দুবাইয়ের ভারতীয়র হাতে ৫৫ দেশের দু’হাজার রকমের মুদ্রা
চোখে পড়ার মতো বা একটু আলাদা কোনও কয়েন বা নোট পেলে আপনিও হয়তো জমিয়ে রাখেন, কিন্তু তা বলে সেই সংগ্রহ ২ হাজারে পৌঁছতে সত্যিই সাধনার প্রয়োজন। আর সেটাই করে দেখিয়েছেন পুরুষোত্তম মুখি। শুরুটা হয়েছিল ১২ বছর বয়সে, এখন তিনি ৮৫। দুবাই য়ে অনাবাসী ভারতীয় পুরুষোত্তম মুখির সংগ্রহে এখন রয়েছে দু’হাজার রকমের কয়েন। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের, বিভিন্ন সময়কার নোট। দুবাইয়ে সুগন্ধি ও কাপড়ের দোকানের মালিক মুখি ৫৫টি দেশ ঘুরেছেন। ১৯৪০ থেকে তিনি ইউরোপিয় বিভিন্ন দেশের কয়েন ওব্রটিশ শাসনকালে ভারতীয় মুদ্রাও সংগ্রহ শুরু করেন পুরুষোত্তম। ১৯৭৮ সালে ভারত থেকে দুবাই চলে যান। সেখানে গিয়েও তাঁর সংগ্রহ বাড়াতে থাকেন। পুরুষোত্তমের কাছে ১৯৬০ সাল থেকে বাহারিনে ও ১৯০০ গোড়ার দিক থেকে ভারতীয় সব নোট রয়েছে। এমনকি তাঁর কাছে আরব আমির শাহি ও পাকিস্তানের প্রথম দিককার অনেক নোটও রয়েছে। আরও পড়ুন : মুখ খুলে কয়েন খেয়ে নিচ্ছে ‘অদ্ভুত’, ইন্টারনেটে ভাইরাল টাকার ব্যাগ আরও পড়ুন : লন্ডনে হবে বিশ্বের প্রথম ‘৩৬০ ডিগ্রি সুইমিং পুল’ আরও পড়ুন : পশু-পাখি ছাড়া থ্রি-ডি হলোগ...