জেলেদের জালে ২০০০ কেজির দানবাকার 'ক্যাটফিস'!

জেলেদের জালে ২০০০ কেজির দানবাকার 'ক্যাটফিস'!
জেলেদের জালে ধরা পড়া ২০ কুইন্টাল ওজনের ইরাবতী ডলফিন। ছবি: সংগৃহীত
ভারতের পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাট মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি মাছ মাছ। রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজির এই মাছটি 'ক্যাটফিস' গোত্রের মাছ। বিশাল আকৃতির এই মাছটির ধরা পড়ার খবর শুনে এটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ছোট মাছ খাওয়ার জন্যই তীরের কাছে এসেছিল মাছটি। এমন সময় এটি ধরা পড়ে স্থানীয় জেলেদের জালে। বিশাল এই মাছটির ওজন প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজি। এই মাছের ভীষণ ক্ষিপ্রতার সঙ্গে শিকার করার বৈশিষ্ট্যের জন্যই স্থানীয়রা একে উড়ুক্কু মাছ নাম দেন। স্থানীয় জেলেদের ধারণা, খাবারের সন্ধানেই তীরের কাছে চলে এসেছিল গভীর সমুদ্রের এই মাছটি।
বিশাল আকৃতির এই মাছের ধরা পড়ার খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। পাড়ে উঠানোর পর এটিকে এক নজর দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। এই বন্দরে এর আগে কখনো এই আকৃতির ক্যাটফিস ধরা পড়েনি বলেও জানান তারা। পরবর্তীতে মাছটিকে মৎস দফতরের হাতে তুলে দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচডি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা