Posts

Showing posts from September 26, 2018

উত্তপ্ত ইসরায়েল-সিরিয়া, এস-৩০০ পাঠাচ্ছে রাশিয়া

Image
ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে ইসরায়েল-সিরিয়া সম্পর্ক।  এরই মধ্যে গত সপ্তাহে রুশ আইএল-২০ প্লেন নিখোঁজের জন্য ইসরাইলকে দায়ী করছে রাশিয়া।  তারই জের ধরে সিরিয়ায় এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে পুতিনের দেশ।  এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে, সিরিয়ায় রুশ বাহিনীর নিরাপত্তা বৃদ্ধির জন্য দুই সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে। সোমবার ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগো বলেন, ১৪ জন আরোহী নিয়ে রুশ আইএল-২০ সামরিক প্লেন নিখোঁজের জন্য ইসরাইল দায়ী। তাই তাদের এমন প্রতিক্রিয়া মোকাবেলা করবে রাশিয়া। আর এজন্য দুই সপ্তাহের মধ্যে সিরিয়ায় এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে মস্কো। তিনি বলেন, বিমান প্রতিরক্ষার জন্য সিরিয়ার সশস্ত্র বাহিনীর কাছে উন্নত এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র দেবো আমরা। যা ২৫০ কিলোমিটারেরও বেশি বায়ু হুমকি আটকাতে সক্ষম। সেইসঙ্গে এ ব্যবস্থা একযোগে কয়েকটি বিমান হামলা মোকাবেলা করতে শক্তি রাখে। উল্লেখ্য, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমান হামলার পর থেকে রাডার কন্ট্রোলে খোঁজ মিলছে না রু...

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

Image
যুক্তরাষ্ট্র মঙ্গলবার চীনা এক নাগরিককে গ্রেফতার করেছে। মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলীদের গুপ্তচর হিসেবে নিয়োগে চীনের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। জি চাওকুন (২৭) নামের ওই চীনা নাগরিক প্রায় আট মার্কিন নাগরিকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে চীনা গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদের কয়েকজন মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার। চীনা ওই নাগরিক ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় শিকাগোতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। তার বিরুদ্ধে মার্কিন অ্যাটর্নী জেনারেলকে অবহিত না করে বিদেশী সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। আদালত থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, জি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রণালয়ের একজন ‘উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার’ নির্দেশনায় কাজ করতেন। কর্তৃপক্ষ বলছে, জি’র বিরুদ্ধে যে আট ব্যক্তির তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে, তারা তাইওয়ান বা চীনে জন্মগ্রহণ করেন এবং পরে আমেরিকার নাগরিকত্ব পান। এরা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পে কাজ করছেন অথবা সম্প্রতি অবসরে গেছেন। -বাসস ইত্তেফাক/ জেআর

আধার কার্ড সাংবিধানিক ঘোষণা করলো ভারতের সুপ্রিম কোর্ট

Image
ভারতের বিতর্কিত বায়োমেট্রিক পরিচয়পত্রের পরিকল্পনাকে বৈধতা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এক রায়ে আদালত জানিয়েছে, আধার কার্ড পরিকল্পনা ‘সাংবিধানিক’। এতে গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হয় না। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক পরিচয়পত্রের পরিকল্পনা এটি। এদিকে, আধার কার্ডের বৈধতা বজায় রাখলেও সুপ্রিম কোর্টের রায়ে আধারের ব্যবহারে সীমিত করে দেওয়া হয়েছে। রায় অনুসারে, সরকারি ভর্তুকিসহ একাধিক বিষয়ে আধার বাধ্য থাকলেও, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল সিম-এর ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়।  রায়ে আরো বলা হয়, স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। এমনকি, বেসরকারি সংস্থা, ব্যাঙ্ক বা ফোন কোম্পানিগুলি তাদের গ্রাহকের কাছে আধার লিঙ্ক চাইতে পারবে না। ইতিমধ্যে আধার কার্ড তৈরি করেছেন ১০০ কোটির বেশি মানুষ। এদের প্রত্যেকে পেয়েছে  ১২ সংখ্যার একটি সনাক্তকরণ নাম্বার। উল্লেখ্য, ভারত সরকারের আধার  পরিকল্পনার বিরুদ্ধে আদালতে পিটিশন করেন প্রায় ৩০ জন ব্যক্তি। তারা যুক্তি দেখান, এতে নাগরিকের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়।  আধার গঠন করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ভিত্তিতে। বুড়ো আঙুলে...

বিজেপির ডাকা বনধে উত্তাল পশ্চিমবঙ্গ

Image
বাস ভাঙচুর-আগুন, পুলিশের গাড়িতে হামলা, রাস্তায় টায়ার জ্বালানো আর সড়ক-রেল অবরোধের মধ্য দিয়ে বুধবার পশ্চিমবঙ্গজুড়ে পালিত হয়েছে রাজ্য বিজেপির ডাকা বনধ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় পশ্চিমবঙ্গ বিজেপি। আনন্দবাজার জানায়, উত্তর দিনাজপুরের ইসলামপুর, মেদিনিপুর, কোচবিহার, হাওড়ায় বেশি সংঘর্ষ হয়েছে। সকাল থেকে একের পর এক ঘটনায় কার্যত অগ্নিগর্ভ ছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর। রাজ্য জুড়ে বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে এ দিন সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুরে। বন্‌ধ রুখতে পুলিশ-প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি, বন্‌ধ সফল করতে সচেষ্ট ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ ছড়ায়। হাওড়া ময়দানের দু’টি সরকারি বাসে ভাঙচুর চালান বন্‌ধ সমর্থকরা। পাশাপাশি, মেদিনীপুরে একটি বাসে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ ছাড়া , এ দিন সকালে কোচবিহারের তিনটি বাসে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে মেদিনীপুর, দু...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প ও রুহানির বাকযুদ্ধ

Image
জাতিসংঘের সাধারণ অধিবেশনে একের প্রতি অপরে তীব্র নিন্দার তীর ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানি। মঙ্গলবার অধিবেশনে দেওয়া নিজ নিজ বক্তব্যে একে অপরের তীব্র সমালোচনা করেছেন তারা। ট্রাম্প তার বক্তব্যে, বৈশ্বিক বাণিজ্য থেকে ইরানকে একঘরে করে দেওয়ার আহবান জানিয়েছেন। আর রুহানি তার বক্তব্যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন।  কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক মহলে জল্পনা চলছিল যে, মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দুই নেতার মধ্যে কোন বৈঠক হতে পারে। কিন্তু আদতে বৈঠকের জায়গায় চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়।  প্রথম আঘাতটা হানেন ট্রাম্প। তার বক্তব্যে তিনি বলেন, ইরান হচ্ছে বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তিনি বলেন,  ইরান সরকারের আগ্রাসন ও বিস্তারের এজেন্ডার কারণে তাদের প্রতিবেশীদের চড়া দাম দিতে হয়েছে। তিনি ইরানী নেতাদের বিরুদ্ধে প্রক্সি-যুদ্ধ লড়ার জন্য মার্কিন কোষাগার থেকে শত শত কোটি ডলার জালিয়াতি করার অভিযোগ আনেন।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের স্বৈরতান্ত্রিক সরকার (জালিয়াতি...

সিরিয়ার ওপর হামলা চলবে : ইসরায়েল

Image
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার ওপর তার সেনারা সামরিক হামলা অব্যাহত রাখবে। গত সপ্তাহে সিরিয়ার আকাশে একটি রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের বিষয়ে মস্কো ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করার দু'দিন পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা করার আগ মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।  এসময় তিনি দাবি করেন, সিরিয়ায় ইরানের বেড়ে চলা সামরিক উপস্থিতি ঠেকাতে তিনি এ ব্যবস্থা নেবেন। এ বিষয়ে তিনি রাশিয়ার সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেন। বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

আইএস প্রধানের আফগানিস্তানে পলায়ন

Image
ইসলামিক স্টেট (আইএস)-র প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে পালিয়ে গেছেন। তিনি পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগরহার প্রদেশে পৌঁছেছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আরবি পত্রিকা আসরাক আল-আওসাত এ খবর দিয়েছে।  খবরে বলা হয়েছে, আল বাগদাদী ইরানের জাহেদান শহর হয়ে আফগানিস্তান পৌঁছেছেন। আসরাক আল-আওসাত বলছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র সঙ্গে মিলে জাহেদানে গ্রুপটির যোদ্ধাদের জন্য একটি জায়গা ম্যানেজ করেছে আইএস। আইআরজিসি ও আইএসের মধ্যে এ ধরনের সহযোগিতা সিরিয়ার গৃহযুদ্ধে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের ভূমিকাকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশ্বস্ত বাহিনীকে সমর্থন যুগিয়ে যাচ্ছে ইরান, একইসঙ্গে সিরিয়ায় স্থলবাহিনী হিসেবে আইআরজিসি’র সদস্যরা সক্রিয় আছে। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় আন্তর্জাতিক জোট পরিচালিত ‘অপারেশন রাউন্ডআপ’ থেকে বাঁচতে আফগানিস্তান পালিয়েছেন আল বাগদাদী। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্য এই অভিযানের তৃতীয় ধাপ চলছে। বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

রাশিয়ার বিমানের পেছনে লুকিয়ে ছিল ইসরায়েলি বোমারু বিমান!

Image
সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইজরায়েলের কয়েকটি এফ-১৬ বোমারু বিমান রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০'র আড়ালে লুকিয়েছিল। ফলে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার জন্য ইসরায়েলই দায়ী। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্যের ভিত্তিতে এমনটাই জানাচ্ছে রুশ প্রতিরক্ষা দফতর। সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্য অনুযায়ী সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকৃতপক্ষে ইসরায়েলের একটি এফ-১৬ বিমানকে টার্গেট করেছিল। কিন্তু আকস্মিকভাবে ক্ষেপাস্ত্রটি তার গতিপথ পরিবর্তন করে এবং রুশ বিমানে আঘাত হানে। রুশ প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, এই ঘটনা এবং ১৭ সেপ্টেম্বরের ঘটনার মুহূর্তে ইসরায়েলি বিমানগুলোর অবস্থান এই কথাই প্রমাণ করছে যে, রাশিয়ার বিরাট বিমানটিকে ইসরায়েলি বিমানগুলো ঢাল হিসেবে ব্যবহার করছিল। তিনি জোর দিয়ে বলেন, রাডার ইমেজ থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং ইসরায়েল ও রুশ বিমানের অবস্থান পরিষ্কারভাবে চিহ্নিত হয়েছে। ...