চাঁদে ঘরবাড়ি তৈরির প্রস্তুতি শুরু করে দিল চিন! সংবাদ সংস্থা ১১ মে, ২০১৭, ১৭:০৪:১৭ 11 বেজিংয়ে বানানো সেই ‘চাঁদ’! বেজিংয়ে ‘চাঁদ’-এ ঢুকে পড়লেন চার চিনা নাগরিক! বুধবার। চাঁদে থাকতে, হাঁটাহাঁটি করতে, বেশ কিছু ক্ষণ সময় কাটাতে কেমন লাগে, তা বুঝতে সামনের দু’মাস ওই ‘চাঁদ’-এই থাকবেন চার জন। যাঁদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। চিনের সরকারি সংবাদসংস্থা ‘জিনহুয়া’ এই খবর দিয়েছে। নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিনের মতো অল্প সময়ের জন্য চাঁদের মাটিতে নামতে চান না চিনা মহাকাশচারীরা। চাঁদের মাটিতে নেমে তাঁরা কাটাতে চান অনেকটা সময়। পৃথিবীর নিরিখে বেশ কিছু দিন। কিন্তু চাঁদের মাটিতে নেমে দীর্ঘ দিন কাটানোটা তো খুব একটা সহজ কাজ নয়। সেখানে তো কোনও মহাকর্ষীয় বল নেই। যাকে বলে একেবারে ‘মাইক্রো-গ্র্যাভিটি’র অবস্থা। ভেসে থাকা। তাই চাঁদের মাটিতে নেমে বেশ কিছু দিন সেখানে থাকার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন চিনারা। তার জন্য বেজিং শহরেই বানানো হয়েছে কেবিন। যেন কৃত্রিম চাঁদ! যে কেবিনের ভেতরের পরিবেশটা একেবারে চাঁদের মতো। যেন চাঁদই নেমে এসেছে বেজিংয়ে বানানো ওই কেবিনে। আগ...
Posts
Showing posts from May 11, 2017
- Get link
- X
- Other Apps
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা আপলোড : ১০ মে, ২০১৭ ২৩:১৮ প্রিন্ট করুন রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ধর্মকে রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই না। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। ধর্ম মানুষের কল্যাণের জন্য। আমি সব ধর্মকে সম্মান করি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ও গৌতম বুদ্ধের জন্মোৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল রাজধানীর বাসাবো ধর্মরাজিক মহাবিহার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন - See more at: http://www.bd-pratidin.com/first-page/2017/05/11/230693#sthash.merGz9uR.dpuf
- Get link
- X
- Other Apps
অতিরিক্ত ব্যায়ামে অসুস্থ এই যুবতী! অনলাইন ডেস্ক Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) শরীর ফিট রাখতে অধিকাংশ মানুষ এখন সাতসকালে ওয়ার্ক আউট শুরু করেন। সপ্তাহের মাঝে একটা ব্রেক দিলেই হয়। কিন্তু এই মেয়ে তো ব্যায়াম ছাড়া কিছু জানে না! দিনে ৮ ঘন্টা করে প্রতিদিন এক্সারসাইজ করা চাই-ই চাই। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ৩১ বছরের এরিনের সারা জীবন ধরে একটাই নেশা, ওয়ার্ক আউট সেশনে নিজেক ফিট রাখা। চিকিৎসকদের মতে, এটি একধরণের ম্যানিয়া বলা যেতে পারে। খুব ভালো করে বোঝাতে গেলে বলা যায়, ড্রাগের নেশার মতোই এরিনের এক্সারসাইজ এডিকশন রয়েছে। প্রতিদিন সে গড়ে ৮ ঘন্টা করে ব্যায়াম ও যোগা করেন। মাত্র ২-৩ ঘন্টা রাতে ঘুমান। একটি জনপ্রিয় টিভি শোয়ে তিনি জানিয়েছেন, অত্যাধিক এক্সারসাইজ তাঁকে কখনও ক্লান্ত করে না, বিরক্ত করে না। এক্সারসাইজের জন্য সে ডেটিং প্ল্যান, অ্যাপয়ন্টমেন্ট ছেড়ে দিতে রাজি। তাঁর জীবনটাই কন্ট্রোল করে তাঁর ব্যায়ামের নেশা। ব্যায়াম করতে যেমন তাঁর বিরক্ত লাগে না, তেমনি সারাদিন ধরে ব্যায়াম করতে বললে, তাই করতে পারেন বলে জানিয়েছেন...
- Get link
- X
- Other Apps
আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক সংবাদ ইয়াঙ্গুনে বৌদ্ধদের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ, ফাঁকা গুলি এএফপি ১১ মে ২০১৭, ০১:৫৭ প্রিন্ট সংস্করণ মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে গতকাল বুধবার বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কিছু লোক মঙ্গলবার রাতে পুলিশের কাছে অভিযোগ করে, ইয়াঙ্গুনের মিঙ্গালার তাউঙ্গ নাউন্ট এলাকায় একটি বাড়িতে কিছুসংখ্যক রোহিঙ্গা লুকিয়ে আছে। পুলিশ ওই লোকদের গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানালে স্থানীয় ব্যক্তিদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কিছু ভিক্ষু এবং স্থানীয় অনেকে মিলে রোহিঙ্গাদের খোঁজে তল্লাশি শুরু করে। পুলিশ জানায়, এর মধ্যে আরও কিছু মুসলমান সেখানে জড়ো হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পুলিশ সদস্যরা প্রথমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে ফাঁকা গুলি ছোড়া হয়। আরও সংবাদ বিষয়:
- Get link
- X
- Other Apps
আন্তর্জাতিক ভারত আন্তর্জাতিক সংবাদ ভারতীয় ‘গুপ্তচরের’ ফাঁসি স্থগিত করতে পাকিস্তানকে নির্দেশ নয়াদিল্লি প্রতিনিধি ১১ মে ২০১৭, ০০:০৮ প্রিন্ট সংস্করণ ২ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দিলেন আন্তর্জাতিক আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগ-এ অবস্থিত এই আদালত ভারতের আবেদনে সাড়া দিয়ে গত মঙ্গলবার পাকিস্তান সরকারকে এই নির্দেশ দেন। পাকিস্তানি সামরিক আদালত সম্প্রতি কুলভূষণকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের দাবি, চরবৃত্তির অভিযোগে গত বছর বেলুচিস্তান থেকে তাঁকে ধরা হয়। ভারত এই অভিযোগ অস্বীকার করে জানায়, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। ইরান থেকে অপহরণ করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে গতকাল বুধবার বলেন, আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত সরকার অনেক ভাবনাচিন্তা করেই নিয়েছে।
- Get link
- X
- Other Apps
উত্তর আমেরিকা সংবাদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিয়ে সেমিনার ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক ১১ মে ২০১৭, ১৭:৪৮ ১ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিচ্ছেন উন্নয়ন-সংশ্লিষ্ট নানা পক্ষ। বাংলাদেশের উন্নয়ন নিয়ে মর্যাদাপূর্ণ সেমিনারে যোগ দেওয়ার জন্য অতিথিদের সমাগম ঘটছে বোস্টন নগরীতে। স্থানীয় সময় ১২ মে, শুক্রবারে দিনভর আলোচনা হবে বাংলাদেশের উন্নয়নের নানা দিক নিয়ে। থাকবে সমস্যা, সহযোগিতা এবং লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ভাবনা এবং কর্মকৌশলের আলোচনা। জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে মর্যাদাপূর্ণ দিনভর আলোচনায় যোগ দিচ্ছেন প্রবাসে থাকা বাংলাদেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ থেকেও যোগ দিচ্ছেন সরকারের প্রতিনিধি, বিনিয়োগকারী, বাণিজ্য সহযোগীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলেই শুরু হবে উদ্বোধনী পর্ব। উদ্যোগ, বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন (সাসস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো এন্টারপ্রেনারশিপ, কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট) ...
- Get link
- X
- Other Apps
বাংলাদেশ অপরাধ বাংলাদেশ সংবাদ অর্থ পাচারের অভিযোগে চার বাংলাদেশি গ্রেপ্তার ত্রিপুরা প্রতিনিধি ১১ মে ২০১৭, ২০:০৪ ভারতের ত্রিপুরার সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্তে মার্কিন ডলারসহ গ্রেপ্তার চার বাংলাদেশি। ছবি: বিজ্ঞপ্তি। ভারতের ত্রিপুরার সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্তে চার বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার হাতে মার্কিন ডলারসহ তাঁরা আটক হন। বিএসএফের ত্রিপুরা সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবার বাড়ি বাংলাদেশের কুমিল্লার বুড়িচং উপজেলায়। তাঁরা হলেন আবুল হাসেমের ছেলে আবুল কালাম আজাদ (১৯), বিধু ভূষণ সাহার ছেলে পরিমল সাহা (৩৭), আবিদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৭), এলাহী বক্সের ছেলে সজীবুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদের সময় ওই চার ব্যক্তি জানান, গত সোমবার সকালে তাঁরা শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। একই ...