Posts

Showing posts from June 16, 2020

করোনার মধ্যেই ফাইভ জি চালুর পরিকল্পনা চীনের/৯ জুন, ২০২০ ১৪:১০

Image
চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এই করোনা মহামারীর মধ্যেই চলতি বছরই ফাইভ জি স্টেশন চালুর পরিকল্পনা করছে চীন। দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের শেষদিকেই ফাইভ জির অন্তত ৬ লাখ বেস স্টেশন স্থাপন করবে চীন। যেখান থেকে সেবা পাবে চীনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর। বর্তমানে দেশটিতে আড়াই লাখ ইউনিট কাজ করছে। সেবা পাচ্ছে ৩ কোটি ৬০ লাখ মানুষ। বর্তমানে সপ্তাহে ১০ হাজার নতুন স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে চীন সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলে চীনে ৭০ লাখ বেড়েছে ফাইভ জি প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে ফাইভ জি প্রযুক্তির বিশ্বনেতা কাজ করছে টেলিকম কোম্পানি হুয়াউয়ে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান কাদেরের

Image
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফুল ফল ফসল হাসি আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াসের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করি। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংক্রমণ না লুকিয়ে রেখে সাথে সাথে নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে বলেন, এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে...

নতুন গবেষণায় চাঞ্চল্য, কয়েক ডজন গ্রহে রয়েছে উন্নত প্রাণের অস্তিত্ব!

Image
প্রতীকী ছবি এই অসীম মহাবিশ্বে আমরা একা নই। মিল্কিওয়ে ছায়াপথেই রয়েছে আমাদের অন্তত কয়েক ডজন প্রতিবেশী। শুধু আমরা রয়েছি একটু ছাড়া ছাড়া ভাবে। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এমনটাই জানা গেছে। একমাত্র বুদ্ধিমান প্রাণী হওয়ার অহঙ্কার আর পৃথিবীর মানুষ করতে পারবে না। অন্তত কয়েক ডজন গ্রহের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন যেখানে মানুষের মতো বা তার থেকেও উন্নত ও বুদ্ধিমান প্রাণী বসবাস করার সম্ভাবনা রয়েছে। অন্য গ্রহে প্রাণের সন্ধানের গবেষণা অনেকদিনের। তার থেকেও পুরনো কল্পনা। গ্রহান্তরের জীব নিয়ে মানুষের কল্পনা চিরকালই লাগামছাড়া। এখনও মহাশূন্যের দিকে তাকিয়ে বহু মানুষই মাঝে মধ্যে দেখে ফেলেন উড়ন্ত চাকি, বা অভূতপূর্ব আলোকরেখা। কিন্তু নির্দিষ্ট ভাবে কোনও গবেষণাই আজ পর্যন্ত বলতে পারেনি যে ‘আছে’। পৃথিবী ছাড়াও অন্য গ্রহে প্রাণ রয়েছে এমন নিশ্চয়তা দিতে পারেননি বিজ্ঞানীরা। কিন্তু নটিংহ্যাম ইউনিভার্সিটির গবেষকরা আমাদের জানাচ্ছেন আমাদের ছায়াপথে অন্তত ৩০ টি গ্রহে রয়েছে বুদ্ধিমান প্রাণীর বাস। তাদের সঙ্গে পৃথিবীর দূরত্বটা একটু বেশি এটুকুই যা। প্রতিবেশীরা গড়ে ১৭,০০০ আলোকবর্ষের দূরত্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু এযাবৎকাল...

ইরাকের ৮০ স্থানে একযোগে বিমান হামলা চালাল তুরস্ক

Image
ফাইল ছবি ইরাকের পিকেকের আস্তানায় এবার হামলা চালিয়েছে তুরস্ক। ২০১৫ থেকে চলে আসা সংঘাতের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়। তবে এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে আঘাত আনে তুরস্কের জঙ্গী বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ হামলার কথা জানিয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দেহভাজন কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

চাপে পড়ে ২ ভারতীয় দূতাবাসকর্মীকে মুক্তি দিল পাকিস্তান

Image
দিনভর টানাপড়েনের পর ভারতীয় দূতাবাসের দুই কর্মী মুক্তি পেলেন পাকিস্তানে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের। ওই দুই কর্মীর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কারণে তাদের আটক করা হয়েছিল তা নিয়ে এখনও জল্পনা চলছে। দিল্লির সাউথ ব্লক সূত্রে জানা গেছে, ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানায় ওই দুই ভারতীয়কে রাখা হয়েছিল। সেখান থেকে হাইকমিশনের দূরত্ব ২ কিলোমিটার। দিনভর তা নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েনের পর, সেখানকার হাইকমিশনের দুই কর্মকর্তা তাদের ছাড়াতে পৌঁছান। কাগজপত্রে সইসাবুদ মিটলে সেখানেই তাদের হাতে আটক দু’জনকে তুলে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত সিআইএসএফ-এর দুই কর্মী অফিস গাড়ি নিয়ে বার হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা গন্তব্যে পৌঁছাননি। সকাল ৮টার পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সেই খবর দিল্লিতে পৌঁছনো মাত্র ভারতের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। বিষয়টি নিয়ে পাকিস্তান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বেলা বাড়লে জানা যায়, নিখোঁজ হওয়...