Posts

Showing posts from December 1, 2019

সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করল ইয়েমেন

Image
প্রতীকী ছবি সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন। শুক্রবার সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের এ হেলিকপ্টার ধ্বংস করা হয়। ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র সে সময়ে বলেছিলেন, এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট প্রাণ হারিয়েছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয় বলেও জানান তিনি। ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানায় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শোকরগুজারি করেন। একই সঙ্গে তারা ইসরায়েল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে বজ্রকণ্ঠে স্লোগান দিতে থাকেন। সূত্র: এএনআইনিউজ ভিডিও: বিডি প্রতিদিন/কালাম

সালমানের পছন্দ এই আফগান সুন্দরীকেই !

Image
বলিউডের বহুল প্রতিক্ষীত ছবি দাবাং থ্রি-তে মালাইকা অরোরার জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়ারিনা হুসেনকে। মুন্না বদনাম হুয়া গানের সঙ্গে এবার কোমর দোলাতে দেখা যাবে এই আফগান সুন্দরীকে। দাবাং থ্রি-র সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ওয়ারিনা।  আয়ুষ শর্মার সঙ্গে লভয়াত্রি-তে স্ক্রিন শেয়ার করেন ওয়ারিনা হুসেন। আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য আফগান সুন্দরীকে বলিউডে নিয়ে আসেন। লভয়াত্রি বক্স অফিসে সেভাবে ভালো ব্যবসা করতে না পারলেও, ওয়ারিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় বলিউড। এবার ২০ বছর বয়সী ওয়ারিনা হুসেনকেই আইটেম নম্বরের জন্য দাবাং থ্রি-তে কাস্ট করেন সালমান খান। মুন্না বদনাম হুয়া মুক্তি না পেলেও, শ্যুটিংয়ের সময় ওয়ারিনা বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লোর থেকে। সম্প্রতি মুক্তি পায় দাবাং থ্রি-র ট্রেলার। সেখানে সালমান খান, সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই। সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগান সুন্দরী ওয়ারিনা হুসেনকে। এদিকে শোনা যাচ্ছে, বিগ ব...

নরেন্দ্র মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী’‌

Image
ফাইল ছবি এবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও অনুপ্রবেশকারী বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।’ খবর দ্য ওয়াল এর। অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, ‘এনআরসি.. এনআরসি... করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে!’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?’ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন, ‘দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।’ উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদ...

ভারতীয় সেনাদের অভিযানে দশক পুরনো জঙ্গি আস্তানা উৎখাত

Image
জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি-সংগৃহীত ভারতের কাশ্মীরে  অভিযান  চালিয়ে অন্তত ১০ বছরের পুরনো একটি জঙ্গি আস্তানা উৎখাত করেছে ভারতীয় যৌথ বাহিনী। কাশ্মীরের বারামুল্লা জেলার রাফিয়াবাদ শহরে পরিচালিত এই সেনা অভিযানে সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অংশগ্রহণ করে। দালরি জঙ্গলে অবস্থিত ওই গোপন আস্তানা থেকে এসময় ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যোউথ বাহিনী। খবর এএনআই এর। সূত্র জানায়, গোপন সূত্রে সেনাবাহিনী জঙ্গি আস্তানাটির খোঁজ পায়। পরে তারা জম্মু ও কাশ্মীর পুলিশের সহযোগীতায় রবিবার অভিযানটি পরিচালনা করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আস্তানাটি অন্তত ১০ বছরের পুরনো এবং উদ্ধারকৃত অস্ত্র ও রাইফেলগুলোর অধিকাংশেই জং ধরে গিয়েছিল। জঙ্গি আস্তানাটিতে ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। এর মধ্যে দুইটি একে-৪৭, ২ হাজার রাউন্ড গুলি, বেশ কয়েকটি ওয়্যারলেস সেট ও পুরনো কাপড়-চোপড় উল্লেখযোগ্য। আরও পড়ুন:   মি টু'র ফাঁদে তিউনিশিয়ান এমপি! সেনাসূত্র জানিয়েছে, জঙ্গিদের এই গোপন আস্তানাটি প্রায় এক দশকের পুরনো। অস্ত্র ও গোলাবারুদ...

'বোমার আওয়াজে' ঘুম ভাঙ্গল লন্ডনবাসীর!

Image
ব্রিটিশ রয়েল এয়ারফোর্স টাইফুন। বোমার আওয়াজে ঘুম থেকে জেগে উঠল লন্ডনবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এভাবে আর কখনো জেগে উঠতে হয়নি তাদের। আর সে কারণেই হঠাৎ হওয়া এই আওয়াজে ঘর থেকে বের হয়ে আসে উত্তর লন্ডনের বাসিন্দারা। বিবিসি জানায়, আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে হঠাৎ 'সনিক বোমা' ফাটার আওয়াজে কেপে ওঠে লন্ডন ও উত্তর হোমকাউন্টিস। এরপর সেদিকে সাইরেন বাজিয়ে ছুটে যায় পুলিশের গাড়ি। শেষ পর্যন্ত জানা যায়, 'রয়েল এয়ারফোর্স টাইফুন'র আওয়াজ ছিল, কোন বোমা বিস্ফোরণের নয়। 'রয়েল এয়ারফোর্স টাইফুন' শব্দের গতিতে চলতে সক্ষম। কিন্তু কোন জরুরি অবস্থা ছাড়া এই গতিতে বিমানটিকে পরিচালনা করা নিষিদ্ধ। লন্ডন পুলিশ জানিয়েছে এই আওয়াজ রয়েল এয়ারক্রাফটের। কিন্তু বিমানটি কেনো এই গতিতে চালানো হয়েছে তা নিশ্চিত করেনি লন্ডন পুলিশ। ব্রিটিশ রয়েল এয়ারক্রাফট ফোর্সের মুখপাত্র জানান, যুক্তরাজ্যের 'কুইক রিঅ্যাকশন এলার্ট' ব্যবস্থাপনার একটি অংশ ছিল এটি। বিষয়টি নিয়ে ভয় পাওয়া কিছু নেই। এই বিমানটি বর্তমানে আমাদের ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে। এদিকে ঘটনার বর্ণনা করতে গিয়ে স্থানীয় এক নারী জান...

বাসচালক ও সহকারীদের খামখেয়ালিপনায় সড়কে দুর্ঘটনা: আদালত

Image
কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় প্রাণ হারায় দুই শিক্ষার্থী। প্রথম আলো ফাইল ছবি বাসচালক ও চালকের সহকারীদের খামখেয়ালির কারণে নিরীহ ছাত্র-ছাত্রীসহ যাত্রীরা প্রাণ হারাচ্ছেন। তাঁদের কবল থেকে কেউই রেহাই পাচ্ছেন না। চালকদের আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে চালকেরা কোনোভাবেই যাতে হালকা যানবাহন চালানোর লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাতে না পারেন, সে ব্যাপারে ট্রাফিক পুলিশদের আরও কঠোর ও দায়িত্বশীল হতে বলেছেন আদালত। বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় করা মামলার রায়ে আজ রোববার আদালত এই পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত মালিকদেরও আরও দায়িত্বশীল হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আদালত মনে করেন, চুক্তিতে ভাড়া দেওয়ার কারণে বাসচালক ও সহকারীদের মধ্যে একধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আজ রোববার বিকেলে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই চালক ও এক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দুজনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত কিছু পর্যবেক্ষণও দেন। রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষ থেক...

সৌদি টিভির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে: ইরান

Image
ছবি-সংগৃহীত লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত সৌদি আরবের অর্থায়নে একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, সৌদি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি’র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও পোড়াও করতে দুস্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে দুর্বৃত্তদেরকে বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরো বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে উসকানি দেয়। এছাড়া বিবৃতিতে চ্যানেলটির এমন তৎপরতাকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে উল্লেখ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক...

বিয়ের কার্ড দেখালেই ২৫ রুপিতে পিয়াজ!

Image
ফাইল ছবি ভারতের বাজারে পিয়াজের দাম যখন আকাশছোঁয়া তখনই সামনে এলো 'অদ্ভুত' এক তথ্য। দেশটির বিহারে কেউ বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপি দরে পিয়াজ কিনতে পারবেন। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে বিহার সরকার নিজেই দোকান খুলে বসেছে বাজারে। বিহার রাজ্য সমবায় বিপণন ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতিজনকে ৩৫ রুপি দরে দুই কেজি পিয়াজ দেয়া হচ্ছে। কিন্তু বিয়েবাড়ির জন্য সেই পিয়াজের দাম আরও ১০ রুপি কম নেয়া হবে বলে জানা গেছে। বিহারে সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরে পিয়াজ বিক্রি করছেন। জানা গেছে, পিয়াজ বিক্রির সময় ভিড়ের মধ্যে পড়ে গিয়ে মাথায় যেন আঘাত না পান, সে জন্য সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরেছেন। কারণ এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সস্তায় পিয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সে কথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে নেমেছেন সরকারি প্রতিনিধিরা। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পিয়াজের কেজি ১০০ রুপি। কোনো কোনো রাজ্যে সেই দাম ১২০-১৩০ টাকা দরেও পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে এক লাখ ২০ হাজার কেজি পিয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে...

১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে ‘লিটল বাংলাদেশ’

Image
এবারও ক্যালিফোর্ণিয়া অঙ্গরাজ্যে লসএঞ্জেলেস সিটিতে ‘লিটল বাংলাদেশ’ মুক্তি চত্বরে ১৬ ডিসেম্বর প্রবাসের মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হবে। অনেকটা পথমেলার আদলে কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চু গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন 'লিটল বাংলাদেশ'র পক্ষে।  তাকে সহযোগিতা করবেন শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা, রানা মাহমুদসহ অনেকে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়নসহ সংক্ষিপ্ত আলোচনা হবে একাত্তরের রক্তক্ষয়ী ৯ মাসের বাঙালিদের বীরত্ব আলোকে।  বিডি প্রতিদিন/হিমেল

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

Image
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী তেল আবিব । শনিবার তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী। খবর হারেতজের। ৩টি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরায়েলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। অবশ্য, অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনও বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে। বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তাদের। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরায়েলের ভাবমূর্তি- এমনটাও অভিযোগ তাদের। কিন্তু, সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। বিডি প্রতিদিন/কালাম

আর্থিক মন্দা নেই, পুঁথিগত তত্ত্বে প্রমাণ করল মোদি সরকার!

Image
আর্থিক প্রবৃদ্ধির হার ৪.৫ শতাংশে নেমে আসার পরে কংগ্রেসের দাবি, মন্দা শুরু হয়েছে। কিন্তু ‘মন্দা’-র তকমা ঠেকাতে পুঁথিগত সংজ্ঞাকে হাতিয়ার করছে নরেন্দ্র মোদির সরকার। কেন্দ্রের বক্তব্য, সংজ্ঞা অনুযায়ী, পরপর দু’টি ত্রৈমাসিকে অর্থনীতির হার কমলে বা আর্থিক বৃদ্ধির হার নেতিবাচক হলে তবেই মন্দা এসেছে বলা যায়। সেখানে দেশের অর্থনীতি এখন ৪.৫% হারে হলেও বাড়ছে। কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীর দাবি, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকেই বৃদ্ধির হার বাড়বে। কিন্তু অন্য একটি সংজ্ঞা হল, বেশ ক’মাস ধরে অর্থনীতি জুড়ে আর্থিক কর্মকাণ্ড অনেকটা কমলে, জিডিপি, প্রকৃত আয়, কাজের সুযোগ, শিল্পে উৎপাদন, পাইকারি ও খুচরো মূল্যবৃদ্ধির দরে তার প্রভাব দেখা গেলে তাকে মন্দা বলে। অর্থনীতি এবং শিল্প মহলে এই সংজ্ঞার গ্রহণযোগ্যতাই বেশি। আর দেশের অর্থনীতিতে এই সব লক্ষণই স্পষ্ট বলে কংগ্রেস-সহ বিরোধী দলের অভিমত।  কিন্তু তিন দিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাবি করেছেন, আর্থিক প্রবৃদ্ধি কমে আসতে পারে। কিন্তু এখনও মন্দা আসেনি। কখনওই আসবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য, আর্থিক বৃদ্ধির ন...

বিপুল সংখ্যক ‘জাস্ক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

Image
ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, ইরানের প্রতিটি সাবমেরিনে ‘জাস্ক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়বে বলেও তিনি জানান।   খানযাদি আরও বলেছেন, সাবমেরিনে জাস্ক ক্ষেপণাস্ত্র বসানোর ফলে যুদ্ধ সক্ষমতা বাড়বে এবং এরইমধ্যে ‘জাস্ক-৩’ ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পাও হাতে নেওয়া হয়েছে। রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরও জানিয়েছেন, আগামী মাসে ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে ইরান। সাগরের নিরাপত্তা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে তিনি কয়েকটি নতুন নৌ সরঞ্জামের উদ্বোধন করেন। সূত্র: পার্সটুডে বিডি প্রতিদিন/কালাম

চোখের সামনে লুটিয়ে পড়লেন লেফটেন্যান্ট আনোয়ার

Image
১৯৭১ সালের ৩০ মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে যে যুদ্ধ শুরু করি, ১৫ ডিসেম্বরে সিলেট জয়ের মাধ্যমে শেষ করি সেই যুদ্ধ। তবে এই সময়ে হারিয়েছি অনেক সহযোদ্ধা। চোখের সামনে বন্ধুকে গুলি খেয়ে লুটিয়ে পড়তে দেখেছি। তখন আমি বেঙ্গল রেজিমেন্ট ব্যাটালিয়নে কর্মরত। তরুণ ক্যাপ্টেন। ১৬ মার্চ পশ্চিম পাকিস্তান থেকে যশোরে আমার কর্মস্থলে আসি। এসেই আমার সৈন্যদের সঙ্গে সীমান্তের প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণ মহড়ায় যেতে হয়। ২৫ মার্চের বর্বর গণহত্যা বা স্বাধীনতার ঘোষণা হয়েছে এর কিছুই জানি না। ২৯ মার্চ হঠাৎ ক্যান্টনমেন্টে ফেরার জন্য বার্তা পাই। পায়ে হেঁটে ফিরতে রাত ১২টা বেজে যায়। ৩০ মার্চ সকালে যশোরের ১০৭ ব্রিগেডের কমান্ডার এসে আমার ব্যাটালিয়নকে নিরস্ত্র করার ঘোষণা দেন। এ খবরে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে বসে। তারা অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে জয়বাংলা ধ্বনি তুলে পাঞ্জাবি ইউনিটে গুলিবর্ষণ শুরু করে। ইতিমধ্যে দ্বিতীয় ইস্টবেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্টবেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্টবেঙ্গল ব্রাহ্মণবাড়িয়ায় এবং অষ্টম ইস্টবেঙ্গল চট্টগ্রামে  বিদ্রোহ করেছে আমরা তা জানতাম ন...

সাইবেরিয়ায় ১৮ হাজার বছর পুরনো প্রাণীর সন্ধান!

Image
১৮ হাজার বছর পুরনো প্রাণীটির সন্ধান মিলেছে পূর্ব সাইবেরিয়ায় বরফের নিচে। ছবি: সংগৃহীত পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক বিশ্বের শীতলতম অঞ্চল বলেই পরিচিত। সারা বছরই বরফ ঢাকা এ অঞ্চলে সম্প্রতি দেখা মিলেছে একটি প্রাণীর প্রায় অক্ষত দেহ। দেখতে কুকুর কিংবা শেয়ালের ছানার মতো এই প্রাণীটি টনক নড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের। কারণ পরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই প্রাণীর বয়স আঠেরো হাজার বছর! আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পরেও এর নাক, দাঁত এবং লোমশ চামড়া অক্ষত রয়েছে। জেনোম পরীক্ষায় জানা গেছে, আশ্চর্যজনক এই প্রাণীটি পুরুষ। তবে এটি কুকুর না শিয়াল, তা নিয়ে এখনও ধন্দে বিজ্ঞানীরা। এর আগে এতটা অক্ষত অবস্থায় কোনও প্রাচীন প্রাণীর খোঁজ পাওয়া যায়নি। সেন্টার ফর প্যালিওজেনেটিকসের পক্ষ থেকে টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের একাংশের মতে, সেসময় কুকুরদের পোষ মানানোর চল শুরু হয়েছে কি না, তা খুব একটা স্পষ্ট নয়। আরও পড়ুন:  জাপানের প্রধানমন্ত্রী ‘নির্বোধ’ : উত্তর কোরিয়া বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন ডোগার। স্থানীয় ভাষায় যার অর্থ- বন্ধু। এই বন্ধুই এখন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রাণ...

প্র শংসায় ভাসছেন বাংলাদেশে আসা সেই আমেরিকান ডাক্তার দম্পতি

Image
চাইলে নিউজিল্যান্ডে আরাম আয়েশের জীবন কাটাতে পারতেন ডা. এড্রিক বেকার। কিন্তু তা না করে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে। টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরের কালিয়াকুড়ি গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাদের জন্য গড়ে তুলেছিলেন হাসপাতালও। স্বদেশে আরাম-আয়েশের জীবন ত্যাগ করে মানবসেবায় তার এই অবদানে মুগ্ধ হয়ে সবাই তাকে ডাক্তার ভাই বলে ডাকতেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মারা যান ডা. এড্রিক বেকার। অবশ্য অসুস্থ হওয়ার পর অনেকেই তাকে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা দিতে চেয়েছিলেন। তবে রাজি হননি গ্রামের মানুষের চিকিৎসায় জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করা এই ডাক্তার। নিজের তৈরি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এড্রিক বেকার। তবে, মৃত্যুর আগে নিজের একটা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন তিনি। চেয়েছিলেন এ দেশের কোনো ডাক্তার যেন গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরেন। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে- এ দেশের একজন ডাক্তারও তার সেই আহ্বানে সাড়া দেননি। বিস্ময়ের ব...

গুগল প্রতিষ্ঠাতাকে পেছনে ফেললেন মুকেশ আম্বানী

Image
সস্ত্রীক মুকেশ আম্বানী ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বে ধনকুবেরদের তালিকায় আরও এগোলেন ভারতের মুকেশ আম্বানী। এবার তিনি পেছনে ফেললেন গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনকে। মোট ৬০.৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪,৩৪,১৭,৮২,৫০০ টাকার সম্পত্তির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী এখন বিশ্বের নবম বিত্তবান। ফোর্বস তালিকায় দশম ও একাদশ স্থানে আছেন যথাক্রমে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৯৬০ কোটি ডলার এবং ৫ হাজার ৭৫০ কোটি ডলার। ফোর্বসের তালিকার অষ্টম স্থানে আছেন গ্রুপো কার্সোর মালিক শিল্পপতি কার্লোস স্লিম হেলু এবং তার পরিবার। সপ্তম ধনকুবের এখন ইন্ডিটেক্স ফ্যাশন গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যামান্সিও ওর্তেগা। ওরাকল করপোরেশনের মালিক ল্যারি এলিসন আছেন এই তালিকার ছয় নম্বরে। ফেসবুক মালিক মার্ক জুকেরবার্গ হলেন ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের পঞ্চম ধনকুবের। তালিকার চতুর্থ ধনকুবের বার্কশায়ার হ্যাথওয়ের প্রতিষ্ঠাতা কর্ণধার ওয়ারেন বাফেট। মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা এবং অতীতের ধনীতম শিল্পপতি বিল গেটস এখন বিশ্বের তৃতীয় ...

নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Image
খাবার ভাতা, মজুরিসহ বিভিন্ন দাবিতে নৌযানশ্রমিকেরা ধর্মঘট (কর্মবিরতি) পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রম অধিদপ্তরে বৈঠকের পর দাবি-দাওয়া পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বিষয়টি নিশ্চিত করেন। নৌযান শ্রমিকেরা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছিলেন। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।