Posts

Showing posts from July 14, 2018

গুহা থেকে উদ্ধারকৃত কিশোররা বাসায় ফিরবে বৃহস্পতিবার

Image
উদ্ধারকৃত ১২ জন থাই কিশোর ও তাদের কোচ হাসপাতাল থেকে আগামী সপ্তাহে ছাড়া পাবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকোল সাকোলসাতায়াডর্ন। পিয়াসাকোল বলেন, উদ্ধারকৃত কিশোরদের মধ্যে কয়েকজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসার কারণে তারা সুস্থ হয়ে উঠছে। তাদেরকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে। বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের সম্মিলিত চেষ্টায় গত সপ্তাহের মঙ্গলবার তাদের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউরোনিউজ। ইত্তেফাক/এমওয়াই

জর্ডানকে 'মারকাভা' ট্যাংক উপহার দিল ইসরায়েল

Image
শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্ডানকে 'স্বঘোষিত অপরাজেয়' মারকাভা ট্যাংক উপহার দিয়েছে ইসরায়েল। জর্ডানের একটি যাদুঘরে এ ট্যাংক রাখা হয়েছে। শনিবার জেরুজালেম পোস্ট জানিয়েছে, একটি ট্রাকে করে মারকাভা ট্যাংকটি সম্প্রতি জর্ডানে নেয়া হয়। ট্যাংকটিকে জর্ডানের রাজকীয় ট্যাংক যাদুঘরে প্রদর্শন করা হবে। জেরুজালেম পোস্ট এ উপহারকে ইসরায়েল ও জর্ডানের মধ্যে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক বেড়ে চলার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপনীয় অস্ত্রকে জর্ডানের কাছে পাঠানো সংক্রান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানকে সই করতে হয়েছে। এর অর্থ দাঁড়ায় জর্ডান এখন ইসরায়েলের বিশ্বস্ত বন্ধুর তালিকায় রয়েছে। ইসরায়েল দাবি করে থাকে- মারকাভা ট্যাংক হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সুরক্ষিত ট্যাংক। তবে ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরায়েলের পাঁচটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছিল। এর মধ্যদিয়ে মারাকাভা সম্পর্কে যে মিথ চালু করা হয়েছিল তা ভেঙে যায়। বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/আরাফাত

জ্যাক মাকে টপকে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

Image
ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি ব্যক্তিগত সম্পদের হিসাবে চিনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মাকে টপকে এশিয়ার শীর্ষ ধনী হন।   ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্সে দেখা যায়, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশের ব্যক্তিগত সম্পদের পরিমাণ শুক্রবার পর্যন্ত ছিলো ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। অপর দিকে বৃহস্পতিবার পর্যন্ত জ্যাক মার সম্পদের পরিমাণ ছিলো ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।-টাইমস অব ইন্ডিয়া।    ইত্তেফাক/মোস্তাফিজ

বিরক্তিকর হেঁচকির সমাধান

Image
হেঁচকি কেন হয় তা এখনো খুব স্পষ্ট নয় বিজ্ঞানীদের কাছে। তবে ধারণা করা হয়, আমাদের বুক আর পেটের মাঝখানে মাংসপেশি দিয়ে তৈরি একটি পার্টিশন আছে যা একটি নির্দিষ্ট ছন্দে সংকোচিত ও প্রসারিত হয়, একে ডায়াফ্রাম বলে। যখন কোনো কারণে এই স্বাভাবিক ছন্দ হরিয়ে ডায়াফ্রাম হঠাৎ বেশি সংকোচিত-প্রসারিত হয়, তখনই হেঁচকি উঠে। দ্রুত খেতে চেষ্টা করলে, অনেক গরম ও মসলাদার খাবার খেলে, গরম খাবারের সঙ্গে খুব ঠাণ্ডা পানি বা পানীয় পান করতে শুরু করলে, অনেকক্ষণ ধরে হাসলে বা কাঁদলে হেঁচকি হতে পারে। বড়দের অবিরত হেঁচকি হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে। যেমন-উদ্বেগ, কিডনির রোগ, শরীরে লবণের ভারসাম্যহীনতা, অতিরিক্ত অ্যালকোহল পান, ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় হেঁচকি হতে পারে। আবার মস্তিষ্কের কিছু রোগ যেমন-টিউমার বা ফোড়া, পেটের কিছু রোগ যেমন- অগ্ন্যাশয়ে প্রদাহ, হেপাটাইটিস ইত্যাদিও হেঁচকির কারণ হতে পারে। সাধারণ কারণে হেঁচকি হলে তা একটু পর এমনিতেই বন্ধ হয়ে যায়। তবে শারীরিক সমস্যা ও রোগে অনেক সময় বারবার বা অতিরিক্ত হেঁচকি উঠতে পারে। পর্যাপ্ত পানি খেলেই হেঁচকি কমে যায়। যদি পানি সাথে না থাকে তবে কিছুক্ষণ শ্বাস বন্ধ রাখতে হব...

দেশে ফিরেই নওয়াজ ও মরিয়ম গ্রেফতার

Image
অবশেষে গ্রেফতার হলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ। শুক্রবার লন্ডন থেকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় পাসপোর্ট। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় রাত পৌনে ৯টায় আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নওয়াজ ও মরিয়ম। বিমানটি অবতরণের পর তাতে প্রায় ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রবেশ করে। সে সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এর তিন সদস্য নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন। আর দেশটির জাতীয় জবাবদিহিতা মূলক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো (এনএবি) আটক করেন নওয়াজদের। লাহোর পৌঁছানোর পর নওয়াজ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিএমএল-এন এর পক্ষ থেকে তাদের এক গণ অভ্যর্থনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সংবর্ধনা পাচ্ছেন না নওয়াজেরা। লাহোর থেকে তাদের সরাসরি রাজধানীর ইসলামাবাদের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হতে পারে। তবে বিমানবন্দরের হজ্ব লাউঞ্জে নওয়াজ শরীফের মা বেগম শামীম আক্তারের সাথে নওয়াজ ও ম...