Posts

Showing posts from May 31, 2022

সাপ্তাহিক ছুটি দুদিন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে

Image
  ফাইল ছবি ২০২৩ সাল থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন করা হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে উচ্চ-মাধ্যমিক স্তরের জন্য অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি করার কথা বলা হয়েছে।  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় সোমবার এই রূপরেখার অনুমোদন দেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। ২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে, এরই মধ্যে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নও শুরু হয়ে গেছে। বিডি প্রতিদিন/আরাফাত

খাদ্যশস্য নিয়ে সিরিয়ায় রুশ জাহাজ

Image
  বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে সিরিয়ার লাটাকিয়া বন্দরে নোঙর করছে রুশ জাহাজ খাদ্যশস্যবোঝাই একটি রুশ জাহাজ সিরিয়ার লাটকিয়া বন্দরে ভিড়েছে। ইউক্রেনের দখল করা এলাকা থেকে এসব শস্যদানা জাহাজে করে সিরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে , বিগত চার সপ্তাহে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া শস্যদানার এটি দ্বিতীয় চালান।  বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও শীর্ষ খাদ্যশস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। কিয়েভের দাবি— রুশ বাহিনী খাদ্যশস্য ‘চুরি’ করছে যার ফলে তাদের ফসল হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাক্সার প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রকাশিত নতুন ছবিতে দেখা গেছে, গত শুক্রবার (২৭ মে) রাশিয়ার পতাকাবাহী জাহাজ মাতরোস পোজিনিক বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে সিরিয়ার লাটাকিয়া বন্দরে নোঙর করেছে। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর ক্রিমিয়ার সেভাস্তোপোলে এখন পর্যন্ত তিনটি রুশ জাহাজে খাদ্যশস্য বোঝাই করতে দেখা যায়। এর মধ্যে মাতরোস পোজিনিক একটি। সর্বশেষ ১৯ মে এটি সেভাস্তোপোলে দেখা যায়। এরপর জাহাজটিকে বসফরাস প্রণালি ও তুরস্কের দক্ষিণ উপকূল হয়ে যেতে দেখ...

৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ

Image
  ফাইল ছবি করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে করোনা ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড।   বিডি প্রতিদিন/ ওয়াসিফ