Posts

Showing posts from November 11, 2019

ন্যাটোতে রাশিয়ার অস্ত্রের ঠাঁই নেই: মার্কিন যুক্তরাষ্ট্র

Image
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। ছবি: সংগৃহীত রাশিয়া থেকে ন্যাটোর কোন সদস্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কিনতে পারবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্রেইন মার্কিন এক টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর জাপান টাইমস’র। ন্যাটোর কোন সদস্য বলতে এখানে মূলত তুরস্ককে বোঝানো হয়েছে। তুরস্কের রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতি ইঙ্গিত করে করে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ‘এটা খুবই হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। আরও পড়ুন:  সব সেক্টরে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে: কাদের চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা অবহিত করবেন বলে জানিয়েছেন মার্কিন এই নিরাপত্তা উপদেষ্টা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের চোখরাঙানি উপেক্ষা করে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ে থেকে ক্ষে...

বুলবুলের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'পবন'

Image
সংগৃহীত ছবি শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ ও ভারতে তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে চলে গেছে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের ২১ জেলার ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ায় এবং বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎহীন রয়েছেন ৫০ লাখ গ্রাহক।  ঘূর্টিঝড় বুলবুলের আঘাতের ক্ষত শেষ হতে না হতেই এবার ধেয়ে আসছে ‘পবন’। ভারতের গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি।  ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করেন তারা। প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড। গত বেশ কয়েক বছর ধরে এই আটটি দেশের পক্ষে থেকে আটটি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই ৬৪টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ‘ফণী’...

অস্ত্র বাজারে পাকিস্তানের টার্গেট ১০০ কোটি ডলার

Image
প্রতি বছর এক বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের এক সিনিয়র কর্মকর্তা নিক্কিই এশিয়ান রিভিউকে বলেন, জুন পর্যন্ত অর্থবছরে পাকিস্তানের অস্ত্র রফতানি ২১০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দুই বছর আগের চেয়ে এই রফতানি ১০০ মিলিয়ন ডলার বেড়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে আরেক অফিসার বলেন, ৫ বছর আগে পাকিস্তানের অস্ত্র রফতানি ছিল ৬০ মিলিয়ন ডলার। ওই কর্মকর্তারা আরও বলেন, ঊর্ধ্বমুখী এই ধারা অস্ত্রে আত্মনির্ভরতার জন্য পাকিস্তানের ব্যাপকতর উদ্যাগই প্রতিফলিত হয়েছে। তারা অবশ্য, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। পাকিস্তানের অস্ত্র উৎপাদনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চীন ও পাকিস্তান মিলে জেএফ-১৭ থান্ডার জঙ্গি বিমান উৎপাদন করে। এ ব্যাপারে পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক কমান্ডার ও প্রতিরক্ষা বিশ্লেষক লে. জেনারেল (অব.) তালাত মাসুদ বলেন, জেএফ-১৭ পাকিস্তানের আত্মনির্ভরতার ভিত্তি তৈরী করেছে। উল্লেখ্য, পাকিস্তানকে ট্যাঙ্ক তৈরীতেও সহায়তা করেছে চীন। এছাড়া জেএফ-১৭ প্রকল্পের মাধ্যমে পাকস্তিানের বিমান বাহিনীকেও সহায়তা ক...

মানুষের মত দেখতে মাছ, সোশ্যাল মিডিয়ায় হইচই (ভিডিও)

Image
মানুষ-খেকো মাছের কথা সবার জানা কিন্তু মানুষ-মুখো মাছ, যা দেখলে অবাক হওয়ারই কথা। এমনই এক মাছের দেখা মিলেছে চীনের এক লেকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গেছে। সকলেই ওই মুখের মধ্যে নানা পরিচিত জনের ছায়া দেখতে পাচ্ছেন। আসলে মাছটির মুখ অনেকটাই মানুষের মতো। জানা গেছে, ভিডিওটি তুলেছেন দক্ষিণ চীনের এক বাসিন্দা। কানমিং শহরের একটি লেকে মাছটি দেখেন তিনি। কালবিলম্ব না করে ভিডিও করে নেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার পর থেকেই কমেন্টের বন্যা। অমুক বা তমুকের মতো দেখতে বলে যেমন অনেকে কমেন্ট করেছেন তেমনই এটিকে রূপকথার মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার হ্যারি পটার কাহিনির ভিলেন ভল্ডমর্ট বলেছেন মাছটিকে।  ভিডিওটি দেখতে  এখানে ক্লিক করুন বিডি-প্রতিদিন/শফিক

এস-৪০০ নিয়ে তুরস্ককে ফের হুমকি দিল যুক্তরাষ্ট্র

Image
তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি থেকে বেরিয়ে না এলে মার্কিন কংগ্রেস আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে আবারও হুমকি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। তিনি বলেন, ওই চুক্তি থেকে সরে না দাঁড়ালে ‘কাতসা’ আইন অনুযায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবে তুরস্ক। ও’ব্রায়েন বলেন, ওয়াশিংটন বহুবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ  তাইয়্যেব এরদোগানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ন্যাটো জোটে এস-৪০০’সহ রুশ সমরাস্ত্রের কোনও স্থান নেই এবং এ জোটের সদস্য দেশ হিসেবে তুরস্ক রাশিয়ার অস্ত্র কিনতে পারে না। সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ আরও কিছু বিষয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে টানাপড়েন চলছে। মার্কিন সরকার দাবি করছে, তুরস্কে এস-৪০০ মোতায়েন করা হলে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের নিরাপত্তা বিপন্ন হবে। তুরস্ক ২০১৭ সালের ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি করে এবং এরইমধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দু’টি চালান আঙ্কারাকে হস্তান্তর করেছে মস্কো। কিন্তু এরপরও ওয়াশিংটন এই চুক্তি বাতিল করার জন্য আঙ্কারাকে চেপে ধর...

রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি

Image
সংগৃহীত ছবি লা লিগার ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকেই সেল্তা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এটি তার ৩৪তম হ্যাটট্রিক। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো রোনালদোর লা লিগায় ৩৪টি হ্যাটট্রিক রয়েছে। তবে যেহেতু পর্তুগিজ তারকা বর্তমানে ইতালিয়ান সিরিআ লিগে খেলেন, তাই লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড মেসির একার করে নেওয়া এখন সময়ের ব্যাপার। এদিকে গত ২৯ অক্টোবরই রোনালদোর ক্লাব গোলকে ছাড়িয়ে যান মেসি (৬০৮)। বার্সার হয়েই এই গোলগুলো করেছেন তিনি। তবে সেসময় ৬০৬ গোলে পিছিয়ে পড়া রোনালদো এই গোলগুলো করেছেন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ও জুভেন্টাসের হয়ে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

চরফ্যাশনে খোলা আকাশের নিচে শতাধিক পরিবার, ৫ জেলে নিখোঁজ

Image
চরকলমী ইউনিয়নে বিধ্বস্ত একটি ঘর।ছবি: ইত্তেফাক ঘূর্ণিঝড় বুলবুলের ছোবলে ভোলার চরফ্যাশন উপজেলায় শতাধিক বসতঘর সম্পূর্ণ এবং তিন শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। শনিবার দিবাগত রাত শেষে উপজেলার চরকলমী, নজরুল নগর, এওয়াজপুর, ওসমানগঞ্জ এবং মুজিব নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়াও ইলিশা নামক স্থানে মাঝ নদীতে মাছ ধরা ট্রলার ঝড়ের কবলে পড়ে ৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। নজরুল নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার জানান, তার ইউনিয়নে ৩১টি ঘর সম্পূর্ণ এবং ৩০টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং অসংখ্য গাছ উপড়ে পড়েছে। চর কলমী ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আহমেদ জানান, তার ইউনিয়নে ২২টি ঘর সম্পূর্ণ এবং ১৬টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়া এওয়াজপুর ইউনিয়নে ৮টি এবং ওসমানগঞ্জ ইউনিয়নে ৭টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ মুজিব নগর, ঢালচর ইউনিয়নের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় জন প্রতিনিধিরা। আরও পড়ুন:  ফুলবাড়ীয়ায় মহিষের আক্রমণে ন...

বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরার ৪৭ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Image
ছবি: সংগৃহীত ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরায় ৪৭ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার সম্পূর্ণ বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ হাজার ঘরবাড়ি। এছাড়াও ৫ হাজার ১৭টি মৎস্য ঘের এবং ১৫ হাজার হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ ও ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজার হেক্টর জমির সবজি, পান, সরিষা ও কুলসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গছে, সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কাশিমাড়ি; আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা এলাকাসহ অন্যান্য উপজেলার অধিকাংশ কাচা ঘর নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার মৎস্য ঘের ও ফসলের ক্ষেত। উপড়ে পড়েছে হাজার হাজার গাছগাছালি। এতে রাস্তায় গাছ পড়ে অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার ছিঁড়ে ও খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকাগুলো। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের তারাণীপুরে দেওয়াল চাপা পড়ে ভ্যান চালক পলাশ ও তার স্ত্রী আহত হয়েছ...

বুক চিতিয়ে লড়ে গেলো অপরাজেয় সুন্দরবন

Image
সিডর, আইলার পর বুলবুলের চোখরাঙানিকে উপেক্ষা করে এবারও অপরাজেয় সুন্দরবন। ফাইল ছবি। প্রলংকারী ঘূর্ণিঝড় সিডর ও আইলার ক্ষত কাটতে না কাটতেই আবারও প্রলয় ঝড় ‘বুলবুল’। বরাবরের মত এবারও উপকূলীয় এলাকার মানুষ ও সম্পদ রক্ষা করতে বুক চিতিয়ে লড়াই করলো সুন্দরবন। সিডর, আইলার পর বুলবুলের চোখে চোখ রেখে এবারও অপরাজেয় সুন্দরবন। বাঘের মত গর্জে ওঠা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রথমে শনিবার বিকেলে ভারতীয় অংশের সুন্দরবনের সাগরদ্বীপে আঘাত হানে। এরপর রাত সাড়ে ১০টার দিকে এটি বাংলাদেশের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে ঢুকে পড়ে। দুই দেশের সুন্দরবনের গাছপালায় বাধা পেয়ে দুর্বল ‘বুলবুলের’ কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার কমে যায়। এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা একইভাবে সুন্দরবনে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়েছিল। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে গত শুক্রবার বেলা ১২টার পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়। শনিবার বিকালের পর থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের দুবলার চরে আঘাত হানার প...

পাকিস্তানের যুদ্ধ জাদুঘরে সেই অভি নন্দন'র মূর্তি

Image
ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভি নন্দনকে কোনওভাবেই ভুলতে পারছে না পাকিস্তান। উইং কম্যান্ডারের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের কোনও না কোনও উপায় খুঁজে বের করেই চলেছে পাকিস্তানি সরকার। কখনও ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের আগের বিজ্ঞাপন। আবার কখনও বিনা মালিকের টুইটার পোস্ট। এবার সব সীমা ছাড়িয়েছে পাকিস্তান।  যুদ্ধ জাদুঘরে উইং কম্যান্ডার অভিনন্দনের আস্ত একটা মূর্তি বানিয়ে সাজিয়ে রেখেছে পাকিস্তানের ইমরান সরকার। আর ওই মূর্তির পাশেই রয়েছে চায়ের কাপ!‌ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, মূর্তির পাশে চায়ের কাপ রেখে কী বোঝাতে চাইছে পাকিস্তান?‌  গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের আকাশসীমা লঙ্ঘনকারী পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের মাটিতে পড়েন অভিনন্দন। পাকিস্তানি সেনাদের হাতে তিনি বন্দি হন। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে জেনিভা কনভেশন অনুযায়ী পাক সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয়। পাকিস্তানি সেনারা অভিনন্দনকে কাপে করে চা দিয়েছিলেন পান করার জন্য। চায়ের কাপে ঠোঁট রেখেই অভিনন্দন তাঁদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন।  জেরার মুখে শালীনতা মেনেই খরচ করেছিলেন কয়েক’টি শ...

পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

Image
ফাইল ছবি পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। অক্টোবরে অনুষ্ঠিত পুনঃনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে তার বিরুদ্ধে চলমান আন্দোলনের মুখে  তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। গতকাল রবিবার (১০ নভেম্বর) ব্যাপক কারচুপির তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার কথা জানায় ওই নির্বাচনের পর্যবেক্ষক সংস্থা অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্যপ্রমাণ পাওয়ার দাবির সঙ্গে একমত পোষণ করে বলিভিয়ার নির্বাচনী সংস্থা সংস্কারের ঘোষণা দিয়েছিলেন মোরালেস। কিন্তু দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনী ও পুলিশ প্রধানরা মোরালেসকে পদত্যাগের আহবান জানান।  এরপর টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মোরালেস। তার সঙ্গে দেশটির ভাইস-প্রেসিডেন্ট আলভারো গার্সিয়াও পদত্যাগ করেছেন। মোরালেসের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা রাস্তায় নেমে আতশবাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন।     বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

নতুন তেলের খনির সন্ধান পেল ইরান

Image
ফাইল ছবি ইরানে একটি নতুন তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে। গতকাল রবিবার এমনই জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট হাসান রুহানি। নতুন এই তৈল খনিতে ৫,৩০০ কোটি ব্যারেল তেল মজুদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  ইরানের অর্থনীতি মূলত তেল নির্ভর। নতুন এই তেলের খনির সন্ধান সেদেশের অর্থনীতিতে নয়া শক্তির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। রুহানির বক্তব্য অনুসারে, দেশের দক্ষিণপশ্চিমের খুজেস্তান প্রদেশে নতুন এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে।  জানা গেছে, নতুন এই তৈলক্ষেত্রটির আয়তন প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র আহভাজে। সেখানে ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুদ আছে। খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত নতুন খনিটি সেদেশের দ্বিতীয় বৃহত্তম তেলের খনি হতে চলেছে। এখানে যে পরিমাণ তেল মজুদ আছে তা যুক্ত করল ইরানের মোট সঞ্চিত তৈল ভান্ডার এক ধাক্কায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাবে। বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলির মধ্যে ইরান অন্যতম। তাদের অর্থনীতির একটা বড় অংশ তেলের উপর নির্ভরশীল। কিন্তু পরমাণু চুক্তি নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার জেরে দেশটির তেল বিক্রি অনেক ধাক্কা খেয়েছে। ...

চীনের হাতে চাঁদে ইকোনমিক জোন গড়ার প্রকল্প

Image
২০৫০ সালের মধ্যে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে ইকনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) গড়ার প্রকল্প হাতে নিয়েছে চীন। আর এই প্রকল্প বাস্তবায়ন করতে খরচ হবে ১০ লাখ কোটি ডলার।  সম্প্রতি চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার প্রধান বাও ওয়েমিন এ প্রকল্পের ঘোষণা করেন। উচ্চাভিলাষী এ পরিকল্পনার মূল প্রযুক্তির নির্মাণ কাজ ২০৩০ সালের মধ্যে শেষ হবে। আর যোগাযোগ প্রযুক্তি নির্মাণ সম্ভব হবে ২০৪০ সালের মধ্যেই । চীন মহাকাশ খাতে ব্যাপক গবেষণা ও সমীক্ষা চালাচ্ছে। গত জুলাইয়ে দেশটির একটি বেসরকারি কোম্পানি আই-স্পেস একটি রকেট সফলতার সঙ্গে উৎক্ষেপণ করে। এটি চীনের বাণিজ্যিক মহাকাশ শিল্পের প্রথম সফল রকেট উৎক্ষেপণ। ১৯৭০ সালে চীন প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করে। ২০০৩ সালে মহাকাশচারী পাঠানোয় তৃতীয় দেশ হিসেবে মহাকাশে নিজেদের নাম লেখায় চীন। বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ