Posts

Showing posts from August 1, 2019

ইসরায়েলের কাছ থেকে ৮০০০ মিসাইল কিনছে ভারত

Image
ইসরায়েলের এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৮০০০ স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে ওই মিসাইল কিনছে ভারত। ইতিমধ্যে দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তবে এই রিপোর্ট সম্পর্কে কোনও মন্তব্য করেননি ইসরায়েলের বিদেশমন্ত্রক। ‘আরুৎজ শেভা’ নামে ওই সংবাদপত্রের দাবি, ইসরায়েল ভারতে প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অস্ত্র রফতানি করে। প্রতি বছর প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে ভারতে। গত বছরের এপ্রিলে দুই দেশ ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি। ইসরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে। এগুলো ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌ-বাহিনী ব্যবহার করবে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইসরায়েলের ...

আসামে ৩৩৫ বিদেশি জামিনে মুক্তি পাবেন

Image
ভারতের সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর ভারতের আসাম রাজ্যের ছয়টি বন্দিশিবিরে (ডিটেনশন ক্যাম্প) আটক থাকা ৩৩৫ জন বিদেশিকে জামিনে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আসাম সরকার। গত মঙ্গলবার আসাম সরকার এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যেসব বিদেশি বন্দী তিন বছরের বেশি বন্দিশিবিরে রয়েছেন, তাঁদের জামিন দেওয়া হবে। তবে তা হবে শর্ত সাপেক্ষে। শর্ত অনুযায়ী, জামিনে মুক্ত বন্দীদের দুই ভারতীয় জামিনদারের এক লাখ রুপির বন্ডের পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হবে। মুক্তির আগে অবশ্য তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। নির্দিষ্ট ঠিকানা দিয়ে তাঁদের সেই ঠিকানায় থাকতে হবে। প্রতি সপ্তাহে তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দিষ্ট থানায় হাজিরা দিতে হবে। ঠিকানা বদল হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। নির্দিষ্ট এলাকার পুলিশ সুপার ত্রৈমাসিক প্রতিবেদন দেবেন ফরেনার্স ট্রাইব্যুনালে। আসাম নাগরিক অধিকার রক্ষা কমিটির মহাসচিব সাধন পুরকায়স্থ বলেন, বন্দিশিবিরে পাঁচ বছরের বেশি সময় ধরে আটক থাকা বন্দীরাও রয়েছেন। তবে জামিনের শর্ত দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না। বন্দীদের অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হ...

ভারতে ট্রাফিক আইন ভাঙলে মোটা জরিমানা

Image
ভারতে ট্রাফিক আইন ভঙ্গ করলে ব্যাপক জরিমানাসহ কঠিন শাস্তির বিধান রেখে বিল পাস প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার রাজ্য সভায় এ বিল অনুমোদন পাওয়ায় এটা এখন আইনে রূপ নেওয়ার অপেক্ষায়। ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গড়করি বলেছেন, মোটর ভেহিক্যালস সংশোধনী বিলটি আইন হিসেবে পাস হলে মানুষের মনে ট্রাফিক আইন ভাঙার ভয় সৃষ্টি করবে। আইন ভাঙার বিষয়টি ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম মনিটর করবে। নিউজ ১৮–এর প্রতিবেদনে জানানো হয়, বিল পাস হওয়ার ফলে বদলে যাচ্ছে ভারতের ট্রাফিক আইনসংক্রান্ত একাধিক নিয়ম। ৩১ জুলাই সংসদে পাস হয়েছে মোটর ভেহিক্যালস সংশোধনী বিল, ২০১৯। এই আইন প্রযোজ্য হওয়ার পর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনে করলে বর্ধিত হারে জরিমানাও দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যদি ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ট্রাফিক লাইট না মেনে গাড়ি চালিয়ে দেওয়া বা লেন না মেনে গাড়ি চালালে তা বিপজ্জনক গাড়ি চালানো হিসেবে গণ্য করা হবে। বিপজ্জনকভাবে গাড়ি চালালে পাঁচ হাজার রুপি জরিমানা হতে পারে। আগে জরিমানা ছিল এক হাজার রুপি। মত্ত অবস্থায় গাড়ি চালালে জরিমানা হবে ১০ হাজার রুপি। সাধারণ ট্রাফিক আইন...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

Image
ছবি : সংগৃহীত পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ইত্তেফাক/এএম