Posts

Showing posts from February 1, 2018

মিয়ানমারে সু চি'র বাড়িতে বোমা হামলা

Image
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি'র বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার ঘটেছে। বৃহস্পতিবার সকালে ইয়াংগুনের বাড়িতে এ ঘটনা ঘটে। অবশ্য এ সময় সু চি বাড়িতে ছিলেন না। সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সিএনএন। তবে মুখপাত্র জুও তাই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বলেও খবরে উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের নেত্রীর দফতরের কর্মকর্তারা জানিয়ে, বোমা নিক্ষেপের পর পরই দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন।  সর্বশেষ গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চি'র আন্তরিকতার অভাব আছে। বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

বাসের সমান ডাইনোসর

Image
মিসরে সাহারা মরুভূমিতে লম্বা গলার চার পায়ের একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। স্কুলবাসের সমান বড় এই ডাইনোসর আট কোটি বছর আগে ওই অঞ্চলে ঘুরে বেড়াত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই আবিষ্কার আফ্রিকায় ডাইনোসরদের বিচরণের সময়ের ওপর আলোকপাত করবে বলে বিশ্বাস তাঁদের। গবেষকেরা জানিয়েছেন, ক্রিটেসিয়াস যুগের ওই ডাইনোসরটির নাম মানসোরাসরাস শাহিনি। ৩৩ ফুট লম্বা এই তৃণভোজী প্রাণীটির ওজন ছিল সাড়ে পাঁচ টন। যুক্তরাজ্যভিত্তিক নেচার পাবলিশিং গ্রুপের নেচার ইকোলজি অ্যান্ড ইভল্যুশন সাময়িকীতে গত সোমবার এ-বিষয়ক একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। মিসরের মানসোরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ হিশাম সাল্লাম এই নিবন্ধের মূল লেখক। মানসোরাসরাস ডাইনোসররা বর্তমান ভূমধ্যসাগরের তীরবর্তী এলাকায় বাস করত। সাহারা মরুভূমির দাখলা মরূদ্যান থেকে ডাইনোসরটির খুলি, নিচের চোয়াল, কাঁধ, কশেরুকাসহ দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। সব English

আফগানিস্তানের ৭০ শতাংশ অঞ্চল জুড়েই তালেবানের আধিপত্য

Image
আফগানিস্তানের ৭০ শতাংশ জায়গাতেই জঙ্গি গোষ্ঠী তালেবান প্রকাশ্যে তৎপর রয়েছে বলে নতুন এক সমীক্ষায় জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি। যদিও তালেবানকে পরাজিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট দেশটিতে শত শত কোটি ডলার খরচ করেছে।  এ নিয়ে গত কয়েক মাস ধরে আফগানিস্তানে সমীক্ষা চালায় বিবিসি। এতে দেখা যাচ্ছে ২০১৪ সালে বিদেশি সেনারা চলে যাওয়ার সময় আফগানিস্তানের যতখানি জায়গা তালেবানের নিয়ন্ত্রণে ছিল, এখন তার চাইতে অনেক বেশি জায়গা তারা নিয়ন্ত্রণ করে। তবে আফগান সরকার বিবিসির এই রিপোর্টকে অতটা গুরুত্ব না দিয়ে বলেছে, সরকারই বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তানে সম্প্রতি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলা বেড়ে গেছে। রাজধানী কাবুল এবং অন্যান্য শহরে সম্প্রতি বেশ কিছু হামলায় বহু মানুষ নিহত হয়েছে। আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে কোনো শান্তি আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আফগানিস্তানে মার্কিন সেনারা অনির্দিষ্টকাল ধরে থাকবে। বিবিসি। ইত্তেফাক/সেতু

এসএসসি পরীক্ষা দিতে এসেই মা হলেন শীলা

Image
পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্রে। জানা যায়, জেলার কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মো. মামুনের সাথে ১ বছর আগে শীলা আক্তারের বিয়ে হয়। গর্ভবতী অবস্থায় আজ বোচাগঞ্জের সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তার প্রসব বেদনা উঠে। এসময় তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ভাবেই একটি ছেলে সন্তানের জন্ম দেন শীলা। মা ও ছেলে দুইজনই সুস্থ আছেন বলে চিকিৎসক ডা. নাজমুল ইসলাম জানান। এদিকে কেন্দ্র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, 'পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই ওই ছাত্রীর প্রসব বেদনা কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করি।' শীলা বোচাগঞ্জের চেংগন গ্রামের নজিম উদ্দীনের কন্যা এবং স্থানীয় জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ইত্তেফাক/এসএস