Posts

Showing posts from October 21, 2019

বিশ্বনেতাদের উপস্থিতিতে জাপানে সম্রাটের অভিষেক

Image
জাপানের নতুন সম্রাট নারুহিতো। ছবি: এএফপি জাপানের সম্রাট নারুহিতো গত মে মাসের শুরুতে সিংহাসনে আরোহণ করলেও, তাঁর আনুষ্ঠানিক অভিষেক এখনো হয়নি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে স্মারক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্রাটের আনুষ্ঠানিক সিংহাসন আরোহণ পর্বের প্রথম অংশটি শেষ হবে। জাপানি ভাষায় ‘সোকুই নো রেই’ নামে পরিচিত এই অনুষ্ঠানটি জাপানে নতুন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সঙ্গে সম্পর্কিত। দূর অতীতকাল থেকেই জাঁকজমকের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার বিশ্বের ১৯০টির মতো দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বিদেশি অতিথিদের অনেকেই এরই মধ্যে টোকিও এসে পৌঁছেছেন। অন্যরা সোমবার টোকিও পৌঁছাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মূল অনুষ্ঠান টোকিওর কেন্দ্রস্থলে অবস্থিত সম্রাটের প্রাসাদে অনুষ্ঠিত হবে। সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো পূর্ণাঙ্গ রাজকীয় সাজপোশাক পরিধান করে সেখানে অপেক্ষমাণ অতিথিদের সামনে উপস্থিত হবেন। শুরুতে সম্রাট নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা কর...

আম্মু খুব অসুস্থ, শুধু চুপ করে থাকেন আর কাঁদেন: এমপি বুবলীর মেয়ে

Image
তামান্না নুসরাত বুবলী (ফাইল ছবি) অসুস্থ হয়ে পড়েছেন সম্প্রতি বিএ প্রক্সি পরীক্ষাকাণ্ডে অভিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। গত দু'দিনে পানি ছাড়া কিছুই মুখে দেননি বলে জানিয়েছেন তার একমাত্র কন্যা মিসফা জান্নাত নাজা। আজ সোমবার সকালে বুবলীর মুঠোফোনে তথ্য জানতে ফোন দিলে অপর প্রান্ত থেকে ফোনটি রিসিভ করেন নাজা নামের একটি মেয়ে। এমপি বুবলী কোথায় জানতে চাইলে নাজা বলেন, ‘আম্মু খুব অসুস্থ, কিছুই খাচ্ছে না। শুধু চুপ করে থাকছেন। কারো সঙ্গে কোন কথা বলছেন না। আমার আম্মু ভীষণ অসুস্থ। আম্মুকে ডাক্তার দেখানোর প্রয়োজন। এজন্য ডাক্তার আনা হচ্ছে।’ পরীক্ষায় জালিয়াতির পর এমপি বুবলীকে গণভবনে তলব করা হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়ায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।  এমপি বুবলীর পারিবরিক সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন বুবলী। পরিবারের কারো ফোন ধরছেন না। তবে পরিবারের একাধিক সূত্র জানিয়েছে, বুবলীকে এখন পর্যন্ত গণভবন থেকে তলব করা হয়নি। কোন ধরনের ফোনও তাকে করা হয়নি। তবে গণভবন থেকে ডাকা না হলেও সুস্থ হয়ে উঠেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখ...

বিশ্বের বৃহত্তম ফেস রিকগনিশন ডেটাবেইস বানাবে ভারত/২০ অক্টোবর ২০১৯, ১১:২০

Image
বিশ্বের সর্ববৃহৎ চেহারা শনাক্তকরণ ডেটাবেইস তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত। ছবি: রয়টার্স ভারতীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) ‘বাচপান বাঁচাও আন্দোলন’ হয়ে কাজ করেন ভুবন রিভু। ১৫ মাস আগে প্রথম একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেন তিনি। পুলিশের ডেটাবেইসে থাকা হারিয়ে যাওয়া শিশুদের তালিকার সঙ্গে দেশের বিভিন্ন জায়গার পরিচয়হীন শিশুদের দেখভালকারী প্রতিষ্ঠানে থাকা শিশুদের চেহারা মিলিয়ে দেখতে শুরু করে তাঁর প্রতিষ্ঠান। ফলাফলটাও পেলেন হাতেনাতে, হারিয়ে যাওয়া প্রায় সাড়ে ১০ হাজার শিশুর পরিচয় উদ্ধার করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন রিভু বলেছেন তাঁর সেই প্রকল্পের কথা। রিভু বলেছেন, ‘হারিয়ে যাওয়া ১০ হাজার ৫৬১ শিশুর পরিচয় নিশ্চিত হতে পেরেছি আমরা। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। বেশির ভাগ শিশুই পাচারের শিকার। কেউ পোশাক কারখানায় কাজ করত, আবার কাউকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল।’ রিভুর এই উদ্যোগ সফল হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নয়াদিল্লি পুলিশের ব্যবহার করা নতুন একটি প্রযুক্তি। প্রযুক্তিটির নাম ‘ফেস রিকগনিশন টেকনোলজি’, বাংলায় যাকে...

সিরিয়া ছেড়ে ইরাকের পথে মার্কিন সেনারা

Image
সিরিয়া ছাড়ছে মার্কিন বাহিনী। ছবি: সংগৃহীত। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে ইরাকের পশ্চিমাঞ্চলে বহাল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর এপির। রবিবার এসপারের সঙ্গে আফগানিস্তান সফরে আসা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সিরিয়া থেকে যে মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়া হচ্ছে, তাদের পরবর্তী গন্তব্য কোথায়। তখন তিনি বলেন, 'নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সৈন্যদের সিরিয়া থেকে সরিয়ে ইরাকে নিয়ে যাওয়া হবে এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীদের অনুপ্রবেশ ঠেকাতে সেখানে অভিযান চালানো হবে।' অবশ্য ইরাক থেকে সিরীয় সীমান্তে অভিযান চলবে কি না সেটা এসপার তার বক্তব্যে স্পষ্ট করেননি। মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। ছবি: এপি। অথচ, সিরিয়া থেকে নিজেদের সকল সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পর গত বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'এখন তাদের(মার্কিন সেনাদের) বাড়ি ফেরার সময়।' কিন্তু প্রতিরক্ষা সচিবের নতুন সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট যে, ট্রাম্পের ঘোষণা সত্য হ...

পানি ছাড়াই বাঁচে যে রাক্ষুসে মাছ

Image
ছবি: সংগৃহীত চীন, রাশিয়া ও কোরিয়া অঞ্চলের মাছ ‘স্নেকহেড’। শুরুতে পালনের জন্য যুক্তরাষ্ট্রের জলাশয়ে ছাড়া হয়েছিল স্নেকহেড ফিস। কিন্তু এই মাছ এমন রাক্ষুসে মাছ যে জলাশয়ের অন্য সব মাছ, কাঁকড়া, ব্যাঙ, সাপ সবই গিলে খেয়ে ফেলছে। আতঙ্কের বিষয় এই রাক্ষুসে মাছ পানি ছাড়াও বাঁচতে পারে। পানি ছাড়া এই মাছ বেঁচে থাকার মূল রহস্য এই মাছ তাদের শরীরের মধ্যে অক্সিজেন জমিয়ে রাখতে সক্ষম। সম্প্রতি এই স্নেকহেড মাছ সম্পর্কে যুক্তরাষ্ট্রে এক প্রকার হুলিয়া জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভয়ংকর এই মাছ দেখামাত্র হত্যার হুমকি দেওয়া হয়েছে। স্নেকহেড নিয়ে এতোটা কঠোর হওয়ার অন্যতম কারণ এই মাছ বছরে দশ হাজার পর্যন্ত ডিম দেয়। এই মাছ অন্য জাতের মাছ থেকে শুরু করে ব্যাঙ, কাঁকড়া সবই খেয়ে নিঃশেষ করে দেয়। প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রে প্রথম এই মাছের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এরপর থেকে এখন পর্যন্ত চার জাতের স্নেকহেডকে আমেরিকায় শনাক্ত করা গেছে। উত্তরাঞ্চলীয় স্নেকহেড মাছ দেখতে লম্বাটে ও চিকন। এর মাথা দেখতে অদ্ভুত রকম চ্যাপ্টা। এটি খুবই পাকা শিকারি প্রাণী এবং এর ক্ষুধা অফুরন্ত। এটি দেখতে ৮০ সেন্টিমিটারে...

নিজেদের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিমান উদ্বোধন করল ইরান

Image
ফাইল ছবি নিজেদের দেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করল ইরান। সর্বাধুনিক সুবিধাযুক্ত এই জেট বিমানের নাম দেওয়া হয়েছে 'ইয়াসিন'। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বিমানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের নুজেহ বিমান ঘাঁটিতে উদ্বোধন অনুষ্ঠানের শেষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আমরা যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করতে সক্ষম হয়েছি, তার প্রমাণ ইয়াসিনের আত্মপ্রকাশ।' ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইয়াসিন সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত বিমান। বিমানের দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ৫ মিটার এবং ওজন সাড়ে ৫ টন। ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে এই জেট বিমান। জানা গেছে, গোটা প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বিমানের নির্মাণ পর্ব পর্যন্ত সকল কাজই সম্পন্ন করেছেন ইরানের বিজ্ঞানীরা। তেহরানের দাবি, এই জেট বিমাবন তৈরির ব্যাপারে কোনও রকম বিদেশি সহায়তার প্রয়োজন পড়েনি। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ  

মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভার নির্বাচন শুরু, ফল প্রকাশ ২৪ অক্টোবর

Image
ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। সোমবার মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনে ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে হরিয়ানায় ভোট নেওয়া হচ্ছে ৯০ আসনে। দুইটি রাজ্যেই এদিন সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ২৪ অক্টোবর ভোটের ফল প্রকাশিত হবে।  এবারের নির্বাচনী ময়দানে মহারাষ্ট্রে প্রধান রাজনৈতিক দলগুলি হল বিজেপি, শিবসেনা, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। প্রধান লড়াই হচ্ছে বিজেপি-শিবসেনা জোটের সাথে কংগ্রেস-এনসিপির মধ্যে। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬,৬৬১টি। এই রাজ্যে মোট ৩২৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিস, সাবেক মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী পৃত্থীরাজ চৌহান, কংগ্রেসের আশিস দেশমুখ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তার পুত্র আদিত্য ঠাকরে, এনসিপি প্রার্থী সাবেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, আম আদমি পার্টির পারমিতা প্রাণগোপাল গোস্বামী, মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত বাচ্চু পাতিল, এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইপো রোহিত পাওয়ার প্রমুখ।  হরিয়ানায় লড়াই...

ভারতের ইন্দোরে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

Image
ভারতের মধ্যপ্রদেশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ইন্দোরের বিজয়নগর এলাকার গোল্ডেন হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর এনডিটিভির। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার মুহূর্তে হোটেলে থাকা বেশ কয়েকজনকে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এনডিটিভি জানায়, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে প্রথম দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। বিডি প্রতিদিন/কালাম

যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে সিরিয়া থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার

Image
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একই পথ অনুসরণ করেছে ব্রিটেন। ব্রিটিশ স্পেশাল ফোর্সকে সিরিয়া থেকে বাধ্যতামূলকভাবে প্রত্যাহার করা হয়েছে। রবিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ঘোষণা দেন যে, সিরিয়া থেকে ১০০০ সেনা প্রত্যাহার করে ইরাকের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। এর আগে চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান চালানোর পথ খুলে দেয় তবে এতে সিরিয়ার ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়। ট্রাম্পের এ সিদ্ধান্তের পর সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করলে ব্রিটিশ সেনারা আতঙ্কিত হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার তাদের স্পেশাল ফোর্স সিরিয়া থেকে প্রত্যাহার করে নেয়। ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি ইন্ডিপেন্ডেন্ট’ গত ১৭ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের সাবেক শীর্ষ পর্যায়ের একদল সেনা কর্মকর্তা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ...

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে এরদোগান, মোদির তুরস্ক সফর বাতিল

Image
ক্রমশই অস্থির হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এরই মাঝে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর তারই জের ধরে চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি। জানা গেছে, জাতিসংঘে ভাষণে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট সেদিন বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়। আগামী ২৭-২৮ অক্টোবর সৌদি সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে তার আঙ্কারা সফরের সূচি নির্ধারিত ছিল। বিডি প্রতিদিন/ ওয়াসিফ