Posts

Showing posts from March 11, 2022

সংসদ অধিবেশন ২৮ মার্চ শুরু

Image
  ফাইল ছবি একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ (সোমবার) শুরু হচ্ছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৪ চৈত্র অনুযায়ী ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ রোজ সোমবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। বিডি প্রতিদিন/আরাফাত

একটি বৈঠকেই অলৌকিক কিছু আশা করা ঠিক নয় : তুরস্ক

Image
  রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনার পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু এই বৈঠকটিকে “গুরুত্বপূর্ণ সূচনা” বলে উল্লেখ করেছেন। তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, মাত্র একটি বৈঠক থেকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়।  ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম দুটো দেশের মধ্যে এতো উচ্চ পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেক অসুবিধা সত্ত্বেও, আমি বলবো একটি ভালো বৈঠক হয়েছে। আমরা মানবিক করিডোর খোলা রাখার ওপর জোর দিয়েছিলাম। সূত্র : বিবিসি।