Posts

Showing posts from February 21, 2020

স্বাধীনতা পদকে ভূষিত ভারতেশ্বরী হোমস

Image
ভারতেশ্বরী হোমসের স্বাধীনতা পদক প্রাপ্তির ঘোষণার পর আনন্দে মেতে ওঠে কুমুদিনী কমপ্লেক্স। ছবি: ইত্তেফাক দানবীর রণদা প্রসাদ সাহা (রায় বাহাদুর) প্রতিষ্ঠিত নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস জাতীয় পর্যায়ে এ বছর স্বাধীনতা পুরষ্কার পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, নারী শিক্ষা, নারী জাগরণ, নারী উন্নয়ন ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখায় এই পদক পাচ্ছে প্রতিষ্ঠানটি। শুক্রবার কুমুদিনী পরিবারের অন্যতম সদস্য ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তি মিস প্রতিভা মুৎসুদ্দি এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রী পরিষদ বিভাগ স্বাধীনতা পুরষ্কারের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসের নাম ঘোষণা করেছেন। এরপর থেকেই কুমুদিনী কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ ও শিক্ষা পরিচালক মিস প্রতিভা মুৎসুদ্দি বলেন, কুমুদিনী কমপ্লেক্স সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমদিনী ফার্মা, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজসহ নারীদের উন্নয়ন ও শিক্ষার জন্য বিভি...

মাতৃভাষা দিবসে দিনাজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

Image
যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে দিনাজপুরের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ শহর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।  পরে শুক্রবার সকালে হুইপ ইকবালুর রহিম এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধঞ্জলী অর্পণ করেন। এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. জাকিয়া তাবাসসুম জুঁইসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  খানসামায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আবুল হাসান মাহমুদ আলী এমপি। কাহারোলে উপজেলা পরিষদের চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পহরে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিডি প্রতিদিন/হিমেল

ভারতে কোটি মানুষের অভ্যর্থনার অপেক্ষায় ট্রাম্প

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আহমেদাবাদে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে্ন এক কোটি মানুষ। যুক্তরাষ্ট্র একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন । সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদি আমাকে বলেছেন যে আহমেদাবাদে পৌঁছানোর পর এক কোটি মানুষ ২২ কিলোমিটার রাস্তা জুড়ে আমাকে স্বাগত জানাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে ২২ কিলোমিটার রাস্তা এক সঙ্গে ভ্রমণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আহমেদাবাদের পৌর মেয়রের দেয়া তথ্যের সঙ্গে ট্রাম্পের কথার কোন মিল নেই। বৃহস্পতিবার আহমেদাবাদের পৌর মেয়র ভিজয় নেহরা বলেন, ট্রাম্পকে স্বাগত জানাবেন আহমেদাবাদের এক লাখ মানুষ। এর আগে ভারতের কাছ থেকে খুব ভালো আচরণ না পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইত্তেফাক/এআর

ট্রাম্পের সঙ্গে ভারত সফরে আসছেন স্বামীসহ ইভাঙ্কাও

Image
আগামী সপ্তাহে দু’দিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে থাকতে পারেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনার। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে তার সঙ্গে থাকবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন, সেক্রেটারি অফ দা ট্রেজারি স্টিভ নাচিন, কমার্স সেক্রেটারি উইলবার রস এবং সেক্রেটারি অফ এনার্জি ড্যান ব্রলিয়েট। তবে আসছেন না আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার।  কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়ালের সঙ্গে একটি চুক্তি নিয়ে দর কষাকষি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি ফলপ্রসু হয়নি। ৩৮ বছর বয়সী ইভাঙ্কা এবং ৩৯ বছরের কুশনের দুজনেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পদে নিয়োজিত।  আগামী সোমবার গুজরাটের আহমেদাবাদে এসে পৌঁছনোর পর রোড শোতে অংশ নিবেন ট্রাম্প। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লাখ মানুষ যোগ দেবেন। পরে সেখান থেকে নবনির্মিত সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত্‍ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প।  পরে সেখান থ...

পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনে ফিরছে ব্যালট?

Image
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রয়টার্স ভারতে এখন লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা এবং পৌরসভা-পৌর করপোরেশন নির্বাচন হয়ে আসছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সর্বশেষ লোকসভা নির্বাচনও হয়েছে ইভিএমে। তবে পশ্চিমবঙ্গ পৌর নির্বাচনে ইভিএমের বদলে ব্যালটে নির্বাচন দেখা যেতে পারে। রাজ্যের নির্বাচন কমিশনারের কথায় সেরকম ইঙ্গিতই পাওয়া গেছে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসন জিতে নেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, বিজেপি ইভিএমে কারচুপি করে জিতেছে। এরপরই তিনি ব্যালটে ভোট নেওয়ার দাবি তুলেছিলেন। পৌর নির্বাচনকে সামনে রেখে আবার সেই একই দাবি তুলেছেন মমতা। পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন দপ্তর এই দাবিতে রাজ্যের নির্বাচন দপ্তরে চিঠিও দিয়েছে। কংগ্রেস এবং সিপিএম অবশ্য ইভিএমেই নির্বাচন চাইছে। আর বিজেপি বলছে, ইভিএম বা ব্যালট- কোনোটিতেই তাদের আপত্তি নেই। বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় দলীয় নেতাদের নিয়ে সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে তিনি নির্বাচন কমিশনকে বলেন, ব্যালট কিংবা ইভিএম কোনোটিতেই তাদের আপত্তি নেই। তাদের একটিই দাবি, নির্বাচন হ...

ট্রাম্প ভারতে আসছেন তাই.../২০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০০

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন, ভারতে তাই সাজ সাজ রব। আহমেদাবাদ ও আগ্রার সাজুগুজুতে খরচ হচ্ছে ১৩০ কোটি রুপি। এই সফর, যার সরকারি নাম ‘নমস্তে ট্রাম্প’, তা চিরস্মরণীয় করে রাখতে চেষ্টার অন্ত নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর নির্দেশ, গত বছর মার্কিন মুলুকের ‘হাউডি মোদি’র মতোই ঝকমকে হয়ে ওঠে যেন প্রেসিডেন্ট ট্রাম্পের সস্ত্রীক এই প্রথম ভারত সফর। আপ্যায়ন দেখে তাঁদের চোখ যেন ধাঁধিয়ে যায়। ট্রাম্প আসছেন আগামী সোমবার। এই সফর যে চোখ ধাঁধাবে, সে কথা এই কিছুদিন আগে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন। বিস্মিত হয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, গুজরাটের আহমেদাবাদ শহরের বিমানবন্দর থেকে মোটেরা স্টেডিয়ামে যাওয়ার পথের দুই ধারে ৭০ লাখ মানুষ নাকি তাঁকে অভিবাদন জানাবেন। সংখ্যাটা তখনই অবিশ্বাস্য লেগেছিল। কিন্তু সরকারিভাবে কেউই তা খণ্ডন করেননি। সফর শুরুর আগে সরকারি ভাষ্যে ৭০ লাখ নেমে এসেছে এক লাখে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো মোদির রাজ্যে জাঁকজমকে খামতি রাখা হচ্ছে না। বিমানবন্দর থেকে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রম ঘ...

ইরানের সংসদ নির্বাচন আজ

Image
ইরানের সংসদ নির্বাচন আজ। ছবি: পার্স টুডে। ইরানে আজ শুক্রবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। এবারের সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী হয়েছেন সাত হাজার ১৫৭ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান জামাল উর্ফ বলেছেন, সারা দেশে ৫৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন পাঁচ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ইরানি নাগরিক। এর মধ্যে নতুন ভোটার ২৯ লাখ ৩১ হাজার। ইরানের নির্বাচনী আইন অনুযায়ী , নির্বাচনের দিন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনী কেন্দ্রে উপস্থিত কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রে লেখা জন্ম তারিখ যাচাই-বাছাইয়ের পর তাদেরকে ভোট দিতে দেবেন। ইরানে প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করা হয় না। এ কারণে ভোটার ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীদের নাম লিখে দেন। প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক ভোট ...

একুশের প্রথম প্রহর সব ভালোবাসা মিশেছে শহীদ মিনারে

Image
শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: ইত্তেফাক পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালো জাতি। একুশের প্রথম প্রহরে জনতার হৃদয় উৎসারিত স্পর্শে, খালি পায়ে আসা মানুষের পদভারে জেগে উঠে স্মৃতির শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ করেন...

'দুঃখিত, আমি এখনই আনন্দিত হতে পারছি না'

Image
জ্যোতিকা জ্যোতি যে কোন নিউজের শুধু শিরোনাম দেখেই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়। পুরো নিউজ পড়ার অনুরোধ থাকলো সবার প্রতি । খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর ওপর যে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন সেখানে #বেগম_মুজিব(শেখ ফজিলাতুন্নেসা রানু) চরিত্রে আমি অভিনয় করছি, শিরোনামে যে নিউজটি হয়েছে সেটা পুরোটা পড়লে সবাই বুঝতে পারবেন বিষয়টা পুরোপুরি চূড়ান্ত হয়নি। আরেকটু অপেক্ষা করতে হবে। আমি আমার অবস্থানটুকু আংশিক শেয়ার করছি আপনাদের জন্য। ১০ তারিখে শ্যাম বেনেগাল আমার সাথে কথা বলেছেন, রানু হিসেবে পছন্দ করেছেন এবং 'গুড লাক' বলেছেন। উনার কাস্টিং ডিরেক্টরও আামাকে দারুণভাবে পছন্দ করেছেন। ব্যাস, সবকিছুই মৌখিকভাবে, কোন চুক্তি হয়নি। অফিসিয়ালি এখনো কাউকেই কিছু জানানো হয়নি। তবে এটা জানার পর একের পর এক ফোন, মেসেজ, ফেসবুক, ইনবক্সে, এবং বিভিন্ন মিডিয়ায় সবাই যে সমর্থন, শুভেচ্ছা, ভালোবাসায় আমাকে ভাসাচ্ছেন আমি মনে করি এটা আমার অনেক বড় পাওয়া, সত্যি আমি এতটা আশা করিনি। আপনাদের সকলের প্রতি আমার করজোড়ে শ্রদ্ধা।#বঙ্গমাতা চরিত্রে আমার প্রতি আপনাদের এই সমর্থন আজীবন আমার মনে থাকবে। ...

পাকিস্তানগামী অস্ত্রবাহী চীনা জাহাজ আটক করল ভারত

Image
চীনের একটি অস্ত্রবাহী জাহাজ আটক করেছে ভারত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দরের দিকে যাওয়ার সময় গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ তা আটক করে। খবর দিয়েছে সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট। পত্রিকাটি বলছে, প্রকৃতপক্ষে জাহাজে অটোক্লেভ ছিল কিন্তু জাহাজের ক্রুরা ভুল তথ্য দিয়েছেন এবং তারা একে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইয়ার বলেছেন। গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি গুজরাটের কান্দলা বন্দরে আটক করা হয় এবং বর্তমানে তাতে নিবিড়ভাবে তদন্ত চালানো হচ্ছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই তদন্ত চালাচ্ছে এবং পরবর্তীতে তারা পরমাণু বিজ্ঞানীদের এনক্লেভগুলো পরীক্ষার জন্য পাঠাবে। জাহাজটি চীনের জিয়াংসু প্রদেশের জিয়াংইন বন্দর থেকে করাচির কাসিম বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু পথে কান্দলা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জাহাজটিকে থামায়। ভারতের গোয়েন্দা সংস্থা এবং শীর্ষ পর্যায়ের নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তথ্য পাওয়ার পর কান্দলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে। মেরিন ট্রাফিক ডট কম-এর তথ্য অনুসারে- চীনা এই জাহাজটি...