Posts

Showing posts from September 17, 2018

বহু দেশ আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিকল্প চায় : রাশিয়া

Image
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এশিয়া ও ইউরোপের বহু দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহার করতে চায়। তিনি রোববার মস্কোয় একথা জানিয়ে বলেন, ডলারের সরবরাহকারী হিসেবে মার্কিন সরকার এমন কিছু ব্যবহার করছে যার কারণে এই আন্তর্জাতিক মুদ্রার প্রতি আস্থা কমে গেছে। পেসকভ আরো বলেন, যেসব দেশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার পরিহার করতে চায় তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এসব দেশ এখন এই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে, ডলারের ওপর নির্ভরশীলতা পুরোপুরি পরিহার করা সম্ভব এবং এ কাজ যত দ্রুত করা যায় তত মঙ্গল। এর আগে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শুক্রবার বলেছিলেন, তার ব্যাংক মার্কিন ডলারের ব্যবহার পরিত্যাগ করার নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার একটি বেসরকারি ব্যাংকের প্রধান আন্দ্রে কোস্তিন সম্প্রতি রাশিয়ার আন্তর্জাতিক লেনদেন থেকে ডলার সরিয়ে ফেলার পরিকল্পনা পেশ করছেন। ইরান বহুদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন থেকে ডলার বাদ দেয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি তুর্কি সরকারও একই ধরনের আহ্বান জানিয়েছে। বিডি ...

হঠাৎ উ. কোরিয়া সফরে যাচ্ছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Image
উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।  চলতি সপ্তাহের মঙ্গলবারই পিয়ংইয়ংয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা নিরসনের চেষ্টা করবেন মুন জায়ে ইন।  এর আগে তার পূর্বসূরি কিম দায়ে-জাং ২০০০ সালে ও রাজনৈতিক গুরু রোহ মু হিউন ২০০৭ সালে উত্তর কোরিয়া সফর করেন। সফরকালে তিন দিন উ. কোরিয়ায় অবস্থান করবেন মুন। উত্তর কোরিয়ায় মুনের কর্মসূচীর বিস্তারিত ঘোষণা দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে পিয়ংইয়ং তাদের সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে সব ধরণের উদ্যোগই নেবে। এরই অংশ হিসেবে উত্তর কোরিয়ায় হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবে। এর আগে এপ্রিলে দু’নেতা প্রথমবারের মতো বৈঠক করেন। কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণের মার্কিনী প্রচেষ্টায় সহায়তা করাই মুনের এবারের সফরের উদ্দেশ্য। সাংবাদিকদের মুন বলেন, তিনি বিশ্বাস করেন আন্তঃকোরীয় সম্পর্কে উন্নয়ন ঘটলে তা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক সহজ করা...

রাইড শেয়ারে আসছে উবারের ফ্লাইং ট্যাক্সি!

Image
অ্যাপের মাধ্যমে কল দিলে কিছুক্ষণের মধ্যেই হাজির হয় আন্তর্জাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। বিশ্বের অনেক দেশের সড়কে রাইডশেয়ার সেবা দিচ্ছে উবার। কিন্তু কোম্পানিটি এবার সড়ক থেকে আকাশে ওঠার পরিকল্পনা হাতে নিয়েছে। তারা জানিয়েছে, অদূর ভবিষ্যতে ফ্লাইং ট্যাক্সির মাধ্যমে রাইড শেয়ার সেবা দেয়া হবে। বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি এমন ফ্লাইং ট্যাক্সি তৈরী করছে যা উড্ডয়ন কিংবা অবতরণের জন্য কোনো রানওয়ে প্রয়োজন হবে না। যেকোন স্থানে এটি খাড়াভাবে উড়তে কিংবা নামতে পারবে। ট্যাক্সিগুলো উড়বে সম্পূর্ণ ইলেক্ট্রিক পাওয়ার ব্যবহার করে। ফলে এগুলোর ইঞ্জিন থেকে চুলপরিমাণ পরিবেশ দূষণও ঘটবে না। জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাজ্যের ভার্টিকেল এরোস্পেস নামের একটি কোম্পানি দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ৭৫০ কিলোগ্রাম ওজনের এই ট্যাক্সিটি তৈরী করতে ১২ মাস সময় লেগেছে। উড়তে সক্ষম হলেও এই ট্যাক্সিতে চড়ে কেবল এক দেশের মধ্যেই চলাচল করা যাবে। অন্য দেশের ভৌগলিক সীমায় ঢুকতে পারবে না। ইতিমধ্যে উবার যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে স্কাইপোর্ট নির্মানের কাজ শুরু করেছে। এ...

সৌদি-রাশিয়া তেলের বাজার জিম্মি করেছে: ইরান

Image
ইরানের ওপিইসি গভর্নর হোসেইন কাজেমপোর আর্দেবিলি অভিযোগ করে বলেছেন, বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনভুক্ত (ওপিইসি) দেশ সৌদি আরব ও অ-ওপিইসি দেশ রাশিয়া বিশ্বব্যাপী তেল বাজার জিম্মি করে রেখেছে। ইরানের বিশ্বব্যাপী তেল বাজারে প্রবেশ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংবাদ সংস্থা সাদাকে আর্দেবিলি বলেছেন, সৌদি আরব-রাশিয়া দাবি করেছে যে, তারা বৈশ্বিক তেল বাজারে ভারসাম্য বজায় রাখতে চায়। কিন্তু আসলে তারা তেলের বিশ্ব বাজারে থাকা ইরানের অংশ দখল করার চেষ্টা করছে। তিনি বলেন, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে ইরানের প্রবেশাধিকারের সুযোগ না দিতে সৌদি আরব ও রাশিয়াকে বাজার জিম্মি করে নিতে  উত্সাহিত  করছে ট্রাম্প। ইরানের অবস্থা ভেনিজুয়েলায় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ষাঁড়ের মতো এমন আচরণের ইতি ঘটবে না। কারণ ইরাক ও কুয়েতের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না। -আল জাজিরা ইত্তেফাক/ জেআর

ভারতে ইসরোর রকেটে মহাকাশে গেল দু’টি ব্রিটিশ উপগ্রহ

Image
টানা পাঁচ মাস উেক্ষপণ বন্ধ থাকার পর ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ দু’টিই ব্রিটেনের উপগ্রহ। আর দু’টিই ইসরোর বাণিজ্যিক উেক্ষপণ। ইসরো জানিয়েছে, গতকাল রবিবার রাত ১০টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উেক্ষপণ কেন্দ্র থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের ‘সি৪২’ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি উপগ্রহ-‘এসওয়ান-ফোর’ এবং ‘নোভাসার’কে। দু’টি উপগ্রহের মোট ওজন ৮০০ কিলোগ্রাম। ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড’র সঙ্গে চুক্তি হয় ‘সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড’র। ওই উেক্ষপণের আগে শনিবার দুপুর ১টা থেকে ৩৩ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে ইসরো। -আনন্দবাজার পত্রিকা

বৌদ্ধ ধর্মগুরুদের যৌন নির্যাতন নতুন কিছু নয়: দালাই লামা

Image
দালাই লামা বলেছেন, বৌদ্ধ ধর্মগুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। তিনি ৯০ এর দশক থেকেই এসব জানেন। তিব্বতের এই আধ্যাত্বিক ধর্মগুরু নেদারল্যান্ডে চার দিনের সফরে আছেন। সেখানেই নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে তিনি এ বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন। এক অনলাইন বিবৃতিতে অভিযোগকারীরা বলেছেন, আমরা মুক্তমন ও উদায় হৃদয়ে বৌদ্ধধর্মে আশ্রয় নিয়েছিলাম। অথচ ধর্মের দোহাই দিয়ে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। শনিবার ডাচ পাবলিক টেলিভিশনে সেই অভিযোগের প্রেক্ষিতে ৮৩ বছরের দালাই লামা বলেন, 'আমি অনেক আগ থেকেই বৌদ্ধ ধর্মগুরুদের যৌন নির্যাতনের বিষয়গুলো জানি। এগুলো নতুন কিছু নয়।' সূত্র: ইনডিপেনডেন্ট বিডি প্রতিদিন/ফারজানা

আজ চীনা পণ্যে ফের শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার থেকে চীনা পণ্যের ওপর ফের শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন। শুল্কের পরিমাণ হবে ২০০ বিলিয়ন ডলার। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের শুল্ক আরোপ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ১০ ভাগ হারে শুল্ক আরোপ করা হবে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে ২৫ ভাগ হারে শুল্ক আরোপের কথা বলা হয়েছিল। চীনের প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স সামগী, প্রিন্টেড সার্কিন বোর্ড, সামুদ্রিক খাবার, ফার্নিচার, লাইটিং প্রোডাক্টস, টায়ার, কেমিক্যাল, প্ল্যাস্টিক, বাইসাইকেল এবং শিশুদের জন্য গাড়ির আসন আমদানির ওপর শুল্ক আরোপ করা হতে পারে। এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি যে, এসব পণ্যের তালিকা থেকে কোনোটি বাদ পড়বে কিনা। শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলেছেন যে, তিনি চীনের অন্যায্য বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা চাই চীন আমাদের উদ্বেগকে গুরুত্ব দিক। বাণিজ্যমন্ত্রী স্টিভ মনুচিন চীনের সঙ্গে বাণিজ্য সংঘাত নিয়ে আলোচনার কথা বললেও প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপের নির্দেশ...

অভিনন্দন গ্রহন করুন

Image
Happy Birthday Modi ji  From Internet URL https://www.facebook.com/sujitkul01/photos/a.1841732159463102/1918563001780017/?type=3&theater&ifg=1

পরবর্তী আইপিএলে নতুন দল কাশ্মীর!

Image
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার নতুন চমক। জম্মু কাশ্মীর থেকে নাকি নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে! জঙ্গি-পুলিশ যুদ্ধ ক্ষতবিক্ষত ভূস্বর্গ ক্রিকেটের হাত ধরেই মূলস্রোতে ফেরার চেষ্টা করছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শ্রীনগরে 'স্বচ্ছ হি সেবা' প্রকল্পে এসে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, 'আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার সঙ্গে যোগাযোগ করছি যাতে জম্মু-কাশ্মীরের কোনো দলকে আইপিএলে নেওয়া হয়। খুব শীঘ্রই কাশ্মীরে আইপিএল খেলা হবে।' সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ভারতের এই রাজ্য অবশ্য রনজি ট্রফিতে নিয়মিত অংশগ্রহণ করে। কয়েক বছর আগে তারকাখচিত মুম্বাই দলকে হারিয়ে সকলকে চমকেও দিয়েছিল। কাশ্মীরের বেশ কিছু তারকা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। রাজ্যের তিন ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কাশ্মীর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না আইপিএলে। পারভেজ রসুল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ইতিমধ্যেই। মঞ্জুর পাণ্ডবকে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ লক্ষ রুপিতে কিনে নিয়েছে। বিগ হিটার হিসেবে এমনিতেই সুনাম রয়েছে মঞ্জুরের। মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। একাধিক ফ্র্যাঞ্চ...

যে রোবটের চাহিদায় 'অবলুপ্তি' হতে পারে পুরুষের!

Image
প্রযুক্তির উৎকর্ষতার অন্যতম সৃষ্টি রোবট। এটি মানুষের অনেক কাজকে সহজ ও গতিশীল করেছে। তবে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন গণিত বিশেষজ্ঞের গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। আর সেটি হচ্ছে সেক্স রোবটের চাহিদায় অবলুপ্তি হতে পারে পুরুষের। হ্যাঁ, নারীদের মধ্যে এই রোবটের চাহিদা এমনভাবেই বাড়ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির ওই গণিত বিশেষজ্ঞের নাম ড. ক্যাথি ও'নিল। তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে 'ম্যান রোবটস'-এ মজবেন নারীরা, এসব পুরুষ রোবট রান্নাও করতে পারে। গবেষকের মতে, নারীরা শুধু ভালোবাসা ও যৌনতার বাইরে চান যেন তাদের ঘরের কাজকর্মও কেউ শেয়ার করে। স্বাভাবিকভাবেই বাড়ির সব কাজ মানুষের থেকে বেশিই ভালোভাবে করবে রোবট। তাই আগামী দিনে নারীদের ম্যান বটের আকৃষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়।  বিশ্বের মোট পাঁচজন সেক্স রোবট নির্মাতা রয়েছে। তাদের ম্যান বটসের দাম ৫৪০০ ডলার থেকে ১৫,৭০০ ডলার পর্যন্ত। ডিলাক্স মডেলের জন্য সবচেয়ে বেশি দাম। যদিও বর্তমানে ৯৫ শতাংশ পুরুষই সেক্স রোবট ব্যবহার করে থাকে, তবে খুব শিগগিরই ছবিটা পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। হার্ভার্ডের ওই গবেষকের মতে, এতে পুরুষদেরই বিপদ...