Posts

Showing posts from November 5, 2019

ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজ শুরু করবে: রুহানি

Image
তেহনানের একটি কারখানা পরিদর্শনকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: আল-জাজিরা ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দেন। খবর আল-জাজিরা ও পার্সটুডে’র। হাসান রুহানি বলেন, আগামীকাল থেকে 'ফোরদু' স্থাপনায় এক হাজার ৪৪টি মেশিনে ইউরেনিয়াম গ্যাস সমৃদ্ধকরণের কাজ শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের জানা উচিত তেহরান একা এই সমঝোতা মেনে চলতে পারে না। এই সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের হাতে আলোচনার জন্য দুই মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে স্টিল, বীমা, জ্বালানি তেল ও ব্যাংকিংসহ ইরানের সব খাত থেকে তাদেরকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে তিনি দাবি জানান। আরও পড়ুন:  জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ২৫ রুহানি বলেন, ইরানি জাতি সংলাপে বিশ্বাসী এবং সঠিক পথে এগোচ্ছে। ইরানের পরবর্তী সকল কাজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর তত্ত্বাবধানে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ ...

বুরকিনা ফাসোর পুলিশ ফাঁড়িতে হামলা, নিহত ১০

Image
ছবি: সংগৃহীত বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র। পশ্চিম আফ্রিকার এ দেশের সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা। দেশটি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত লোক প্রাণ হারিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেছে, ‘অস্ত্রধারী অনেক লোক সোমবার ভোরে আওয়ারসিতে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি।’ অপর এক সূত্র জানায়, এ হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো। উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে, রবিবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ চারজন নিহত হয়। বাসস ইত্তেফাক/জেডএইচডি

পদত্যাগ ছাড়া মাওলানা ফজলুরের সব দাবি মানতে রাজি ইমরান খান

Image
ইমরান খান সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো। এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলাম।  কিন্তু পদত্যাগ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের অন্য সব দাবি মেনে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের পদত্যাগ এবং পুনরায় নির্বাচন দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজ জানিয়েছে, সোমবার রাতে সরকারের মধ্যস্থতাকারী কমিটি বিরোধীদের রাহবার কমিটি ও মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। চলমান সরকারবিরোধী বিক্ষোভ বন্ধ ও একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মতবিনিময় করেন তারা। কিন্তু ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ছাড়া ফিরে না যাওয়ার কথা জানান মাওলানা ফজলুর রহমান। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে গঠিত মধ্যস্থতাকারী কমিটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় পদত্য...

সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলা

Image
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহরে মার্কিন সেনাদের গাড়িবহরে হামলা চালিয়েছে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  রবিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী তেল তামের শহরে এ হামলার ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সিরিয়ার তেল তামেরের ছয় কিলোমিটার পশ্চিমে এম-৪ সড়ক ধরে ইরাক সীমান্তের দিকে যাচ্ছিল মার্কিন সেনাদের গাড়িবহরটি। এসময় তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা তাদের ওপর হামলা চালায়।  চলতি বছরের অক্টোবরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর মার্কিন সেনাদের সিরিয়া সীমান্ত ছেড়ে চলে যেতে দেখা যায়। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

বাগদাদির বোন ও ভগ্নিপতিকে আটকের দাবি তুরস্কের

Image
বাগদাদির বোন ( সংগৃহীত ছবি) মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান নিহত আবু বকর আল বাগদাদির বোন ও ভগ্নিপতিকে আটকের দাবি করেছে তুরুস্ক। সিরিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দাবি করেছে তুরস্ক। এছাড়া তাদের পুত্রবধূকেও আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়। সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এ কথা জানিয়েছেন, তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সিরিয়ার আলেপ্পো প্রদেশের আজাজ শহরে অভিযান চালিয়ে তুর্কি সেনারা তাদের আটক করেছে বলে জানান তিনি।   রাসমিয়া আওয়াদ নামে বাগদাদির ওই বোন স্বামী, পাঁচ সন্তান ও পুত্রবধূসহ সেখানে একটি ট্রেইলারে থাকতেন। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে আইএসের অভ্যন্তরীন কর্মকাণ্ড এবং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা তুরস্কের কর্মকর্তাদের।   বিডি প্রতিদিন/এনায়েত করিম

এস-৪০০’র দ্বিতীয় চালান পেতে দেরি হতে পারে: তুরস্ক

Image
তুরস্কের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান পেতে দেরি হতে পারে। ২০২০ সালের মধ্যে এ ক্ষেপণাস্ত্রের চালান তুরস্কের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু প্রযুক্তির শেয়ারিং এবং যৌথভাবে উৎপাদনের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলার কারণে তা আপাতত স্থগিত করা হতে পারে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইসমাইল দেমির জানান, “আমরা আগামী বছর থেকে রাশিয়ার সঙ্গে যৌথভাবে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের ব্যাপারে আলোচনা করছি। এজন্য বিষয়টিতে সময় লাগবে। এ ব্যাপারে বেশ কিছু স্পর্শকাতরতা আছে বলেও তিনি মন্তব্য করেন। তুরস্কের কর্মকর্তা বলেন, আঙ্কারা এখনো ওয়াশিংটনের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী যদি তারা তুরস্কের শর্ত মানে। গত জুলাই মাসে রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেডের প্রথম চালান গ্রহণ করে তুরস্ক। সেপ্টেম্বরের দিকে ব্যাটারি বসানোর কাজ শেষ করার ঘোষণা দিয়েছে তারা এবং আগামী বছরের এপ্রিল মাসে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা...

ভিডিও টি দেখুন ভালো লাগতে পারে

Image

যুক্তরাষ্ট্র সফর স্থগিত করতে পারেন তুর্কি প্রেসিডেন্ট

Image
ছবি সংগৃহীত আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর স্থগিত করতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। শতাব্দী আগে আর্মেনিয়ায় হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তুরস্কের ওপর নিষেধাজ্ঞার জন্য প্রতিনিধি পরিষদে ভোটাভুটির আয়োজনে ক্ষুব্ধ হয়েছে তুরস্ক। তিন তুর্কি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট এরদোয়ানের। —রয়টার্স ইত্তেফাক/এএম

মার্কিন হামলায় সহযোগী দেশেও ছাড় পাবে না: ইরান

Image
ফাইল ছবি যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। চলছে পাল্টা-পাল্টি হুমকি। তার তারই জের ধরে এবার হুঙ্কার দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানে কোনো রকম হামলা চালালে কেবল তাদেরই নয়, যে দেশ থেকে সে হামলা চালানো হবে সে দেশকেও সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।    রবিবার দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদের স্বার্থ আছে এমন যে কোনো জায়গা হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, তাদের মিত্ররাও এর আওতায় পড়বে। আর ইরান যে তা করতে পারে, ইতোমধ্যেই তা প্রমাণিত।  ‘এমনকি কোনো দেশ যারা সরাসরি সম্ভাব্য এমন কোনো যুদ্ধে সংশ্লিষ্ট নয়, কিন্তু ইরানে হামলা চালাতে শত্রুপক্ষকে নিজেদের ভূমি ব্যবহার করতে দিয়েছে, তাদেরও আমরা শত্রু বিবেচনা করবো, এবং আগ্রাসনকারীর সঙ্গে যে আচরণ করা উচিত তাদের সঙ্গে তাই করা হবে।’   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

পাকিস্তানে ইমরানবিরোধী অবস্থান অব্যাহত

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি-সংগৃহীত পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে বিরোধী দল। ইসলামাবাদের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। কিছু রাস্তার পুরোটা বা আংশিক দখল করে রেখেছে বিরোধীরা। পার্লামেন্টের স্পিকার রাজনৈতিক দলগুলোকে জাতীয় সংলাপে বসার আহবান জানিয়েছেন। আর সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতীত অন্য সব দাবি মেনে নিয়ে বিরোধীদের সঙ্গে সংলাপে বসায় সম্মতি দিয়েছে। এদিকে দেশটির সেনাবাহিনী গতকাল আবারো সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল বিরোধীরা। বিশেষ করে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমান ইমরান খানকে ‘পাকিস্তানের গর্বাচেভ’ উল্লেখ করে পদত্যাগের দাবি জানান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর পরবর্তী করণীয় ঠিক করতে সব দলের সম্মেলন আহবান করেছেন মাওলানা ফজলুর রেহমান। গতকাল ছিল চারদিনের মতো বিরোধীদের অবস্থান। ‘আজাদি মার্চ’ নামের বিক্ষোভে ...

 খোকার মরদেহ আসবে বৃহস্পতিবার, জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন

Image
সাদেক হোসেন খোকা [ছবি: সংগৃহীত] অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে। পরে তাকে ঢাকার জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। খোকার পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি বলেন, দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। এখন তার মৃতদেহ ঢাকায় নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা জানান, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হবে। এ নিয়ে কোন সমস্য...

বিশ্ব পৌঁছে যাবে ফের হিমশীতল তুষার যুগে

Image
প্রতীকী ছবি সময় আসছে তীব্র গরমে ঝলসে পুড়ে যাবে দুনিয়া, এমনই দাবি করছে এক গবেষণার রিপোর্ট। আবার তীব্র শীতে রক্ত জমিয়ে দেওয়ার তথ্যও রয়েছে ঐ গবেষণায়। দুই রকম তথ্যে বিভ্রান্ত সকলে। এবার গবেষকদের দাবি, ২৫ লক্ষ বছর আগে যেমন তুষার যুগ ছিল তেমনই হতে চলেছে দুনিয়া। তখনকার মতো বিরাট বরফের স্তরে ঢেকে থাকা পৃথিবী আবার ফিরে যেতে চলেছে। সেই সময়টিকে বরফ যুগ বা তুষার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ হয়েছে এই রিপোর্ট। গবেষকরা জানিয়েছেন, সুমেরু মহাদেশ বা আন্টার্কটিকার বরফের স্তর ধীরে ধীরে বাড়ছে। এই বরফ স্তর সমুদ্রের উপর চাদরের মতো বিছিয়ে যাচ্ছে। গবেষকদের দাবি, বরফের এই জমাট স্তর সমুদ্রে ছড়িয়ে পড়ায় সমুদ্র থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই অক্সাইড নিঃসরিত হতে পারছে না। ফলে পৃথিবীতে বরফ যুগের সূচনা হতে পারে। গবেষকরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমছে। এতে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এর ফলে পৃথিবী ক্রমেই শীতল হচ্ছে। সম্প্রতি নাসা জানায়, আন্টার্কটিকায় মেক্সিকোর সমান বিশাল আকারের হিমবাহ গলে যায়। উষ্ণায়ণের এই রিপোর্টে বলা হয়, ২৩০০ সাল নাগাদ আসবে মহাপ্রলয়। আর এবার ...

সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসছে’

Image
সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে বলে খবর দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি। তিনি বলেছেন, সৌদি আরবের মতো আঞ্চলিক দেশগুলো এখন একথা উপলব্ধি করেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই। মাহমুদ ওয়ায়েজি তেহরান থেকে প্রকাশিত দৈনিক এতেমাদ’কে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান-রিয়াদ সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, অতীতে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। কিন্তু মার্কিন সরকারের উসকানিমূলক আচরণের কারণে এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ আমেরিকার বিভেদ সৃষ্টির এই নীতির স্বরূপ উপলব্ধি করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্টর দপ্তর প্রধান ওয়ায়েজি বলেন, আঞ্চলিক দেশগুলো একথা বুঝতে পেরেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে মতপার্থক্য ও সংঘাত পরিহার করতে হবে এবং ইরান বহুদিন ধরে তাদেরকে এ কথাই বুঝিয়ে এসেছে। ইরানের প্রতিবেশী আরব দেশগুলো আমেরিকার বিভেদ সৃষ্টির পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে ব...

এই দ্বীপে মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ!

Image
গ্রিসের ক্রেট অঞ্চলের ১৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে আইল্যান্ড অব ক্রাইসি। এই ক্রাইসি দ্বীপ এক সময় মিনোয়ান সভ্যতার কেন্দ্রভূমি ছিল। ২৭০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ১৪৫০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত মিনোয়ান সভ্যতার ব্যাপক প্রসার ঘটেছিল এই অঞ্চলে। তারপর ধীরে ধীরে এই সভ্যতার অবলুপ্তি ঘটতে থাকে। ১১০০ খ্রিস্ট পূর্বাব্দে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই মিনোয়ান সভ্যতা। মিনোয়ান সভ্যতাকেই ইউরোপের প্রথম প্রগতিশীল সভ্যতা বলা হয়। এই মিনোয়ান সভ্যতার বিপুল সম্পদই সম্প্রতি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ক্রাইসির মাটি খুঁড়ে তারা উদ্ধার করেছেন স্বর্ণের গয়না ও প্রচুর মূল্যবান সম্পদ। ক্রাইসির এই অঞ্চলে মিনোয়ান সভ্যতার বিশাল রত্নভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে। ৩৮০০ বছরের পুরনো ব্রোঞ্জ যুগের এই এলাকায় দীর্ঘ দিন ধরে খোঁড়াখুঁড়ির পর প্রত্নতাত্ত্বিকদের এই সাফল্য মিলেছে। সোনার গয়না ছাড়াও কারুকার্য করা কাচের নানা আকারের টুকরো উদ্ধার হয়েছে। এগুলো মিনোয়ানরা ব্যবসার কাজে লাগাতেন, মনে করছেন ইতিহাসবিদরা। গ্রিক পুরাণ মতে, রাজা মিনোস-এর থেকে এই সভ্যতার নামকরণ করা হয়েছে। ২০ শতকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আর...

ইরানকে মোকাবেলার ক্ষমতা মার্কিন নৌবাহিনীর নেই

Image
ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি পানির তলদেশ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রযুক্তি অর্জন এবং ব্যাপক পরিমাণে এ ক্ষেপণাস্ত্র উৎপাদনের খবর দিয়েছেন। তিনি তেহরানের বেহেশতি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগ পরিদর্শনে গিয়ে এ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমানে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট সাগরতল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এবং এ সংক্রান্ত সরঞ্জাম ব্যাপক সংখ্যায় তৈরি করা হচ্ছে। রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি ইরানে চীন ও রাশিয়ার ত্রিদেশীয় সামরিক মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যৌথ মহড়া শুরু হবে এবং তেহরান সফররত চীন ও রাশিয়ার নৌ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। ভৌগোলিক দিক দিয়ে ইরান গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ইরানের বিশেষ ভূমিকা রয়েছে। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, চীন ও রাশিয়ার মতো বৃহৎ দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা ও মহড়া ইরানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সমুদ্রে নিরাপত্তা নিশ্চ...