Posts

Showing posts from December 7, 2019

আমার কোন মোবাইল নেই: ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত আমার ব্যক্তিগত কোন মোবাইল ফোন নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন। ট্রাম্প তার পেজে লিখেছেন, ভুয়া নিউজ সিএনএন প্রতিবেদনে বলেছে যে, বারবার নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও যোগাযোগের জন্য আমি ব্যক্তিগত সেল ফোনটি ব্যবহার করছি। এটা পুরোপুরি একটা মিথ্যা তথ্য এবং প্রতিবেদন। ট্রাম্প তার পোস্টে আরো লিখেছেন, আমার কয়েক বছর ধরে ব্যক্তিগত কোন মোবাইল ফোন নেই। কেবলমাত্র সরকার অনুমোদিত ফোন ব্যবহার করি। ইত্তেফাক/এসআর

এসএ গেমস থেকে সোনালি সুবাস আসছেই

Image
সোনা জয়ের পর জিয়ারুল ইসলাম। ছবি: প্রথম আলো এসএ গেমসে আজ এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ নেপালে এসএ গেমস থেকে আজ সোনালি সুখবর আসছেই। মাবিয়া আক্তারের পর আজ ভারোত্তোলনে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিয়েছেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। এর আগে আজ ভারোত্তলনেই ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন মাবিয়া। স্বাগতিক নেপালের ভারোত্তোলক বিশাল সিংকে হারিয়ে সোনা জেতেন জিয়ারুল। স্ল্যাচে ১২০ কেজি ওজন তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪২ কেজি। এরপর ফেন্সিংয়েও বাংলাদেশকে সোনার পদক এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে সোনা জেতেন তিনি। সোনা জয়ের পর জিয়ারুল ইসলাম। ছবি: প্রথম আলো ২০১০ সালে এসএ গেমসে ছেলেদের ভারোত্তোলনে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন হামিদুল। ছেলেদের হয়ে এ ইভেন্টে দ্বিতীয় সোনা জিতলেন জিয়ারুল। আজ এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। এবার এসএ গেমসে এ নিয়ে ৭টি সোনা জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৭। আরও পড়ুন : সোনালি সুখবর এনে ...

অনেক এগিয়েছে বিশ্ব, আমরা এখনো পিছিয়ে : ইমরান খান/৬ ডিসেম্বর, ২০১৯ ২২:২৫

Image
  সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল পাকিস্তান গড়ার উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। তিনি বলেছেন, ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে বিশ্ব। সেদিক দিয়ে দেখলে পাকিস্তান এখনো পিছিয়ে। আমাদের সরকার ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যত পাকিস্তান হবে অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ইসলামাবাদে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ইমরান খান। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল পাকিস্তানের রূপরেখা সবার সামনে তুলে ধরবেন বলে জানান। বিডি-প্রতিদিন/শফিক

যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

Image
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পেনসাকোলায় নৌ-বাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এতে। পরে পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। শুক্রবার সকালে নাভাল এয়ার স্টেশন পেনসাকোলায় (এনএসএসপি) হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। হামলার ঘটনায় এনএসএসপির উভয় পাশের গেট বন্ধ করে দেয়া হয়েছে। এক টুইটার বার্তায় ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, বিষয়টি গভর্নর অফিস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠানো হবে। তবে হামলাকারীর পরিচয় সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। বিডি প্রতিদিন/আরাফাত

তেলেঙ্গানা নিয়ে মমতার বিপক্ষে দেব-নুসরাত-মিমি!

Image
সংগৃহীত ছবি কেউ পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। কেউ বা বলেছেন, আজ উৎসবের দিন। কারও মতে, শান্তি পাবে নির্যাতিতার আত্মা। তেলেঙ্গানা ক্রসফায়ারকাণ্ডে ভারতের তৃণমূল সুপ্রিমো মমতা সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তারই দলের সাংসদের একাংশের গলায়। মমতা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার কথা বললেও এ নিয়ে পুরোপুরি ভিন্ন মত দেব-নুসরত-মিমির। শুক্রবার ভোররাতে তেলেঙ্গানায় পুলিশি ক্রসফায়ারে নিহত হন গণধর্ষণ ও খুনে অভিযুক্ত চারজন। ঘটনার পরই প্রশংসার পাশাপাশি নিন্দা-সমালোচনার নানা মত দিতে থাকেন অনেকে। এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতাও। এ দিন দুপুরে মেয়ো রোডে একটি সভায় আইনের শাসন তথা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেন মমতা। তবে ওই সভায় মমতার মন্তব্যের  আগে এবং পরেও দেখা যায়, এ বিষয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে সহমত নন তারই দলীয় সাংসদের একাংশ। তেলেঙ্গানা ক্রসফায়ার প্রসঙ্গে মমতা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়াটা আইন নয়। আইন এটাই যে পুলিশ তার কাজ করবে। অভিযুক্তদের আদালতে পেশ করবে। বিচারক তার কাজ করবেন। ওই মন্তব্যের পাশাপাশি তেলেঙ্গানা গণধর্ষণ ও খুনের ঘটনায় ১০ দিনের মধ্যে চার্জশিট পেশের দাবিও তোল...