ন্যাটোতে রাশিয়ার অস্ত্রের ঠাঁই নেই: মার্কিন যুক্তরাষ্ট্র
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০। ছবি: সংগৃহীত রাশিয়া থেকে ন্যাটোর কোন সদস্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কিনতে পারবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্রেইন মার্কিন এক টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর জাপান টাইমস’র। ন্যাটোর কোন সদস্য বলতে এখানে মূলত তুরস্ককে বোঝানো হয়েছে। তুরস্কের রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতি ইঙ্গিত করে করে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ‘এটা খুবই হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। আরও পড়ুন: সব সেক্টরে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে: কাদের চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা অবহিত করবেন বলে জানিয়েছেন মার্কিন এই নিরাপত্তা উপদেষ্টা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের চোখরাঙানি উপেক্ষা করে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ে থেকে ক্ষে...