালংয়ে রোহিঙ্গা নারীদের দীর্ঘ লাইন -----ছবি : রোহেত রাজীব ও জয়ীতা রায়   রোহিঙ্গা গ্রাম পোড়ানোর প্রমাণ অ্যামনেস্টির হাতে, ইউটিউব ও মিডিয়াতে নৃশংসতার ছবি, আরও ধ্বংসযজ্ঞের আশঙ্কা এইচআরডব্লিউর, মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-নির্যাতন অগ্রহণযোগ্য : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িতে আগুন দেওয়ার স্যাটেলাইট দৃশ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় ব্যাপকভাবে এ ছবি প্রচার করে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘পরিকল্পিতভাবেই’ রোহিঙ্গা মুসলিমদের গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে।মানবাধিকার সংস্থাটির তথ্য, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্মূলের জন্য ‘স্কর্চড আর্থ’ কৌশল অবলম্বন করে একের পর এক জনপদ জ্বালিয়ে দিচ্ছে। যারা পালাতে চাইছে তাদেরও গুলি করে হত্যা করা হচ্ছে। এর আরও প্রমাণ আছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের ভাষায় এই ‘গণহত্যা’কে জাতিসংঘ ইতিমধ্যেই ‘জাতিগত নিধন’-এর নিকৃষ্ট উদাহরণ হিসে...

মাদার অব হিউম্যানিটি /কূটনৈতিক প্রতিবেদক/বিডি প্রতিদিন

Image
উখিয়া থেকে কুতুপালংয়ের রাস্তা। এটি রোহিঙ্গাদের সবচেয়ে বড় ক্যাম্পের রাস্তা।দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। তারা অপেক্ষা করছে একজন ‘মাদার অব হিউম্যানিটি’ (মানবতার জননী)-কে স্বাগত জানানোর জন্য। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বর্ণনা লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল ফোর টেলিভিশনের। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তার বর্ণনা করতে গিয়েই এই বিশেষণ ব্যবহার করেছেন চ্যানেল ফোরের এশিয়া করেসপনডেন্ট জনাথন মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে চ্যানেল ফোরের এই সংবাদ ভিত্তিক ভিডিওটি। অবশ্য চার লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করায় পরে আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে একই বিশেষণ দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোরের এই সংবাদ ভিডিওতে বলা হয়, ‘মাদার অব হিউম্যানিটি’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে প্রত্যেকের কাহিনী শোনেন মনোযোগ দিয়ে। হাত দিয়ে জড়িয়ে রাখেন আনাসকে। মিয়ানমার আর্মির গুলিতে আরাকানের লাবানা গ্রামের নয় বছর বয়সী আনাসের নাক ক্ষতবিক্ষত। এই আনাসকে...

মার্কিন যুদ্ধবিমানে থাকবে বিধ্বংসী ‘লেজার গান’ /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
‘লেজার গান’কে বাস্তবে ব্যবহার করার মত প্রযুক্তি আবিষ্কার করে ফেলল আমেরিকা। ওয়াশিংটনের খবর, ২০২০ সালের মধ্যে মার্কিন বিমান বাহিনী তাদের বিমানে লেজার গান-সহ অন্যান্য মারণাস্ত্র লাগানোর কাজ সেরে ফেলবে। এই লেজার গান থেকে ১৫০ কিলোওয়াটের বিদ্যুৎতরঙ্গে শত্রুর উপর বর্ষিত হবে। এখন মার্কিন সেনা যে সমস্ত বৈদ্যুতিক হাতিয়ার ব্যবহার করে তার থেকে দশগুণ ছোট এই নতুন অস্ত্রের মারণক্ষমতা হয়ে অন্তত কয়েকগুণ বেশি। নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জ গ্রাউন্ডে এই অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার চলছে। থার্ড জেনারেশন প্রোটোটাইপ এই অস্ত্রের আকৃতি ১.৩ মিটারx ০.৪ x ০.৫ মিটার। সিঙ্গেল লিথিয়াম ব্যাটারি প্যাকে চলা এই হাতিয়ার বানাতে গত কয়েকছর ধরেই ‘ডিএআরপিএ’ লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অস্ত্রটির পোশাকি নাম- ডিরেক্টেড এনার্জি উইপেন্স পডস। আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন যুদ্ধবিমানে এই অস্ত্র ব্যবহার করা হবে। শুধু মনুষ্যচালিত বিমানেই নয়, যন্ত্রচালিত ছোট বিমান বা ড্রোনেও লাগানো হবে লেজার গান। যুদ্ধরীতি সংক্রান্ত এক আলোচনাসভায় যোগ দিতে এরকমটা দাবি করলেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল হক সিরলিসলে। তিনি বলেন...

রোহিঙ্গাদের দুর্দশায় উদ্বিগ্ন মমতা / দীপক দেবনাথ, কলকাতা /বিডি-প্রতিদিন

Image
নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আশা রোহিঙ্গা মুসলিমদের দুর্দশার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে এই বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের সাহায্য করার আবেদনকেও সমর্থন জানিয়েছেন তিনি। শুক্রবার ট্যুইট করে তিনি জানান, ‘রোহিঙ্গাদের সাহায্য করার ব্যাপারে জাতিসংঘ যে আবেদন রেখেছিল আমরা তাকে সমর্থন করি। আমরা বিশ্বাস করি যে, সব মানুষই সন্ত্রাসবাদী নয়। আমরা এই বিষয়টি নিয়ে সত্যিই খুব উদ্বিগ্ন’। মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায় জাতিসংঘ। গত মঙ্গলবার নিউইয়র্কে জতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক জানান, ‘যেসব রোহিঙ্গাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যে সমস্ত তথ্য ও ছবি আমাদের কাছে এসেছে তা সত্যিই হৃদয় বিদারক ঘটনা। আমি মনে করি, আন্তর্জাতিক সম্প্রদায়কে সব রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে এই চলমান সংকট মোকাবিলা করা উচিত। যারা সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে তারা খুবই অসহায়...

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে হস্তক্ষেপ চায় না রাশিয়া /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

Image
  রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গণহত্যা চলছে বলে বিশ্বের একাধিক দেশ ও গণমাধ্যম দাবি করেছে।মিয়ানমারে হস্তক্ষেপের মাধ্যমে এ গণহত্যা বন্ধেরও দাবি জানিয়েছেন অনেকে। কিন্তু তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। গত ২৫ আগস্ট থেকে রাখাইনের গ্রামের পর গ্রামে আগুন লাগিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। রাজ্যটির প্রায় ২০০ গ্রাম এখন জনশূন্য। রাখাইন রাজ্যের শত শত মুসলিম সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন। সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। পুরো বিষয়টিকে 'আন্তঃধর্মীয় সংঘাত' বলে আখ্যা দিয়েছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারে ভীষণ আন্তঃধর্মীয় সংঘাত চলছে। এ সময় বাইরের কোনো হস্তক্ষেপ সেই সংঘাতকে আরও শোচনীয় করতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সেখানকার আন্তঃধর্মীয় বিবাদ আবার ফিরিয়ে আনতে পারে। এক্ষেত্রে আমরা রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন স...