Posts

Showing posts from August 20, 2019

ইতালির মিলানে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

Image
প্রবাসের ব্যস্ত ও কর্মময় জীবনের পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে করে তুলে উজ্জীবিত। কাজের ক্লান্তি দূর করে খেলাধুলা। সেখানে তরুণ প্রবাসীদের অক্লান্ত প্রচেষ্টায় ইতালির তোরিনোতে প্রথমবারের মতো আয়োজন করা হয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসে তরুণদের খেলাধুলার মাধ্যমে এমন সুন্দর আয়োজনের জন্য স্থানীয় প্রবাসী তরুণরা ধন্যবাদ জানান এবং আগামীতেও এই ধরণের খেলাধুলার উদ্যোগে সবাই এগিয়ে আসবেন ও সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। ভয়েজ অব তোরিনো এর উদ্যোগে টিফিএল ক্রিকেট টুর্নামেন্ট মোট চারটি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় লাল দলের অধিনায়ক বাদল হাওলাদার এর নেতৃত্বে খেলতে নেমে সাদা দলের অধিনায়ক রাকিব গৌড়ার দলকে পরাজিত করেন। দ্বিতীয় খেলায় নীল দলের অধিনায়ক রাজু ভূঁইয়ার নেতৃত্বে মাঠে খেলতে নেমে সবুজ দলের অধিনায়ক কামাল হোসাইন এর দলকে পরাজিত করেন। ফাইনাল খেলায় লাল দল প্রতিদ্বন্দ্বিতা করে নীল দলের সাথে। প্রথমে ব্যাট করতে নেমে নীল দল নির্ধারিত ওভারে ১৩০ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে লাল দল ৫ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  টুর্নামেন্টের আয়োজক কামরুল...

এক রুইয়ের ওজন ২০ কেজি

Image
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ২০ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে জেলেরা মাছটি ধরেন। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা রুই মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার ও বাসু হালদার। প্রতিদিনের মতো সোমবার রাতেও তাঁরা নদীতে জাল ফেলেন। প্রথম দিকে দুই-একটি ইলিশ ও অন্যান্য মাছ ছাড়া তেমন কিছুই পাননি। এরপর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথের মাঝামাঝি এলাকায় জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। পরে আজ ভোর ৫টার দিকে ওই রুই মাছটি ধরা পড়ে। চান্দু মোল্লা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি দরদাম করে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। প্রথম দিকে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। আশা করছিলেন কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বেশি দাম পেলে মাছটি বিক্রি করবেন। কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন আলামিন ইসলাম। সকালে ঘটে মাছ বাঁধা দেখে এগিয়ে যান তিনি। প্রথম আলোকে আলামিন বলেন, ‘এত বড় রুই মাছ একনজর দেখতে এগিয়ে এলাম। সাধারণত এত ব...