Posts

Showing posts from February 11, 2019

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত ইরান

Image
ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ীর ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ছবি: সংগৃহীত। ইসলামি বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হল ইরান। আজ (সোমবার ) ইরানের ইসলামি বিপ্লবের বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে দেশটিতে আজ বিশাল মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে দেশটির প্রায় কোটি মানুষ অংশ নিবেন। এছাড়া সারা দেশজুড়ে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর আগে গতরাত ৯ টা নাগাদ সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ীর ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আরো পড়ুন:  চলতি মাসে ব্রেক্সিট ইস্যুতে ফের ভোট দিতে পারেন এমপিরা ইরানের বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনীসহ দেশটির বিভিন্ন নেতা ও ব্যক্তিত্বরা মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। ৪০ বছর পূর্তি উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শিগগিরই বক্তব্য দিবেন। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির...

ভারতের বাজারে উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক স্পোর্টস শু! চমকে দিল শাওমি

Image
ছবি: টুইটার ইলেকট্রনিক ডিভাইস ও গ্যাজেটের পর স্মার্ট জুতো ব্যবসায় আগেই নাম লিখিয়েছিল  চিনা  ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা  শাওমি । এ বার পুরুষদের জন্য শাওমি নিয়ে এল স্পোর্টস শুয়ের দ্বিতীয় সংস্করণ। এই  জুতোয়  রয়েছে এমন সব যন্ত্রাংশ, যা দিয়ে কত পথ অতিক্রান্ত হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে। সূত্রের খবর, নতুন জুতোয় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতো। এই জুতোর সঙ্গে শাওমির ‘মি ফিট’ অ্যাপের লিংক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। আপাতত শাওমির ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে এই জুতো পাওয়া যাবে। পরবর্তীতে অনলাইনে ও রিটেইল মার্কেটেও নিয়ে আসা হবে এই জুতোকে। আপাতত এই জুতোর দাম ঠিক করা হয়েছে ২৪৯৯ টাকা। এই জুতোগুলি ধাক্কা, হোঁচট ও পা পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে বলে দাবি করা হয়েছে শাওমির তরফে। Mi India ✔ @XiaomiIndia We know you look for the best in everything. The time has come to put your best foot forward with Mi Men's Sports Shoes 2. ...

রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন: মঙ্গলে দৈত্যাকার রোভার পাঠাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি

Image
রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। মঙ্গলে এই রোভার পাঠাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ছবি সৌজন্যে: ইএসএ। আমাদের প্রতিবেশী ‘লাল গ্রহ’  মঙ্গলে  নতুন রোভার মহাকাশযান পাঠাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ বা ‘এসা’)। আগামী বছর। যা মঙ্গলে পৌঁছবে ২০২১-এ। ইএসএ জানিয়েছে, এখনও পর্যন্ত যত রোভার পাঠানো হয়েছে মঙ্গলে, এটি তাদের মধ্যে বৃহত্তম। রোভারটির নামকরণ করা হয়েছে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হওয়া এক বিশিষ্ট ইংরেজ মহিলা বিজ্ঞানীর নামে। ‘রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন’। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও রাশিয়ান স্পেস এজেন্সি ‘রসকসমস’ মঙ্গলে যৌথ ভাবে পাঠাচ্ছে ওই রোভার। জীবদেহের গঠনগত ও কার্যগত একক ডিঅক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ)-এর গঠন আবিষ্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোজালিন্ডের। যদিও তিনি কোনও দিন নোবেল পুরস্কারের জন্য মনোনীত হননি। অথচ, তাঁর দেখানো পথেই ডিএনএ-র ডাব্‌ল হেলিক্স (প্যাঁচানো মইয়ের মতো সজ্জা) মডেল দেওয়ার জন্য যৌথ ভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন জন বিজ্ঞানী। সেই হতভাগ্য ইংরেজ মহিলা বিজ্ঞানীকেই সম্মান জানাতে অভিনব পন্থা বেছে নিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। রোজালিন্ডের নামেই নামকরণ কর...

৭ দিনই বাঁচুক, শিশুর অঙ্গদানে সায় মা-বাবার

Image
মেয়ের সঙ্গে ক্রিস্টা ডেভিস গর্ভাবস্থার ১৮ সপ্তাহে জেনেছিলেন দুঃসংবাদটি। যে সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা, জন্মের পরে সাকুল্যে আধ ঘণ্টা বাঁচবে সে। টেনেসির ক্রিস্টা ডেভিস ও তাঁর প্রেমিক ডেরেক লভেটকে চিকিৎসকেরা জানান, বিরল রোগে আক্রান্ত ক্রিস্টার গর্ভস্থ সন্তান। যে কারণে তার মস্তিষ্ক ও করোটির কিছুটা অংশ তৈরি হবে না কখনওই। সামনে দু’টি পথ। সময়ের আগেই শিশুটির প্রসব করানো। নয়তো, শেষ পর্যন্ত অপেক্ষা করে জন্মের পরে তার অঙ্গদান করা। দ্বিতীয় পথটাই বেছে নেন হবু বাবা-মা। ক্রিস্টা বলেছেন, ‘‘চিকিৎসকেরা বলেই দিয়েছিলেন, নাড়ি কাটার পরে ও এক ঘণ্টাও বাঁচবে না। আমরা ঠিক করি, যদি মেয়েকে বাড়ি না-ও নিয়ে যেতে পারি, ওকে পৃথিবীতে আনবই। মা হিসেবে খুব কঠিন ছিল সেই সিদ্ধান্ত।’’ বড়দিনের সময়ে জন্মায় রায়েলি। বাঁচবে না, এমনটা ধরে নিয়েই নাড়ি কাটার আগে ৩০ মিনিট অপেক্ষা করেন চিকিৎসকরা। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে, বাবা-মা’কে অবাক করে জন্মের পরে একাই শ্বাস নিতে থাকে খুদে। ছ’ঘণ্টা বাদে প্রথম বার চিনি-জল খায়। পরের দিন থেকে কৌটোর দুধ। মায়ের কথায়, ‘‘শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও ও লড়ে গিয়ে...

গভীর সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ, ৮০ বছরের পুরনো রহস্যের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা

Image
এমেলিয়া ইয়ারহার্ট। অতলান্তিক মহাসাগরের পথে পাড়ি দেওয়া প্রথম মহিলা বিমানচালক। ১৯৩২  সালে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর নাম। মাত্র ৩৯ বছর বয়সে বিমান-সহ আচমকা উধাও হয়ে যান তিনি। কোথায় গেলেন ইয়ারহার্ট? গত ৮০ বছর ধরে তুমুল জনপ্রিয় ওই বিমানচালকের খোঁজ চলছে

বাংলা ভাষার প্রেমেই মেলায় রুশ শিক্ষিকা

Image
থোক থোক হলুদ-সাদা ফুলের একটা সমুদ্র ঘিরে ফেলেছে যেন! তার মাঝখানে ঈষৎ থতমত সদ্য যুবক। ‘এ কী! একটা হলুদ পাঞ্জাবি পরতে পারিসনি?’ কপট রাগে ঝাঁঝিয়ে উঠছে বাসন্তীরঙা শাড়ি। ফি-বছরই বইমেলায় এমন মুহূর্ত রচনা করে সরস্বতী পুজো। কিন্তু সরস্বতী পুজো এবং মেলার শেষ রবিবারের এমন মোহনা কি আগে কেউ দেখেছে?  ৪৩ বছরের ইতিহাস কলকাতা আন্তর্জাতিক বইমেলার! তাই আগে এমন ঘটেনি, বলা যাচ্ছে না। কিন্তু কবে, তা-ও মনে করতে পারলেন না গিল্ডকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায়। হলুদ সর্ষেখেত বা সাদা-হলুদ ফুলের এক-একটা চলমান বাগান হয়ে ঘুরে বেড়াচ্ছেন কপোত-কপোতীরা। লিটল ম্যাগাজ়িন তল্লাট থেকে গুয়াতেমালার প্যাভিলিয়ন। গুয়াতেমালার হাসিখুশি তরুণী গল্পকার আরাকেলি এনরিকেজ অর্তিস স্প্যানিশ ছাড়া অন্য ভাষা এক বর্ণ না-বুঝলেও হলুদ শাড়ি পরা মেয়েদের একটা দলকে দেখে বিগলিত। হাত নেড়ে নানা ভঙ্গিতে বইমেলার এই দৃশ্যটাই কলকাতার মধুরতম ছবি হিসেবে দু’‌চোখে মেখে নেওয়ার কথা বোঝালেন।  বইমেলা মানেই অজস্র চেনা-অচেনা চরিত্রের ভিড়। মুম্বই আইআইটি-র অধ্যাপক অভিজিৎ মজুমদারের বই ‘নৈঃশব্দ্যের পত্রগুচ্ছ’ ছবিতে-শব্দে যৌন সংখ্য...

ওই পুলিশ দিদি সাত ঘাটের জল খেয়ে এখন বিজেপিতে: দিলীপ ঘোষ

Image
ভারতী এবং দিলীপ ঘোষ সদ্য দলে আসা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে নিয়ে তবে কি বিজেপির ‘অস্বস্তি’ কাটছে না! বিজেপির জেলা পর্যবেক্ষকের পর দলের রাজ্য সভাপতির মন্তব্যেও তেমন ইঙ্গিত মিলছে। সম্প্রতি দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী। এর পরেই বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা পর্যবেক্ষক তুষার মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘উনি (ভারতী) জেলার পুলিশ সুপার থাকাকালীন অনেক দুর্নীতি করেছিলেন। এ বার দলে এসেছেন। কার কথায় দুর্নীতি করেছিলেন সেটা জানতে চাইব।’’ রবিবার বিকেলে খড়্গপুরের শ্রীকৃষ্ণপুরে দলের একটি কার্যালয় উদ্বোধনে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই উদ্বোধনী সভামঞ্চে তিনি বলেন, ‘‘এখানে এক পুলিশ দিদি ছিলেন তাঁকে আমরা গালাগালি দিতাম। তিনি সাত ঘাটের জল খেয়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন।’’ এর পাশাপাশি তাঁর কটাক্ষ, দিদিকে যিনি ‘মা’ বলবেন, তাঁর সর্বনাশ হবে। প্রসঙ্গত, এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলেছিলেন ভারতী। বিজেপির দাবি, এ দিন ১৭ জন তৃণমূল কর্মী তাদের দলে যোগ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রসঙ্গে সম...

এইডস রোধে পুরুষদের খতনার পরামর্শ

Image
এইডসের বিস্তার রোধে তানজানিয়ার পুরুষ পার্লামেন্ট সদস্যদের খতনা করার পরামর্শ দিয়েছেন দেশটির নারী সংসদ সদস্য। ছবি: এএফপি বিশ্বের অনেক দেশেই এইডস ছড়িয়ে পড়ছে। এর মুক্তির উপায় নিয়েও আলোচনা চলে বিস্তর। এবার এইডসের বিস্তার রোধে খতনা করার পরামর্শ দিলেন এক নারী। তিনি আফ্রিকার তানজানিয়ার নারী পার্লামেন্ট সদস্য জ্যাকলিন গনিয়ানি। এই নারী সদস্য এইচআইভি এইডসের বিস্তার রোধে তানজানিয়ায় পুরুষ সংসদ সদস্যদের খতনা করা আছে কি না, সেটা পরীক্ষা করতে বলেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকলিন গনিয়ানি বলেছেন, সংসদে তাঁর যেসব পুরুষ সহকর্মীর খতনা করানো হয়নি, তাঁদের অবশ্যই এই প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। অবশ্য তাঁর দাবির পক্ষে এবং বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন তাঁর সহকর্মীরা। তানজানিয়ায় জনস্বাস্থ্যের জন্য এইচআইভি একটি বড় ধরনের হুমকির ব্যাপার। দেশটির ৭০ শতাংশ পুরুষের খতনা করা আছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী, দেশটির ৫ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ এইচআইভিতে আক্রান্ত। আর এতেই বিশ্বের শীর্ষ এইডস আক্রান্ত দেশগুলোর তালিকায় ১৩ নম্বরে আছে তানজানিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বলছে, খতনা করানো থাক...

মিয়ানমারের পার্লামেন্টের ওপর ড্রোন, ফরাসি গ্রেপ্তার

Image
মিয়ানমারের পার্লামেন্ট ভবন। ছবি: এএফপি মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবনের ওপরে ড্রোন ওড়ানোর অভিযোগে এক ফরাসি পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় পুলিশ ও মিয়ানমারে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আর্থার দেসক্লু (২৭)। তিনি সরকারি ভবনের ওপর দিয়ে ড্রোন চালানোর চেষ্টা করছিলেন, যা মিয়ানমারের আইনে অবৈধ। একই ধরনের অভিযোগে ২০১৭ সালে তিন পর্যটক ও তাঁদের গাড়িচালককে কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত। স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। তাঁর ড্রোনের ছবিও ছাপা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ৭ ফেব্রুয়ারি বিকেলে পার্লামেন্ট ভবনের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এখনো আটক রয়েছেন। তাঁর পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে তাঁর মুক্তির বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা মিন টিন এএফপিকে জানায়, আমদানি ও রপ্তানি আ...

জেলেদের জালে ২০০০ কেজির দানবাকার 'ক্যাটফিস'!

Image
জেলেদের জালে ধরা পড়া ২০ কুইন্টাল ওজনের ইরাবতী ডলফিন। ছবি: সংগৃহীত ভারতের পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাট মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি মাছ মাছ। রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজির এই মাছটি 'ক্যাটফিস' গোত্রের মাছ। বিশাল আকৃতির এই মাছটির ধরা পড়ার খবর শুনে এটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ছোট মাছ খাওয়ার জন্যই তীরের কাছে এসেছিল মাছটি। এমন সময় এটি ধরা পড়ে স্থানীয় জেলেদের জালে। বিশাল এই মাছটির ওজন প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজি। এই মাছের ভীষণ ক্ষিপ্রতার সঙ্গে শিকার করার বৈশিষ্ট্যের জন্যই স্থানীয়রা একে উড়ুক্কু মাছ নাম দেন। স্থানীয় জেলেদের ধারণা, খাবারের সন্ধানেই তীরের কাছে চলে এসেছিল গভীর সমুদ্রের এই মাছটি। আরও পড়ুন:  বিয়েতে নাচতে গিয়ে ব্রিজ ভেঙ্গে নর্দমায় বর বিশাল আকৃতির এই মাছের ধরা পড়ার খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। পাড়ে উঠানোর পর এটিকে এক নজর দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। এই বন্দরে এর আগে কখনো এই আকৃতির ক্যাটফিস ধরা পড়েনি বলেও জানান তারা। পরবর্তীতে মাছটিকে মৎস দফতরের হাতে তুলে দেওয়া হয়। ...

বাণিজ্য আলোচনার জন্য চীনে মার্কিন দল

Image
বাণিজ্য আলোচনা করতে ইতিমধ্যে চীনে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ে আরেক দফা আলোচনার জন্য মার্কিন আলোচকরা সোমবার বেইজিংয়ে গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া বাণিজ্য প্রতিযোগিতা স্থগিতের সময়সীমা ১ মার্চের মধ্যে শেষ হওয়ার মধ্যেই চুক্তির কাজ এগিয়ে নেয়ার লক্ষ্যে তারা সেখানে যান। খবর এএফপি’র। অপেক্ষাকৃত নিম্নপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনার পর আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠেয় মূল আলোচনায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথজার ও অর্থমন্ত্রী স্টিভান মুচিন যোগ দেবেন। বাণিজ্য বিতর্ক সমাধানে আলোচকদের সুযোগ করে দিতে চীনের বিশ হাজার কোটি ডলার মূল্যের আমদানির ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা ওয়াশিংটন ডিসেম্বরে স্থগিত করে। বর্তমানে চীনের আমদানির ওপর যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক ধার্য রয়েছে। ওয়াশিংটন এটাকে বাড়িয়ে ২৫ শতাংশ করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বাণিজ্য বিতর্কের কারণে বিশ্ব অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ার আশংকা রয়েছে। উল্লেখ্য, গত মাসে ওয়াশিংটনে আগের দফার আলোচনা কোন চুক্তি ছাড়াই শেষ হয়। হোয়াইট হাউ...