Posts

Showing posts from May 11, 2022

পাকিস্তানি রুপির নাজেহাল দশা, রেকর্ড দাম পতন

Image
  সংগৃহীত ছবি এক ডলার কিনতে লাগছে ১৯০ পাকিস্তানি রুপি। এমন দিন এর আগে কখনও পাকিস্তানি মুদ্রার দেখতে হয়নি বলেই শোনা যাচ্ছে।  বুধবার পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাওয়া গেছে ১৯০.১০ রুপি। পাকিস্তান এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর পারাচা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদেশি মুদ্রার মজুদের বিষয়ে চাপ দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের এ বছর ১০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে... এখনই ব্যবস্থা না নিলে রুপির ওপর আরও চাপ বাড়বে।’ তেল আমদানির উচ্চ বিল পরিশোধ করতে গিয়ে রুপির ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাবিব গ্রুপের পরিচালক আহসান মেহান্তি। ইমরান খানের সরকারের পতনের পর থেকে দ্রুতই কমতে থাকে পাকিস্তানি মুদ্রার মান। এই পরিস্থিতি চলতে থাকলে পাকিস্তানি রুপির দাম আরও কমতে পারে বলে শঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা। অবশ্য পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, নিয়ন্ত্রণহীন আমদানি আর বিপরীতে নিম্নমুখী রপ্তানির কারণেই কমছে রুপির মান। সূত্র:  ডন বিডি প্রতিদিন/নাজমুল

দেশের কোথায় কখন কোন আম পাড়া হবে

Image
  আম ফাইল ছবি রাজধানীর বাজারে দিন কয়েক হলো পাকা আম আসতে শুরু করেছে। এই আমের বেশির ভাগই আসছে দক্ষিণের জেলা সাতক্ষীরা ও তার আশপাশের এলাকা থেকে। আমের জন্য বিখ্যাত উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ। এই জেলাগুলোর মধ্যে নওগাঁর আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাজশাহীতে কাল বৃহস্পতিবার সময় নির্ধারণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে আম সংগ্রহের সম্ভাব্য সময় বলে দেওয়া হচ্ছে। দেশে মৌসুমের শুরুর দিকে আম আসে মূলত সাতক্ষীরা থেকে। এবার এ জেলায় আম পাড়ার দিন নির্ধারণ করা হয় ৫ মে থেকে। এ সময় গোপালভোগ, বোম্বাই, লতা ও গোবিন্দভোগ জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম। বিজ্ঞাপন বিজ্ঞাপন নুরুল ইসলাম বলেন, ১৬ মে থেকে হিমসাগর আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। ২৪ মে থেকে ল্যাংড়া এবং আগামী ১ জুন থেকে আম্রপালি জাতের আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিপুল পরিমাণ আম উৎপাদিত হয়। এবারও সেখানে আমের ভালো ফলন হয়েছে। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৫ মে থেকে গুটি বা স্থানীয় ...

গতিপথ পাল্টে আরও শক্তিশালী হচ্ছে ‘অশনি’

Image
  গতিপথ পরিবর্তন করে আরও শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ওড়িশা উপকূলের খুব কাছে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা।  ভারতের আবহাওয়া দফতর বলছে, আবারও গতিপথ পরিবর্তন করে বঙ্গোপসারে অবস্থান করা শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি কাকিন্দা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আবারও গতিপথ পাল্টে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনম উপকূলে আঘাত হানবে বলে সতর্ক করা হয়েছে। খবর এনডিটিভি, এপিবি লাইভ'র।  এর আগে ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকে কাকিন্দা উপকূলে আঘাত হানার শঙ্কায় সেখানে ১০ নম্বর সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।   এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, বিশাখাপটনম, পূর্ব ও পশ্চিম গোদাবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় রের্ড এলার্ট জারি করা হয়েছে। এ সময় ভারি বৃষ্টি ও বাতাসের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।  এদিকে ঘ...