বাগদাদির বোন ও ভগ্নিপতিকে আটকের দাবি তুরস্কের

বাগদাদির বোন ও ভগ্নিপতিকে আটকের দাবি তুরস্কের
বাগদাদির বোন ( সংগৃহীত ছবি)



মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান নিহত আবু বকর আল বাগদাদির বোন ও ভগ্নিপতিকে আটকের দাবি করেছে তুরুস্ক। সিরিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দাবি করেছে তুরস্ক। এছাড়া তাদের পুত্রবধূকেও আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়।
সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এ কথা জানিয়েছেন, তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সিরিয়ার আলেপ্পো প্রদেশের আজাজ শহরে অভিযান চালিয়ে তুর্কি সেনারা তাদের আটক করেছে বলে জানান তিনি।  


রাসমিয়া আওয়াদ নামে বাগদাদির ওই বোন স্বামী, পাঁচ সন্তান ও পুত্রবধূসহ সেখানে একটি ট্রেইলারে থাকতেন। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে আইএসের অভ্যন্তরীন কর্মকাণ্ড এবং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা তুরস্কের কর্মকর্তাদের।  
বিডি প্রতিদিন/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা