Posts

Showing posts from January 15, 2020

গত বছর ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

Image
গত বছর সৌদি আররে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা গত ছয় বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রিভ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরা। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক, ৯০ জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।  এদিকে, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু।  বিডি-প্রতিদিন/মাহবুব

ভয়াবহ তুষারপাতে জম্মু-কাশ্মীরে ৬৭ জনের মৃত্যু

Image
গত ২৪ ঘণ্টায় ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে কমপক্ষে ১০ জন তুষারপাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় সেনা সদস্য রয়েছেন। এখনও একাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাতে ৫৭ জন ইতিমধ্যে মারা গেছেন। তুষার সরিয়ে হাইওয়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি। বহু মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। পাকিস্তান কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, নীলুম উপত্যকায় ভারী তুষারপাত পাশাপাশি বৃষ্টির কারণে ধস নেমে গ্রামবাসীদের অনেকেই আটকা পড়েছেন। নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে, ইতিমধ্যে তিনজন ভারতীয় সেনাসদস্য তুষারপাতে নিহত হয়েছেন। খোঁজ নেই আরও একজনের। তারা সকলেই মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বকেয়া পাওনার প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করল রবি

Image
ফাইল ছবি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অডিটের নির্ধারিত পাওনা বাবদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবির জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান বন্ধের সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে স্থগিত করা হবে। শর্ত হচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এনওসি প্রদান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর মধ্যে তৃতীয় কিস্তির টাকা দিলে কোন সমস্যা নাই, কিন্তু টাকা না দিলে আবারও এনওসি প্রদান বন্ধ করা হবে। একইভাবে গ্রামীণফোনও যদি আদালতের নির্দেশনা মেনে বকেয়া পাওনা পরিশোধ শুরু করে তাহলে তাদেরও এনওসি বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। বিটিআরসি সব পদক্ষেপ নেবে আদালতের নির্দেশনা অনুযায়ী। গত ৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির অডিট নির্ধারিত মোট পাওনা ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন। আদালতের বেধে দেওয়া সময় অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ শুরু করায় রবি আবারও নেটওয়ার্ক সম্প্রসারণ, নেটওয়াকের্র ক...

ফের মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা

Image
ছবি: সংগৃহীত মার্কিন সেনা অবস্থান করে এমন ইরাকি সেনা ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে রকেট হামলা চালানো হয়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনাদের অবস্থান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক আর্মি ক্যাপ্টেন আনাদোলু'কে জানান, অন্তত দুইটি কাত্যুশা রকেট এই ঘাঁটিতে আঘাত হানে। এর আগে গত রবিবার আল বালাদ ঘাঁটিতে ৮ টি কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ঐ হামলায় বেশ কয়েক জন ইরাকিসেনা আহত হন। ৩ জানুয়ারি বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এর জবাবে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইত্তেফাক/এসআর

দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

Image
ফাইল ছবি ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল।  বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে ফেরি চালকরা পদ্মা নদীতে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় গত রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ ছোট-বড় যানবাহন। যদিও ঘণ্টাখানেকের মধ্যে আবারো ফেরি চলাচল শুরু হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও।  এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও বন্ধ রয়েছে লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি

Image
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দেশের সব নৌরুটেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার ঘন কুশায়ার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সড়কে দেখা যাচ্ছে না অল্প দূরের যানবাহনও। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে পরিবহনগুলো। চরম বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।  বিডি প্রতিদিন/ফারজানা

মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ১০০ কোটি ডলার দিল সৌদি

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে তাদের মিত্র সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভক্স নিউজ। খবরে বলা হয়, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়া আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো।   প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চান? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা (সেনা) পাঠাবো কিন্তু আপনাদের এর জন্য অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা হয়েছে।’ গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা।  বিডি প্রতিদিন/হিমেল

ইরান হামলা: 'আশ্চর্যজনকভাবে' পালিয়েছিলেন মার্কিন সেনারা/ ১৪ জানুয়ারি, ২০২০

Image
ছবি: সংগৃহীত। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আশ্চর্যজনকভাবে মার্কিন সেনারা পালাতে সক্ষম হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্টের সেনাবাহিনীর কর্মকর্তারা। খবর রয়টার্সের। ইরাকের আইন আল আসাদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল স্টেসি কোলম্যান বলেন, এটা আশ্চর্য ছিল এমন হামলায় কেউই হতাহত হয়নি।কে ভেবেছিল তারা এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আর এতে কোন হতাহত হবে না। জানা গেছে, হামলার দিন ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে প্রায় দেড় হাজার সেনা অবস্থান করছিল। মার্কিন সেনারা দাবি করছে, সেনা কর্মকর্তাদের দক্ষতায় তারা রক্ষা পেয়েছেন। এতে ইরানের প্রশংসা করার কিছু নেই বলেও জানিয়েছেন মার্কিন সেনারা। সেনা কর্মকর্তারা জানায়, ইরানের হামলায় সেনা ঘাঁটির বিভিন্ন আসবাব পত্র, অবকাঠামোর ক্ষয়-ক্ষতি হয়। হামলার বিষয়ে মার্কিন স্টাফ সার্জেন্ট টমি কেল্ডওয়েল বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিল যে হামলার ঘটনা ঘটতে পারে তাই আগে থেকেই আমরা আমাদের সবকিছু সরিয়ে নিয়েছিলাম। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলা...

ইরানের পরমাণু ইস্যুতে ট্রাম্পের পাশে থাকবেন জনসন/১৪ জানুয়ারি, ২০২০

Image
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (বামে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি-সংগৃহীত ইরানের পারমানবিক অস্ত্র অর্জন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পরমাণু সীমাবদ্ধকরণ চুক্তিতে ফিরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। প্রয়োজনে ট্রাম্প কোন নতুন চুক্তিতে আসতে চাইলে সেটাতেও সমর্থন জানানোর কথা জানান জনসন। নির্বাচনের জেতার পর এই প্রথম একান্ত সাক্ষাৎকারে বিবিসির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে খোলামেলা কথা বলেন জনসন। বরিস জনসন জানিয়েছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় দেশের করা চুক্তিকে এখনও সমর্থন করেন। তবে বর্তমান চুক্তির পরিবর্তে ট্রাম্প যদি নতুন কোন চুক্তিতে আসতে চান তাতেও তিনি সমর্থন করবেন। তিনি বলেন, ‘আমেরিকান বন্ধুদের প্রতি আমার আহ্বান যেকোনো মূল্যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রচেষ্টা বন্ধ করতে হবে। বর্তমান চুক্তি থেকে যদি আমরা সরে আসি তাহলে এর পরিবর্তে নতুন চুক্তিতে পৌঁছাতে হবে।’ ‘নতুন চুক্তি’ বলতে জনসন ট্রাম্পের চুক্তির কথা উল্লেখ করেছেন। ...

তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Image
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত আরব আমিরাতে তিন দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৬টা ৫মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আরো পড়ুন :  ধর্ষককে ক্রসফায়ারে মারার দাবি সংসদে সফরকালে প্রদানমন্ত্রী সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক ২০২০’ এবং জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ সেরিমনিতে যোগ দেন। ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দ্বুাই শাসক পরিবারের সদস্য সংযুক্ত আরব আমির...

মোদির আমন্ত্রণে ভারতে আসছেন ট্রাম্প!

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ট্রাম্পের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলেই মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি। মার্কিন কংগেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির চূড়ান্ত হওয়ার পর এ সফর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। খবর এনডিটিভির। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য গত বছরের ২৬ জানুয়ারি ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তার ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা তখন জানিয়েছিল, রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবের ক্ষেত্রে এই সপ্তাহেই ভোটাভুটি হবে বলে জানা গেছে। যা নিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। এই ভোটাভুটিতে কী হয় তার উপরেই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার